শ্রম অসন্তোষ বাড়ছে পশ্চিমা দেশগুলোয়
০১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
কর্মসংস্থান নিয়ে সৃষ্ট উদ্বেগ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে ধর্মঘট। আর ক্রমবর্ধমান হারে কর্মদিবস নষ্ট হওয়ার ঘটনা নেতিবাচক প্রভাব ফেলছে দেশগুলোর প্রবৃদ্ধিতে। চলচ্চিত্র থেকে শুরু করে গাড়ি নির্মাণ শিল্প পর্যন্ত বিভিন্ন খাতে নানা সময়ে এসেছে কর্মবিরতির সিদ্ধান্ত। মূল্যস্ফীতির কারণে জীবনযাপনের ব্যয় বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত সম্প্রসারণে কর্মসংস্থানের ঝুঁকিকে উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। খবর নিক্কেই এশিয়া। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি চলতি মাসের প্রথম সপ্তাহে বার্ষিক সম্মেলন আহ্বান করে। ঠিক সে সময়েই ধর্মঘটের ডাক দিয়েছিল ট্রেন চালক ইউনিয়ন। ফলে থমকে যায় স্থানীয় ট্রেন পরিষেবা। যানজটের কারণে বাস চলাচলে সময় লেগে যায় দ্বিগুণ। শ্রমিক ইউনিয়নের দাবি ছিল, কর্মক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি মজুরি বৃদ্ধি। কেননা মূল্যস্ফীতির কারণে জীবনযাপনের ব্যয় বেড়েছে। অক্টোবরেই ধর্মঘটের ডাক দেয় ডাক্তার ও অন্য পেশাজীবীরা। তাদেরও প্রধান দাবি ছিল বেতন বাড়ানোর। স্বাভাবিকভাবেই এ ধর্মঘটে ব্যাহত হচ্ছে অর্থনীতির গতি। যুক্তরাজ্যে গত বছর মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৯ শতাংশ, যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের দাবি, মূল্যস্ফীতির জন্য বিভিন্ন খাতে কর্মীদের ব্যয় বেড়ে গেছে। ফলে মজুরি বৃদ্ধির দাবি নিয়ে দেয়া হচ্ছে কর্মবিরতির ঘোষণা। কেবল ২০২২ সালেই কর্মবিরতিতে যাওয়ার ঘটনা ছিল যুক্তরাজ্যের ৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছরে কর্মবিরতির কারণে যুক্তরাজ্যে ২৫ লাখ ১০ হাজার কর্মদিবস নষ্ট হয়েছে। এ বছরও এটা সমপর্যায়ে থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে নষ্ট হয়েছে ৭৪ লাখ ১০ হাজার কর্মদিবস, যা ২০০০ সালের পর সর্বোচ্চ। জার্মানিতে আন্দোলনে গত মার্চে গণপরিবহন ব্যবস্থাকে প্রায় স্থবির করে ফেলেছিল। তার প্রভাব কেবল জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকেনি। মহামারী-পরবর্তী সময়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং পরে সৃষ্ট ভূরাজনৈতিক টানাপড়েন বৈশ্বিক অর্থনীতিতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে ধর্মঘট নতুন সংকট তৈরি করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। কৃত্রিম বুদ্ধিমত্তার থাবা থেকে কর্মসংস্থানের সুরক্ষায় গত মে-সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন করে রাইটার্স গিল্ড অব আমেরিকা। তাদের সঙ্গে যোগ দেয় ১ লাখ ৬০ হাজার সদস্যের স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট। কার্যক্রম বন্ধ করে দেয়ায় যুক্তরাষ্ট্রে কেবল আগস্টেই ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি কর্মদিবস নষ্ট হয়েছে। গাড়ি নির্মাণ শিল্প বর্তমানে একটি পরিবর্তনকালীন সময় পার করছে। অধিকাংশ কোম্পানির মনোযোগ এখন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণে। গত ১৫ সেপ্টেম্বর ডেট্রয়েটের তিন বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ)। প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে সমর্থন জানালে তা নতুন গতি পায়। যেহেতু অটো শিল্প দেশটির মোট জিডিপিতে ৩ শতাংশ ভূমিকা রাখে, ফলে এ আন্দোলনের প্রভাব পড়ছে দেশের প্রবৃদ্ধিতে। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, দেশটিতে আন্দোলন এক সপ্তাহ দীর্ঘ হওয়ার মানে বছরের চতুর্থ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি দশমিক শূন্য ৫ থেকে দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমিয়ে আনা। বিশেষজ্ঞরা এ মুহূর্তে কর্মক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতির প্রভাব নিয়ে ভাবছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গত মে মাসে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিদ্যুচ্চালিত গাড়ির মাধ্যমে যত বেশি মানুষ চাকরি হারাবে, তার চেয়ে বেশি চাকরি পাবে। তবে এটাও সত্য, অনেক মানুষেরই প্রয়োজনীয় দক্ষতা নেই। এক্ষেত্রে ব্যবসায়ী ও শ্রমিকদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। নিক্কেই এশিয়া।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা