পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছে পুলিশ

আগাম জামিন নিয়েও গ্রেফতার হতে পারেন ইমরান খান

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৭ মে ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ১২:০১ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন যে, পুলিশ তার বাসভবন জামান পার্ক ঘিরে রেখেছে। যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ইউটিউব লাইভে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তার বাড়িতে ৪০ থেকে ৫০ জন দুষ্কৃতকারী লুকিয়ে রয়েছে বলে দাবি করেছে প্রশাসন। এদিন টুইটারে তিনি লেখেন, ‘পরবর্তী গ্রেফতারির আগে এটাই হয়তো আমার শেষ টুইট। পুলিশ আমার বাড়ি ঘিরে ফেরেছে।’

গত সপ্তাহের মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরানকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। এর পরই রণক্ষেত্রের চেহারা নেয় পাকিস্তানের একাধিক শহর। ইমরানের দল চঞও-র কর্মী-সমর্থকদের বিরুদ্ধে লাহোরে এক কোর কমান্ডারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। পাকিস্তানের পঞ্জাব প্রশাসনের দাবি, কোর কমান্ডারের বাড়িতে হামলাকারীদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন ইমরান। প্রায় ৪০ থেকে ৫০ জন দুষ্কৃতকারী তার জামান পার্কের বাড়িতে লুকিয়ে রয়েছেন বলে অনুমান প্রশাসনের। তবে, পাক প্রশাসনের অভিযোগ অস্বীকার করেন তিনি।

কোর কমান্ডারের বাড়িতে হামলার ঘটনায় পিটিআই কর্মী-সমর্থকরা জড়িত ছিলেন না বলেও দাবি করেন ইমরান। তিনি বলেন, ‘আমার দলের কর্মীরা কোনও উশৃঙ্খলতা করেনি। দুষ্কৃতকারীরা আমার দলের কর্মীদের সঙ্গে মিশে ছিল। তারাই কোর কমান্ডারের বাড়িতে হামলা চালিয়েছে।’ এই দুষ্কৃতকারীদের ক্ষমতাসীন দলের তরফ থেকে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এই দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দিতে ইমরানকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই পাক পুলিশ তার বাড়ি ঘেরাও করেছে বলে জানিয়েছেন ইমরান থান।

প্রসঙ্গত, এদিন ফের একবার বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার জোট সরকারকে নিশানা করেন ইমরান। মাইক্রো ব্লগিং সাইটে তিনি লেখেন, ‘আমার জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছেন শাহবাজ শরিফ। তিনি জানেন নির্বাচন হলে ইমরান খান জিতবে। সেই কারণেই পাক সেনাকে ব্যবহার করে আমার দলকে বিপদে ফেলার চক্রান্ত করা হচ্ছে।’ এর পাশাপাশি পাকিস্তান যে ধ্বংসের মুখে পড়তে চলেছে, তা ফের একবার উল্লেখ করেন পিটিআই চেয়ারম্যান। তিনি টুইটারে লেখেন, ‘আজ যদি ন্যায়বিচার না হয়, তাহলে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে। যেই জায়গা থেকে কোনওভাবেই আমরা ফিরে আসতে পারব না।’

এর আগে, গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট ৭০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর আগাম জামিনের মেয়াদ বাড়িয়ে আগামী ৮ জুন পর্যন্ত করেন। মঙ্গলবার সহিংসতা ও রাষ্ট্রদ্রোহে প্ররোচনা সংক্রান্ত দুটি মামলায় তার এ জামিনের মেয়াদ বাড়ানো হয়। এছাড়া তাকে আদালতে হাজিরা দেয়া থেকেও অব্যাহতি দেন আদালত। এ সময় আদেশে তাকে ৯ মে’র পরে নথিভুক্ত কোনো মামলা গ্রেফতার করা যাবে না বলে উল্লেখ করা হয়। ইমরান খান অভিযোগ করেন, গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে বেশ কয়েকটি মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে করা সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তার আগে, গত সপ্তাহে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করার পর তার সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে গোটা পাকিস্তান। আল কাদির ট্রাস্ট মামলায় গত ৯ মে ইমরানকে গ্রেফতার করা হয়। ওই মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তাকে দুই সপ্তাহের জামিন দেন। সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে তাকে ইমলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেন। উল্লেখ্য, ইমরান তার নেতৃত্বের অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর গত বছরের এপ্রিলে ক্ষমতা থেকে অপসারিত হন। বিষয়টিকে রাশিয়া, চীন ও আফগানিস্তানের বিষয়ে তার স্বাধীন পররাষ্ট্র নীতির সিদ্ধান্তের কারণে তাকে লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি। সূত্র: ডন।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সউদী আরবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
আরও

আরও পড়ুন

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম

মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার

নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার

রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার

প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়

প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়