দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
১২ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম

উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) বলে সন্দেহ করছেন জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। বুধবার সকালে দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্রটি একঘণ্টারও বেশি সময় ধরে ওড়ার পর জাপানের নৌসীমার কাছে গিয়ে পড়েছে। পিয়ংইয়ং সম্প্রতি তাদের ভূখ-ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের অনুপ্রবেশের অভিযোগ এনে এর কড়া প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছিল, তারপরই কমিউনিস্ট-শাসিত দেশটি এ ক্ষেপণাস্ত্র ছুড়ল, জানিয়েছে বিবিসি। ফের যুক্তরাষ্ট্রের কোনো বিমান আকাশসীমা লংঘন করলে সেটি গুলি করে ভূপাতিত করা হবে বলে কয়েকদিন আগে হুঁশিয়ারি দিয়েছিল পিয়ংইয়ং। ওয়াশিংটন আকাশসীমা লংঘনের ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের সামরিক বাহিনী আন্তর্জাতিক আইন মেনেই টহল দিচ্ছে। উত্তর কোরিয়ার নিত্যনতুন যুদ্ধাস্ত্রের পরীক্ষার মধ্যে চলতি বছর কোরীয় উপদ্বীপ ঘিরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। পিয়ংইয়ং গত বছর যে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তার মধ্যে যুক্তরাষ্ট্রের ভূখ-ে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্রও ছিল। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ও সিউল কোরীয় উপদ্বীপের আশপাশে তাদের যৌথ সামরিক মহড়ার সংখ্যা ও বিস্তার বাড়িয়েছে। উত্তর কোরিয়া চলতি বছরও তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অব্যাহত রেখেছে। এপ্রিলে তারা একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছিল, যাকে পিয়ংইয়ং এখন পর্যন্ত তাদের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র বলছে। তবে মে মাসে তাদের একটি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেণপণের চেষ্টা ব্যর্থ হয়। বুধবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি পিয়ংইয়ং থেকে পূর্বদিকে এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ে স্থানীয় সময় বেলা সোয়া ১১টার দিকে জাপানের পশ্চিমে সাগরে পড়েছে বলে জানিয়েছে জাপানের কোস্ট গার্ড। ওড়ার পথে ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে, জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। উত্তরের ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই বুধবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৈঠক করেছেন এবং এক যৌথ বিবৃতিতে যৌথ প্রতিরক্ষা ‘জোরদারের’ কথা পুনর্ব্যক্ত করেছেন। ন্যাটো সম্মেলনে অংশ নিতে লিথুয়ানিয়ায় থাকা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক-ইয়ল সেখান থেকেই তার জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এর আগে উত্তর কোরিয়া মধ্য জুনে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার পাল্টায় দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ফেব্রুয়ারিতেও তারা একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। কোরীয় উপদ্বীপ অঞ্চলের আকাশপথে টহল দেওয়া বন্ধ এবং আঞ্চলিক নৌসীমায় একটি পারমাণবিক সাবমেরিনের সফরের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ং সতর্ক করেছিল। তা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তার কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়া সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র ছুড়ল। সোমবার, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো-জং যুক্তরাষ্ট্রের একটি নজরদারি বিমান তাদের আকাশসীমা লংঘন করেছে বলে অভিযোগ তোলেন। এ ধরনের ফ্লাইট অব্যাহত থাকলে ‘খুবই বেদনাদায়ক’ প্রতিক্রিয়ার দেখা মিলবে বলে হুঁশিয়ারি দেন উত্তরের নেতার প্রভাবশালী এই বোন। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিম জং উন বারবারই পারমাণবিক ওয়ারহেডের উৎপাদন বাড়ানো এবং আরও শক্তিশালী অস্ত্রের সমাহারে উত্তর কোরিয়ার অস্ত্রভা-ার সমৃদ্ধ করার অঙ্গীকার করেছেন। বিবিসি, দ্য জাপান টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

লালপুরে মাদকের আসর বন্ধ করায় সাংবাদিকের নামে থানায় অভিযোগ

কুষ্টিয়ায় শিশু নিপীড়নের চেষ্টাকালে যুবক আটক

হাইকোর্টে রায় বহাল থাকায় আবরার ফাহাদের মায়ের সন্তোষ প্রকাশ

দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর, বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহে চুরি ও ছিনতাই হওয়া ৮৪টি মোবাইল উদ্ধার

হাকিমপুরে তিন ইউনিয়নে ভিজিএফের চাল পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষ

তারাকান্দায় গুড়িয়ে দেওয়া হলো “হাসান ব্রিকস” নামের অবৈধ ইটভাটা

আশুলিয়ায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ট্রাক ও রড উদ্ধার, গ্রেপ্তার ২

অল টাইম’ এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো কাউবেল

পাকিস্তানে যাত্রীবাহী বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ৩৫

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ক্যাম্পে বিএনপি নেতা

নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন: সিইসি

মিলেছে ছাড়পত্র, বাড়িতে ফিরেছেন এ.আর. রহমান

মহেশপুর সীমান্তে বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে গেল বিএসএফ

বার্সা-আতলেতিকো মহারণ আজ

নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫১

মতলবের মেঘনা নদীতে অভিযানে কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ

কিউবায় আবারও বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারাচ্ছন্ন লক্ষাধিক মানুষ

আলুর বাম্পার ফলনে ও হিমাগার সংকটে বিপাকে শেরপুরের কৃষকরা!