তাইওয়ানের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ হামলার মহড়া চালাচ্ছে চীন
১০ এপ্রিল ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:১৩ এএম
তাইওয়ানের ভ‚খÐে এবং তার আশেপাশের জলসীমায় গুরুত্বপূর্ণ সব টার্গেটে নিখুঁত হামলার মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ঘিরে বেইজিং তিনদিন ধরে যে সামরিক মহড়ার কথা ঘোষণা করেছে গতকাল ছিল তার দ্বিতীয় দিন। এ মহড়াকে চীন স্বশাসিত এই দ্বীপটির প্রতি কড়া হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে বেইজিং এ মহড়া চালাচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই মহড়ায় সামরিক বাহিনীর দূর-পাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্র-বাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্যামারসহ আরো অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীনের সামরিক বাহিনী যখন তাইওয়ান দ্বীপটিকে ঘিরে ফেলার এই মহড়া পরিচালনা করছে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেইজিং-এর প্রতি সংযম প্রদর্শনের আহবান জানানো হয়েছে। তাইওয়ান বলছে শনিবার অন্তত ৭১টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের চারপাশ দিয়ে উড়ে গেছে। তাইওয়ান আরো বলেছে যে চীনের ৪৫টি সামরিক বিমান হয় তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে- এ মধ্যরেখাটিকে তাইওয়ান ও চীনা ভ‚খÐের সীমারেখা হিসেবে বিবেচনা করা হয়- অথবা এগুলো তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা জোনের দিকে উড়ে গেছে। এ মহড়ায় চীনের ন’টি যুদ্ধজাহাজও অংশ নিচ্ছে।
চীন এই মহড়ার নাম দিয়েছে ‘জয়েন্ট সোর্ড’ যা চলবে আজ সোমবার পর্যন্ত। মহড়ার প্রথম দিন চীনের একটি যুদ্ধজাহাজ পিংটন দ্বীপের কাছে অবস্থান নিয়ে সেখান থেকে ফায়ার করেছে। চীনের এই দ্বীপটি তাইওয়ানের সবচেয়ে কাছের। তাইওয়ানের উপক‚ল রক্ষী বাহিনীকে পরিচালনা করে যে ওশান অ্যাফেয়ার্স কাউন্সিল তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে তাদের একটি জাহাজ চীনা যুদ্ধজাহাজের পেছনে পেছনে যাচ্ছে। তবে সেটি কোথায় হয়েছে তা উল্লেখ করা হয়নি।
প্রথম দিনের মহড়া শেষ হয় শনিবার সন্ধ্যায়। তাইওয়ানের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন গতকাল সকাল থেকে চীনা যুদ্ধবিমানের মহড়া পুনরায় শুরু হয়। চীনের এই সামরিক তৎপরতায় তাইওয়ানের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা কর্মকর্তারা চীনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে তাদের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্রকে সফরকে এ ‘সামরিক মহড়ার অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার ফলে ওই অঞ্চলের শান্তি, স্থিতি ও নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ তৈরি হয়েছে।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা চীনের প্রতি আহবান জানিয়েছেন তারা যেন এই মহড়ার কারণ হিসেবে প্রেসিডেন্ট সাই-এর যুক্তরাষ্ট্র সফরকে ব্যবহার না করে। একই সঙ্গে তারা ‘স্থিতাবস্থার পরিবর্তন না ঘটানো এবং সংযম প্রদর্শনেরও’ আহবান জানান।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন ‘চীন কী করছে তার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখা হচ্ছে,’ এবং ‘ওই অঞ্চলে শান্তি, স্থিতি বজায় রাখাসহ জাতীয় নিরাপত্তার অঙ্গীকার রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের যথেষ্ট উপকরণ এবং ক্ষমতা রয়েছে।’ যুক্তরাষ্ট্র ১৯৭৯ সালে বেইজিং-এর স্বার্থে তাইওয়ানের সাথে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে আইন অনুসারে তারা তাইওয়ানকে রক্ষার ব্যাপারে সাহায্য দিতে বাধ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবারই বলেছেন চীন যদি তাইওয়ানকে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র তাতে হস্তক্ষেপ করবে। তবে যুক্তরাষ্ট্রের এই বার্তা খুব বেশি স্পষ্ট নয়।
তাইওয়ানের প্রতি ‘অব্যাহত সমর্থনের’ জন্য প্রেসিডেন্ট সাই বুধবার যুক্তরাষ্ট্রে হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে সাক্ষাতের সময় তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এর ফলে তাইওয়ানের জনগণ যে বিচ্ছিন্ন হয়ে পড়েনি এবং আমরা যে একা নই এবিষয়ে জনগণ পুনরায় আশ্বস্ত হয়েছে।’ তাইওয়ান নিজেদেরকে একটি সার্বভৌম দেশ বলে গণ্য করে। তাদের আছে নিজস্ব সংবিধান ও নির্বাচিত সরকার। কিন্তু চীন মনে করে তাইওয়ান তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ। একসময় এটি বেইজিং এর নিয়ন্ত্রণে আসবে, এবং এজন্যে প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও পুনরেকত্রীকরণের কথা বলে থাকেন। সূত্র : বিবিসি নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা