একই সপ্তাহে তুরস্কে নেতানিয়াহু-মাহমুদ আব্বাস
২১ জুলাই ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে তিনি তুরস্ক সফরে যাবেন এবং সেখানেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে নেতানিয়াহুর আগেই ওই একই সপ্তাহে তুরস্কে যাওয়ার কথা রয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসেরও। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী ২৮ জুলাই তুরস্ক সফর করবেন। বৃহস্পতিবার গভীর রাতে উভয় নেতার কার্যালয় এই তথ্য জানিয়েছে।
এদিকে নেতানিয়াহুর সফরের কয়েকদিন আগেই তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, নেতানিয়াহুর সফরের কয়েকদিন আগেই অর্থাৎ ২৫ জুলাই তুরস্কে আসছেন ফিলিস্তিনি এই নেতা।
এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্সি বলেছে, ‘প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তুরস্কে স্বাগত জানাবেন।’
এতে আরও বলা হয়েছে, সফরের সময় নেতারা ‘তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ অগ্রগতি, সেইসাথে অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।’ নেতানিয়াহুর কার্যালয়ও আসন্ন এই তুরস্ক সফরের বিষয়টি নিশ্চিত করেছে। আর এর মাধ্যমে ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে সফর করবেন নেতানিয়াহু।
এএফপি বলছে, তুরস্কের এই কূটনৈতিক প্রচেষ্টা এমন এক সময়ে হচ্ছে যখন দখলকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ সহিংসতার পটভূমিতে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলা ও এর জেরে সংঘর্ষ শুরু হয়েছিল। সেসময় ইসরায়েলি পুলিশ পবিত্র এই স্থানের ভেতরে ফিলিস্তিনিদের সাথে লড়াইয়ে নিযুক্ত হয়েছিল। এই ঘটনায় ইসরায়েল ‘রেড লাইন’ অতিক্রম করেছে বলে সেসময় হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন প্রেসিডেন্ট এরদোগান।
এএফপি বলছে, কয়েক বছরের উত্তেজনার পর গত এক বছরে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। এসময় ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা তুরস্ক সফর করেছেন। এর আগে ২০১০ সালে ইসরায়েলি বাহিনী তুর্কি জাহাজ মাভি মারমারার ওপর মারাত্মক আক্রমণ চালালে উভয় দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। মূলত ওই জাহাজটি ইসরায়েলি অবরোধের অধীনে থাকা ফিলিস্তিনি গাজা উপত্যকায় সহায়তা প্রদানের চেষ্টা করছিল। এছাড়া ২০১৮ সালের মে মাসে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর তুরস্ক তেল আবিব থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং আঙ্কারায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।অবশ্য সেই ঘটনায় জেরুজালেমে নিযুক্ত তুর্কি কনসাল জেনারেলকে পাল্টা বরখাস্ত করে ইসরায়েল। সূত্র : এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ