সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
০৫ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ইরানে নিহত ৩২
ইনকিলাব ডেস্ক : ইরানের উত্তরাঞ্চলে এক মাদক নিরাময় কেন্দ্রে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে শুক্রবার ইরানের গণমাধ্যম জানিয়েছে। আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস কাস্পিয়ান সাগরের তীরবর্তী প্রদেশ গিলানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে জানিয়েছে, লাঙ্গারুদ জেলার আফিম পুনর্বাসন শিবিরের একটি হিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো কেন্দ্রজুড়ে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। “আগুন লাগার কারণ সুনির্দিষ্টভাবে বের করতে কেন্দ্রটির ব্যবস্থাপক ও অন্য সম্ভাব্য দোষীদের গ্রেপ্তার করা হয়েছে।” রয়টার্স।
১২০০ শিশু
ইনকিলাব ডেস্ক : গাজায় এখনও এক হাজার ২০০ শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এক হাজার ২০০ শিশু এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, ১৩৬ জন প্যারামেডিক নিহত হয়েছেন, ২৫টি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরাইল ১২৬টি হাসপাতাল এবং আরও ৫০টি চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে ইসরাইল। একই দিন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৯ হাজার ২২৭ এ পৌঁছেছে। আল-জাজিরা।
সোলার প্যানেল
ইনকিলাব ডেস্ক : গাজার আবাসিক এলাকার বিদ্যুৎ শক্তির একমাত্র উৎস সোলার প্যানেল লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরাইল। ৭ অক্টোবর হামাসের হামলার পরই ইসরাইল অবরুদ্ধ গাজায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। শনিবার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সৌর প্যানেল লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। সবশেষ সোলার প্যানেল ও জেনারেটর লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ওই সাংবাদিক আরো দাবি করেছেন, তিনি বাড়ির ছাদে বসানো কয়েকটি সোলার প্যানেল লক্ষ্য করে হামলা চালাতে নিজেই দেখেছেন। বর্তমানে সৌর বিদ্যুতই গাজার বাসিন্দাদের ফোন চার্জে দেওয়ার একমাত্র উপায়। আল-জাজিরা।
পাকিস্তানে নিহত ৩
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ছয় জঙ্গি হামলা চালিয়েছে। শনিবার ভোরে চালানো এ হামলায় তিনটি আকাশযান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, ঘাঁটিতে ঢোকার আগেই তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং বাকি তিনজনকে কোনঠাসা করে ফেলা হয়েছে। এ হামলায় তিনটি গ্রাউন্ডেড আকাশযান ও একটি জ্বালানি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। “সেনাদের দ্রুত ও কার্যকর জবাবে (হামলাটি) বানচাল ও ব্যর্থ হয়েছে, এতে লোকজন ও সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে,” বিবৃতিতে এমনটি বলেছে তারা। এলাকাটি জঙ্গি মুক্ত করার জন্য অভিযান চলছে বলে জানিয়েছে তারা। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন
বাগেরহাটে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও গ্রামীন খেলা অনুষ্ঠিত
গাজা পুনর্গঠনে কার হাতে থাকবে প্রশাসনিক দায়িত্ব ?
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের ৫টি ইটভাটায় জরিমানা
এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা
কম মূল্যে জমি বিক্রি না করায় দাউদকান্দিতে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মুক্ত তিন ইসরাইলি জিম্মিকে যে ‘উপহারের ব্যাগ’ দিলো হামাস
জেরায় অবশেষে দোষ স্বীকার সাইফের হামলাকারীর
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের