সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
০৫ জুন ২০২৩, ১০:০৬ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৪ এএম
আটক ৩৩
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে ধূমপান করা নিয়ে শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর দুই গ্রুপের ৩৩ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুন্সি প্রেমচাঁদ হোস্টেলে কিছু ছাত্রের ধূমপান করা নিয়ে নিরাপত্তারক্ষীরা আপত্তি জানালে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি বলেন, রোববার সকালের দিকে দুই গ্রুপের মধ্যে বাগবিত-া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়। এনডিটিভি।
মে মাসেই
ইনকিলাব ডেস্ক : গত বছর হিজাববিরোধী আন্দোলন শুরুর পর থেকেই ইরানে ক্রমশ বাড়ছে মৃত্যুদ-ের হার। দেশটির আদালতে ফাঁসির সাজাপ্রাপ্তদের বড় অংশই দোষী সাব্যস্ত হচ্ছেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে। নরওয়েতে মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) তেহরানের সরকারি ‘তথ্য’ উদ্ধৃত করে জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সে দেশে ৩০৭ জনেরও বেশি বন্দীর মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গত মে মাসে ইরানে ১৪২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে! ইরানের সাম্প্রতিক ইতিহাসে এক মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যুদ- কার্যকর করার ঘটনা। রয়টার্স।
ধরপাকড়
ইনকিলাব ডেস্ক : চীনের তিয়েনআনমেন স্কয়ারে হত্যাযজ্ঞের ৩৪ তম বর্ষপূর্তিতে পুলিশ গণতন্ত্রপন্থি কর্মীদের ধরপাকড় করেছে। ১৯৮৯ সালে গণতন্ত্রের দাবিতে চীনের বেইজিংয়ের তিয়েনানমেন স্কয়ার কয়েক সপ্তাহ ধরে দখলে রেখেছিল কয়েকশ’ বিক্ষোভকারী। সেই গণঅভ্যুত্থান ঠেকাতে ৪ জুন চীনের নিরাপত্তা বাহিনী সেখানে হামলা চালায়। অভিযানে বহু বিক্ষোভকারী প্রাণ হারায়। ওই ঘটনার স্মরণে দিবসটি প্রকাশ্যে পালন করায় নিষেধাজ্ঞা দিয়েছে হংকং কর্তৃপক্ষ। এর আওতায় পুলিশ বহুজনকে আটক করেছে। রয়টার্স।
ভূমিকম্প সাগরে
ইনকিলাব ডেস্ক : সাতসকালে ভূমিকম্প আঘাত হেনেছে বঙ্গোপসাগরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। সোমবার সকালে এই ভূমিকম্পটি আঘাত হানে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। বাংলাদেশ সময় সকাল সোয়া আটাটার দিকে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। লাইভ মিন্ট।
সিচুয়ানে নিহত ১৯
ইনকিলাব ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি খনিতে ভূমিধসে ১৯ জন নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে প্রদেশের দক্ষিণে লেশান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় এ ভূমিধস হয়। তবে দুর্ঘটনার বিষয়ে প্রচার বিভাগের কর্মকর্তা জিনকৌহি বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি। সংবাদমাধ্যম জানাচ্ছে, খনির শ্রমিকরা যেখানে থাকত, তার ওপর পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। মূলত ওই এলাকায় দুর্ঘটনার আগে থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল। রয়টার্স।
ইকুয়েডরে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : ইকুয়েডরের গুয়াকিল নগরীর একটি বাড়িতে রোববার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো আটজন। পুলিশ কর্নেল ফ্যাবারি মন্টালভোরের বরাত দিয়ে সংবাদ সংস্থা জানায়, নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছে। তার মাথায় গুলি লাগে। প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে মন্টালভো আরো জানান, তিনজন লোক মোটরসাইকেলে করে নগরীর দরিদ্র এলাকা ইসলা ট্রিনিটারিয়ার একটি বাড়িতে ঢুকে গুলি চালাতে শুরু করে। এএফপি।
গিনিতে নিহত ৭
ইনকিলাব ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর পূর্বাঞ্চলে স্কুলে পরীক্ষায় অংশ নেয়ার উদ্দেশে নাইজার নদী পাড়ি দিতে গিয়ে নৌকা উল্টে উচ্চ মাধ্যমিক স্কুলের এই সাত ছাত্রী প্রাণ হারায়। শিক্ষামন্ত্রী গুইলামহাইং সাংবাদিকদের বলেছেন, ‘সাত শিক্ষার্থীর মৃত্যুর খবরে আমরা স্তম্ভিত।’ নিরাপত্তা কর্মকর্তা মামাদি কেইতা জানান, মৃতদের মধ্যে তার সৎ বোনও রয়েছে। তারা তাদের সপ্তম বর্ষের এন্ট্রি পরীক্ষায় অংশ নেয়ার জন্যে নাইজার নদী পাড়ি দিচ্ছিল। কিন্তু অতিরিক্ত মালামাল ও যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেঃমির্জা ফখরুল ইসলাম
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা