বৃষ্টিতে আসামে বন্যার অবনতি
১৯ জুন ২০২৩, ০৮:৪৩ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম
টানা ভারী বৃষ্টিতে ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসামের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। অবিরাম বৃষ্টিতে রাজ্যজুড়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। যদিও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ জেলায় কমপক্ষে সাড়ে ৩৩ হাজারে নেমে এসেছে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) দৈনিক বন্যা প্রতিবেদন বলা হয়েছে, কাছাড়, দাররাং, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, হোজাই, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, সোনিতপুর, তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলায় বন্যার কারণে ৩৩ হাজার ৪০০ জনেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার পর্যন্ত আসামের ৮ জেলায় ৩৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ বন্যায় কষ্ট পাচ্ছিলেন। লখিমপুরে সবচেয়ে ক্ষতি হয়েছে। এ জেলায় ২৫ হাজারের বেশি মানুষ বন্যায় ভুগছেন। তারপরেই আছে ডিব্রুগড়। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার ৮০০। আর তিনসুকিয়ায় প্রায় ২ হাজার ৭০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসন তিন জেলায় ১৬টি ত্রাণ বিতরণ কেন্দ্র ছাড়াও একটি ত্রাণ শিবির চালু করেছে। তবে সেখানে বর্তমানে কেবল ৯ জন অবস্থান করছেন। এএসডিএমএ জানিয়েছে, বন্যায় বর্তমানে ১৪২টি গ্রাম পানির নিচে রয়েছে। আসামজুড়ে এক হাজার ৫১০ দশমিক নয় আট হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরও বলা হয়েছে, বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, ডিব্রুগড়, কোকরাঝাড়, লখিমপুর, মাজুলি, মরিগাঁও, নগাঁও, শিবসাগর, সোনিতপুর, দক্ষিণ সালমারা এবং উদালগুড়ি জেলায় ব্যাপক ভাঙন দেখা গেছে। ভারী বৃষ্টির কারণে ডিমা হাসাও ও করিমগঞ্জ থেকে ভ‚মিধসের খবর পাওয়া গেছে। এ ছাড়া সোনিতপুর, লখিমপুর, কাছাড়, ধেমাজি, গোয়ালপাড়া, নগাঁও, উদালগুড়ি, চিরাং, ডিব্রুগড়, কামরুপ, কার্বি আংলং, করিমগঞ্জ, বোঙ্গাইগাঁও, মাজুলি, মরিগাঁও, শিবসাগর এবং দক্ষিণে বন্যার পানিতে বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, নেয়ামতিঘাটে ব্রহ্মপুত্র নদ, এনএইচ রোড ক্রসিং-এ এর উপনদী পুথিমারি এবং কামপুরের কপিলি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারতের আবহাওয়া বিভাগ ‘রেড’ সতর্কতা জারি করেছে। আগামী পাঁচ দিনে আসামের বেশ কয়েকটি জেলায় ‘খুব ভারী’ থেকে ‘অত্যন্ত ভারী’ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এক বিশেষ আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, গুয়াহাটিতে আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) রবিবার এবং সোমবারের জন্য ‘রেড’ সতর্কতা জারি করেছে। তারা বলছে, আগামী ২৪ ঘণ্টায় খুব ভারী বৃষ্টিপাত হতে কোকরাঝাড়, চিরাং, বাক্সা, বারপেটা এবং বোঙ্গাইগাঁও জেলাগুলোতে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ