জাপানে দুই পুলিশসহ চারজনকে হত্যা, গ্রেফতার ১
২৬ মে ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:০১ এএম
দুই পুলিশ কর্মকর্তাসহ চারজনকে হত্যার দায়ে জাপানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার পুলিশ জানিয়েছে। পুলিশ কর্মকর্তাদের গুলি করে এবং দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ। হামলাকারীর নাম মাসানোরি আওকি। বয়স ৩১। তিনি জাপানের নাকানো শহর পরিষদের স্পিকারের ছেলে। এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হামলার কারণ জানা যায়নি।
নাকানো শহরে হামলার সূত্রপাত বৃহস্পতিবার বিকালে। ঐ সময় ক্ষেতে কাজ করার সময় এক নারীকে রাস্তা দিয়ে দৌড়ে আসতে দেখার কথা এনএইচকে টেলিভিশনকে জানান স্থানীয় এক ব্যক্তি। ঐ নারী ‘আমাকে সহায়তা করুন’ বলছিলেন। আর ‘তার পেছনে ছদ্মবেশ ধরা এক ব্যক্তি ছিলেন, যার হাতে একটি বড় ছুরি ছিল। ঐ ব্যক্তি ঐ নারীর পেছনে ছুরি চালান,’ বলে জানান ৭২ বছর বয়সি ঐ প্রত্যক্ষদর্শী। এদিকে কিয়োদো নিউজ আরেক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারী বলছিলেন, ‘আমি তাকে হত্যা করেছি, কারণ, আমি এটা করতে চেয়েছি।’ এরপর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দিকে ঐ হামলাকারী শিকার করার বন্দুক দিয়ে গুলি চালায় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এনএইচকে বলছে, পুলিশ কর্মকর্তারা গাড়ির ভেতরে ছিলেন। হামলাকারী তার বন্দুকটি গাড়ির জানালায় ধরে দুইবার গুলি করে। নিহত ঐ দুই পুলিশ কর্মকর্তা হলেন ইয়োশিকি তামাই (৪৬) ও তাকু ইকেওচি (৬১)। এরপর ঐ ব্যক্তি একটি বাড়ির ভেতর ঢুকে যায়। ঐ বাড়িতে হামলাকারীর মা ও খালাও ছিলেন বলে স্থানীয় গণমাধ্যম বলছে। রাতে ঐ বাড়িতে থাকার সময় মাঝেমধ্যে গুলির শব্দ শোনা গেছে। তবে এর মধ্যে ঐ দুই নারী পালিয়ে যান। গুলিতে আহত ঐ দুই পুলিশ কর্মকর্তা ও ছুরিকাহত নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা মারা যান। এদিকে সম্ভাব্য ছুরিকাঘাতের পর আরেকজন বয়স্ক নারী প্রাণ হারিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তিনি তার বাড়ির বাইরে পড়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। এই হত্যার জন্যও আওকি দায়ী বলে অভিযোগ করা হয়েছে। জাপানে সহিংস ঘটনার উদাহরণ কম। সেখানে বন্দুক আইনও বেশ কড়া। সূত্র : এএফপি, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০