যমুনার পানি দিল্লির রাস্তায়
১৩ জুলাই ২০২৩, ০৮:১৬ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম
প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ঢলে উত্তর ভারত কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকি দিল্লিতে যমুনা নদীর পানি বাড়ছে এবং এই নদীর উপচে পড়া পানি দিল্লির প্রধান প্রধান রাস্তাগুলোতেও পৌঁছে গেছে। এছাড়া বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ভারতের রাজধানীর বিভিন্ন এলাকার শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অতি বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে দিল্লির যমুনা নদী। তার ওপরে বিপদ বাড়িয়েছে প্রতিবেশী রাজ্য হরিয়ানা। পাশ্ববর্তী ওই রাজ্য থেকে পানি ছাড়তেই বিপৎসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে যমুনা নদীর পানি। পরিস্থিতি এতোটাই ভয়ঙ্কর যে, নদীর পানি দিল্লির রাস্তায় উঠে এসেছে। এনডিটিভি বলছে, যমুনা নদীর ক্রমবর্ধমান পানি উত্তর দিল্লির একটি প্রধান সড়ককে প্লাবিত করেছে। দিল্লির সুপরিচিত রিং রোডও মঠ এবং কাশ্মিরি গেটের কাছে নিমজ্জিত হয়ে গেছে, আইটিও-তেও প্লাবিত হয়েছে। এই সড়কটি পূর্ব দিল্লি থেকে মধ্য দিল্লিতে যাতায়াতের কয়েকটি রুটের মধ্যে একটি এবং শহরের কেন্দ্রস্থল বলে পরিচিত। এছাড়া বুধবার রাত ১১টায় যমুনা নদীর পানির স্তর সর্বকালের সর্বোচ্চ ২০৮.০৮ মিটারে উঠে যায়। এর পূর্ববর্তী রেকর্ড ছিল ১৯৭৮ সালে ২০৭.৪৯ মিটার। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮-১০ টার দিকে যমুনায় পানির প্রবাহ হবে সর্বোচ্চ। অবশ্য দুপুর ২টার দিকে তা নামতে শুরু করবে। এদিকে পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভারতের রাজধানী দিল্লিতে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যমুনার পানি গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং ইতোমধ্যেই ‘বিপৎসীমা’ ছাড়িয়ে গেছে। গত জুন মাসে শুরু হওয়া বর্ষা মৌসুমে এখনও পর্যন্ত দিল্লির কাছাকাছি রেকর্ড বৃষ্টিপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত মাসের শেষের দিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে অন্তত ৮৮ জন লোক মারা গেছেন। বুধবার দিল্লিতে নদীর পাশের অস্থায়ী বাড়িতে বসবাসকারী লোকেরা শহরে স্থাপিত ২৫০০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, ‘পানির স্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বন্যার মতো পরিস্থিতি রয়েছে। পানির স্তর ‘আরও বাড়তে পারে’।’ বিবিসি,এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে