সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
২৪ জুলাই ২০২৩, ০৯:০৫ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ১২:০৮ এএম
চীনে নিহত ১০
ইনকিলাব ডেস্ক : চীনের একটি স্কুলের ছাদ ধসে ১০ জন নিহত হয়েছে। ওই ঘটনায় এখনও একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার দুপুর ৩টার কিছু সময় আগে হেইলংজিয়াং প্রদেশের কিকিহারে মিডেল স্কুলের জিমের ছাদ ধসে পড়ে। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ১৪ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয়। সেখান থেকে উদ্ধার করার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়। শিনহুয়া।
ফেরিডুবে নিহত ১৫
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। অবশ্য দুর্ঘটনার পর কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ওই ফেরিটি ডুবে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন বলে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে। এছাড়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। রয়টার্স।
ক্যামেরুনে নিহত ১২
ইনকিলাব ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে একটি চার-তলা ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার দেশটির রাজধানী ডুয়ালায় ভবন ধসের এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। ডুয়ালার পূর্বাঞ্চলীয় অ্যাঞ্জে রাফায়েল এলাকায় অবস্থিত ভবনটি রোববার মধ্যরাতের দিকে ধসে পড়েছে। পার্শ্ববর্তী লিত্তোরাল অঞ্চলের গভর্নর স্যামুয়েল ডিউডোন ইভাহা দিবুয়া ভবন ধসের স্থানে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে বলেছেন, মধ্যরাতে ভবনটি ধসে পড়েছে। এতে ১২ জন নিহত হয়েছেন। বিবিসি, রয়টার্স।
ইরানে নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : পোস্টারে হিজাব ছাড়া এক অভিনেত্রীর ছবি শোভা পাওয়ায় ইরানি কর্তৃপক্ষ একটি ফিল্ম ফেস্টিভ্যাল নিষিদ্ধ করেছে। ইরানি শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) ১৯৮২ সালের চলচ্চিত্র ‘দ্য ডেথ অফ ইয়াজদগুয়ের্ড’ তাদের আসন্ন ফেস্টিভ্যাল উপলক্ষ্যে একটি পোস্টার প্রকাশ করে। ওই পোস্টারে অভিনেত্রী সুসান তাসলিমির একটি ছবি শোভা পায়। কিন্তু ছবিতে অভিনেত্রী সুসান হিজাব ছাড়া ছিলেন। ‘আইএসএফএ-এর শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের ১৩তম ফেস্টিভ্যাল বন্ধে সংস্কৃত মন্ত্রী নিজে আদেশ জারি করেছেন। হিজাববিহীন একজন নারীর ছবি ব্যবহার করা আইন পরিপন্থী।’ ইরনা।
বিমান বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪জন সৈন্য ছিলেন। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। খবরে বলা হয়, সুদানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে আন্তনভ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে সেনাবাহিনীর বিবৃতিতে ‘কারিগরি সমস্যা’র কথা উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ভারতীয় খুন
ইনকিলাব ডেস্ক : কানাডায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক ভারতীয় শিক্ষার্থী। জানা গিয়েছে, পড়াশোনার পাশাপাশি পিৎজা ডেলিভারির কাজ করতেন তিনি। পিৎজা অর্ডার করার নাম করে ভারতীয় শিক্ষার্থীকে ডেকে এনে খুন করার অভিযোগ উঠেছে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর ধরে কানাডায় থেকে পড়াশোনা করতেন তিনি। পড়াশোনা শেষ করে কানাডাতেই ব্যবসা করার পরিকল্পনা ছিল শিক্ষার্থীর। ২৪ বছর বয়সি মৃতের নাম গুরবিন্দর নাথ। রয়টার্স।
মাতাল হয়ে
ইনকিলাব ডেস্ক : মাতাল হয়ে গাড়ি চলানোর সময় দুর্ঘটনায় পড়েছিলেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। বিষয়টি প্রমাণ হলে মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন ৩৯ বছর বয়সী অ্যালান। এই পদত্যাগের মধ্য দিয়ে কিরি অ্যালান হলেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সের মন্ত্রিসভার চতুর্থ মন্ত্রী যিনি অক্টোবরে নির্বাচনের আগে দায়িত্ব ছাড়লেন। গত চার মাসে নিউজিল্যান্ডে চার মন্ত্রী পদত্যাগ করেছেন। স্থানীয় সময় রোববার রাতে ওয়েলিংটনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গ্রেফতারের পর মন্ত্রীকে মুক্তি দেওয়ার আগে চার ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তী তারিখে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। অ্যালান সম্পর্কে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, তিনি চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তিনি আপাতত সংসদ সদস্য হিসেবে থাকবেন। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ