গাজাকে ফিলিস্তিনি শূন্য করতে চাইছে ইসরাইল
১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
গাজা উপত্যকায় নিজেদের সীমান্ত দিয়ে মানবিক ত্রাণ সরবরাহের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও অপর দেশগুলোর সঙ্গে আলোচনা করেছে মিসর। কিন্তু ছিটমহলে থাকা বেসামরিকদের সরে যাওয়ার জন্য কোনও নিরাপদ করিডোর স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করছে তারা। মিসরীয় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। উপকূলীয় ভূখ- গাজার উত্তর ও পূর্বে ইসরাইল এবং দক্ষিণ-পশ্চিম দিকে মিসর। এখানে প্রায় ২৩ লাখ মানুষের বাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস উপত্যকার শাসনভার নেওয়ার পর ২০০৭ সাল থেকে ইসরাইলি অবরোধের মুখে রয়েছে অঞ্চলটি। দীর্ঘদিন ধরে গাজার ফিলিস্তিনিদের মিসরীয় ভূখ-ে প্রবেশ প্রতিহত করে আসছে কায়রো। এমনকি অতীতের যুদ্ধের সময়ও তারা শরণার্থীদের প্রবেশ করতে দেয়নি। ইসরাইল ও ফিলিস্তিনের নিয়মিত মধ্যস্থতাকারী কায়রো জোর দিয়ে বলে আসছে, দুই দেশের উচিত নিজেদের সীমান্তের ভেতরে সংঘাতের সমাধান করা। এর মাধ্যমেই কেবল ফিলিস্তিনিরা নিজেদের রাষ্ট্র গঠন করতে পারবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, গাজার বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য একটি নিরাপদ করিডোর স্থাপনের ধারণা নিয়ে ইসরাইল ও মিসরের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিসরের একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে বলেছে, বেসামরিকদের নিরাপদ করিডোরের ধারণা প্রত্যাখ্যান করেছে মিসর। ফিলিস্তিনিদের ভূখ-ের অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরবের বেশ কয়েকটি দেশে শরণার্থী শিবিরে বসবাস করছেন অনেক ফিলিস্তিনি ও তাদের বংশোদ্ভূতরা। ১৯৪৮ সালে ইসরাইল সৃষ্টির যুদ্ধের সময় তারা ফিলিস্তিন ছেড়েছিলেন। ফিলিস্তিনি ও আরব দেশগুলো বলে আসছে, চূড়ান্ত শান্তি চুক্তিতে এই শরণার্থীদের নিজ দেশে ফেরার অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ইসরাইল সবসময় এর বিরোধিতা করে আসছে। বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জ্বালানি, খাদ্য ও পানিসহ জীবন রক্ষাকারী সরবরাহ গাজায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত। আমাদের এখন দ্রুত ও নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশের সুযোগ দরকার। পরে জাতিসংঘের মুখপাত্র স্টিফানে দুজারিক বলেছেন, বেসামরিকদের সুরক্ষিত রাখতে হবে। আমরা গাজার অধিবাসীদের গণহারে দেশত্যাগ দেখতে চাই না। কায়রোতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে এক বৈঠকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর চেষ্টা করছে মিসর। মিসরীয় গোয়েন্দা সূত্র অনুসার, মিসরের সিনাই উপদ্বীপ ও গাজার মধ্যকার রাফাহ ক্রসিং দিয়ে সীমিত যুদ্ধবিরতির আওতায় মানবিক সহযোগিতা সরবরাহের জন্য মিসর, যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ত্রাণ সরবরাহের কাজ শুরু হয়েছে। তবে বিস্তারিত কিছু বলেননি। গাজা ও মিসরীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি বোমাবর্ষণের কারণে মঙ্গলবার থেকে রাফাহ ক্রসিং বন্ধ রয়েছে। এটি গাজা থেকে ফিলিস্তিনিদের বের হওয়ার ইসরাইলের নিয়ন্ত্রণবহির্ভূত একমাত্র পথ। চলতি সপ্তাহে মিসর একাধিকবার সতর্ক করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, গাজায় ইসরাইলি হামলায় সেখানকার বাসিন্দারা মিসরীয় ভূখ-ে চলে আসতে পারে। মিসরে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত আমিরা ওরন বলেছেন, সিনাইয়ের সঙ্গে ইসরাইলের সম্পর্কের কোনও ইচ্ছে নেই। ফিলিস্তিনিদের সেখানে যেতে বলা হয়নি। সিনাই মিসরের ভূখ-। আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান