গাজার হাসপাতালগুলো কবরস্থানে রূপ নিচ্ছে : আইসিআরসি
১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) সতর্ক করে বলেছে, গাজার হাসপাতালগুলো কবরস্থানে পরিণত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহের অভাবে সব প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বন্ধ হয়ে গেছে। আইসিআরসি গাজার একজন কর্মী মান্না এক্স-এ একটি ভিডিও পোস্ট করে বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ফিলিস্তিনি ভূখ-ের একমাত্র বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। গাজাজুড়ে হাসপাতালগুলো ইতিমধ্যেই কর্মী এবং সরবরাহের ঘাটতিতে ভুগছে। ক্রমাগত ইসরাইলি বোমাবর্ষণে গুরুতর আহতের সংখ্যা প্রত্যেক ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে। টানা পাঁচ দিন ধরে ইসরাইলি বিমান হামলা এবং অবরোধের মধ্যে থাকার পর গাজার মানবিক পরিস্থিতি ক্রমে চরম অবনতির দিকে যাচ্ছে। হাসপাতালগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওষুধ শেষ হয়ে আসছে। গাজার বেশির ভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয় ইসরাইল থেকে। তবে হামাসের হামলার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। তবে গাজার বাসিন্দারা জানিয়েছেন, বিদ্যুৎ বিচ্ছিন্নতা তাদের কাছে নতুন কিছু নয়। এক নারী বলেন, ‘আমার যত দূর মনে পড়ে, বহু বছর যাবত আমরা বিদ্যুৎ যাওয়া-আসার সমস্যায় রয়েছি।’ হামাসের হামলার পর বিদ্যুৎ ছাড়াও খাদ্য, পানিসহ দৈনন্দিন বিভিন্ন পণ্যের সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে গাজায় ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। ইসরাইলে হামাসের হামলার পর দেশটিতে এখন পর্যন্ত ১২০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর এর জবাবে ইসরাইলি বিমান হামলায় গাজায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ‘বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে’ পরিণত করার কথা বলেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেন, ‘সেখানে আমি হলে ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে গাজা ছেড়ে যাওয়ার নির্দেশ দিতাম। না গেলে বলতাম আপনাদের সতর্ক করা হয়েছিল। এরপর আমি সেটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতাম, যাতে সেখানে আর গাজা না থাকে, গাজার জন্য যাতে আর যুদ্ধ করতে না হয়।’ ২০১৬-২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন দুতের্তে। এ সময় তিনি ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। এ কারণে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি তদন্তের নির্দেশ জারি রয়েছে। নিজেকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে বলেন, লাখ লাখ মাদকাসক্তকে তিনি হত্যা করতে পারনে খুশি মনে, যেমনটা নাৎসি জার্মানি ত্রিশ লাখ ইহুদিকে হত্যা করেছিল। আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান