বিক্ষোভে জনতার ঢল নেতানিয়াহুর বিরুদ্ধে
১২ জুন ২০২৩, ০৮:০৯ পিএম | আপডেট: ১৩ জুন ২০২৩, ১২:০২ এএম
ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জনতার ঢল নেমেছে রাজপথে। এতদিন বিতর্কিত বিচার বিভাগের সংস্কারের পরিকল্পনা নিয়ে আন্দোলন করে এলেও এখন ফিলিস্তিনি বংশোদ্ভ‚ত ইসরাইলিদের ওপর সহিংসতার প্রতিবাদ জানিয়েছে লাখো মানুষ। নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না তাদের অনেকেই। বিচারব্যবস্থা সংস্কারের পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে টানা ২৩ সপ্তাহে গড়ালো এই আন্দোলন। যা গত জানুয়ারিতে শুরু হয়। দাবি না মানায় শনিবারও লাখো মানুষ তেল আবিবের রাজপথে জড়ো হয়। সাধারণ মানুষ বলেছে, এই উগ্র সরকার তাদের জিম্মি করে ফেলেছে। সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার কথা বলা হয়েছে। প্রস্তাবিত আইনটি পাস হলে সরকার নিজের ইচ্ছেমতো বিচারক নিয়োগ দিতে পারবে। এতে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব হবে। সরকারের কর্তৃত্বের মুখে অসহায় হয়ে পড়বে বিচারব্যবস্থা। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ। খবরে বলা হয়, এমন সময় তারা বড় ধরনের বিক্ষোভ করেছে যখন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের মধ্যস্থতায় নেতানিয়াহুর মন্ত্রীসভা ও বিরোধী দল বিচারিক কাঠামো সংস্কার পরিকল্পনার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছার ব্যাপারে আলোচনায় বসেছে। কিন্তু এখন পর্যন্ত পাওয়া খবরে আলোচনায় সমঝোতার কোনো কথা শোনা যায়নি। এর আগে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইসরাইলের অভ্যন্তরে বিভিন্ন ইস্যুতে নেতানিয়াহুর মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে গভীর মতভেদ ও সংকট চলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকি তিনি ইসরাইলিদের মধ্যে গৃহযুদ্ধ বাধার বিষয়েও সতর্ক করে দিয়েছিলেন। প্রকৃতপক্ষে, ডানপন্থী নেতানিয়াহু মন্ত্রিসভার নিয়ন্ত্রণ নেয়ার ফলে অধিকৃত অঞ্চলে রাজনৈতিক ও সামাজিক বিভাজন আরও তীব্র হয়েছে। খোদ ইসরাইলের অনেক কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষক ইসরাইলে গৃহযুদ্ধ বাধা এবং এমনকি ভেতর থেকে অবৈধ এই রাষ্ট্রের ধসে পড়ার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। নেতানিয়াহুর নেতৃত্বে ক্ষমতাসীন চরমপন্থী জোট সরকার সর্বোচ্চ আদালতের ক্ষমতা সীমিত করার পদক্ষেপ নেয়ায় তা ইসরাইলের সোশাল মিডিয়ার স্বাধীনতার ওপর আঘাত বলে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ কারণে গত কয়েক মাস ধরে ইসরাইলের বিভিন্ন শহরে সরকারের এ সংস্কার কর্মসূচির বিরুদ্ধে নাগরিকরা প্রতিবাদ জানিয়ে আসছে। তবে, ব্যাপক প্রতিবাদের মুখে নেতানিয়াহুর মন্ত্রিসভা বিচারবিভাগের সংস্কার সংক্রান্ত বিলের ব্যাপারে বেশ কিছুদিন নীরব থাকায় অশান্তির আগুন কিছুটা স্তিমিত হয়ে এসেছিল। কিন্তু নেতানিয়াহু ফের বিচারবিভাগ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং এ ব্যাপারে আলোচনা শুরু করায় ইসরাইল জুড়ে অশান্তির আগুন আবারো জ্বলে উঠেছে। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোও ওই বিলের প্রতিবাদ জানিয়ে বলেছে, নেতানিয়াহু কেবল নিজের দল ও জোটের স্বার্থে বিচারবিভাগ সংস্কারের পদক্ষেপ নিয়েছে। তবে, নেতানিয়াহুর দাবি বিচারবিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের পথ বন্ধ করতেই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এও বলেছেন, বিচারবিভাগের হস্তক্ষেপ নীতি যেন সীমানার বাইরে চলে না যায় সে জন্যই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। রয়টার্স, ইরনা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০