সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
যুক্তরাষ্ট্রে নিহত ৩
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আবারও গোলাগুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। শনিবার আটলান্টার ওয়েস্ট এন্ড মলে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এভান্স স্ট্রিটে গোলাগুলির খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। এর মধ্যে দুজন তখনই মারা গিয়েছিলেন। আরেকজনকে গ্রান্ডি মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। এ ঘটনায় কেবল গুলিবিদ্ধ তিনজনই জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ডব্লিউএসবি টিভি, ফক্স ফাইভ।
র-এর দুই এজেন্ট
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুলিশ ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর দু’এজেন্টকে আটক করার দাবি করেছে। ওই দুজনের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ এবং সন্দেহজনক নথিপত্র উদ্ধার করেছে বলেও ইসলামাবাদ পুলিশ শনিবার জানিয়েছে। সূত্র জানায়, ইসলামাবাদ হাইওয়ের গ্রিন বেল্ট পাহাড়ি এলাকায় গোপ আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তারা তথ্য পাচার করছিলেন বলে জানা গেছে। কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং ফেডারেল ক্যাপিটাল পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। নিউ ইন্টারন্যাশনাল।
সোমালিয়ায় নিহত ১৮
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ সোমালিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু এবং ৪০ জন আহত হয়েছেন। এতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলে একটি বিস্ফোরক যন্ত্র বোঝাই ট্রাক দ্রুতগতিতে তল্লাশি চৌকির মধ্য দিয়ে যাচ্ছিল এবং নিরাপত্তা কর্মীদের একটি পিকআপ গাড়িকে ধাওয়া করার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণে তল্লাশি চৌকিসহ আশপাশের ভবন ও দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। রয়টার্স।
ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও আগের রাজধানী ইয়াঙ্গুন এবং এর আশপাশের এলাকাগুলোতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে কম্পন অনুভব করেন ইয়াঙ্গুন ও এর পার্শ্ববর্তী এলাকার মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। এএফপি।
বাধার অভিযোগ
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নাইজারে অভ্যুত্থানকারী সামরিক নেতারা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্দেশে তারা বলেছেন, এর মধ্য দিয়ে আমাদের সমস্যা সমাধানের ইস্যুটি খাটো করে দেখা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিজ্ঞপ্তিতে সামরিক বাহিনী জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে নাইজারের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, জাতিসংঘের প্রধান বিশ্বাসঘাতকের মতো কাজ করেছেন। এতে নাইজারে চলমান সমস্যা নিরসনের সম্ভাবনাকে আরও পেছনে ঠেলে দেওয়া হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটের কলাতলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার