ইসরাইলি অজুহাত প্রত্যাখ্যান, নিন্দা
১৪ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ১২:১৩ এএম
সউদী আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে মুসলিম দেশের নেতারা ইসরাইলের আত্মরক্ষার অজুহাত প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর কর্মকাণ্ডের নিন্দা করেছেন। শনিবার আরব লিগ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনের ফলাফল যুদ্ধের প্রতিক্রিয়া সম্পর্কে আঞ্চলিক বিভক্তিগুলো তুলে ধরেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মধ্যপ্রাচ্যে এবং গাজায় ইসরাইলের আকাশ ও স্থল আক্রমণের জন্য ব্যাপক ক্ষোভের পটভূমিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আল-জাজিরার খবরে বলা হয়, সম্মেলনে নেতারা ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একটি সিদ্ধান্তমূলক এবং বাধ্যতামূলক প্রস্তাব গ্রহণ করার দাবি জানিয়েছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুদ্ধের আগে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা ভেবেছিলেন। তবে শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বলেছেন, তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরাইলি কর্তৃপক্ষকে দায়ী করেন। গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার এবং সব বন্দির মুক্তির আহ্বানও জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ‘দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য ইসরাইলের সঙ্গে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়ানো উচিত নয়।’ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, ‘এটা লজ্জাজনক যে পশ্চিমা দেশগুলো, যারা সবসময় মানবাধিকার ও স্বাধীনতার কথা বলে, তারা ফিলিস্তিনের চলমান গণহত্যার সময় নীরব রয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে কথা বলা কূটনীতিকদের মতে, আলজেরিয়া এবং লেবাননসহ কিছু দেশ ইসরাইল এবং তার মিত্রদের তেল সরবরাহ ব্যাহত করার পাশাপাশি ইসরাইলের সঙ্গে আরব লিগের দেশগুলোর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে। ইসরাইল এবং এর প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করছে। অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, দখলদার ইসরাইলি সেনারা গাজার হাসপাতাল থেকে কোনো রোগীকে অন্যত্র সরাচ্ছে না; তারা রোগীদের অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে রাস্তায় বের করে দিচ্ছে। এর মাধ্যমে তাদের মূলত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা। এ ব্যাপারে রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এটি কোনো উদ্ধার নয়; তাদের অস্ত্রের মুখে জোরপূর্বক হাসপাতাল থেকে বের করে দেওয়া হচ্ছে। হাসপাতালে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। রোগীরা তাদের চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। প্রাপ্ত বয়স্ক ও শিশু কিডনি রোগীরা অতিপ্রয়োজনীয় ডায়ালাইসিস করতে না পেরে বাড়িতে মরছেন। তিনি জানিয়েছেন, আল-রানতিসি এবং তার্কিস হাসপাতালে যে ৩ হাজার ক্যান্সার রোগী ছিলেন তাদের জোর করে বের করে দিয়েছে ইসরাইলি সেনারা। এখন এসব রোগী নিশ্চিত মৃত্যুর মুখে রয়েছেন। জ্বালানির অভাবে গাজা উপত্যকার দ্বিতীয় বৃহৎ হাসপাতাল আল-কুদস ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। ছোট্ট এ অঞ্চলটির বৃহৎ হাসপাতাল আল-শিফাও বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। বর্তমানে গাজার বড় হাসপাতালগুলো ঘিরে রেখেছে ইসরাইলি সেনারা। শনিবার তারা আল-শিফার ভেতর হামলা চালায়। এছাড়া জ্বালানির অভাবে সেখানকার শিশু ওয়ার্ডটিও বন্ধ হয়ে গেছে। এতে হাসপাতালটিতে থাকা ৪৫ শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে শনিবার ইসরাইলি সেনাবাহিনী প্রস্তাব দেয় আল-শিফা হাসপাতাল থেকে শিশুদের অন্য কোনো নিরাপদ হাসপাতালে সরিয়ে নিতে সহায়তা করবে তারা। তবে ওই শিশুদের কিভাবে সরানো হবে সে বিষয়টি নিশ্চিত নয়। আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
স্ত্রীর সঙ্গে গল্প করায় প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যা
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা,নিন্দা জানিয়ে চিঠি ৪০ দেশের
কলকাতার পূজামণ্ডপে পরীমণির সিনেমার প্রচারণা
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন আর নেই
ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৯ ফিলিস্তিনি নিহত
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খাদ্যের অভাবে হাতি-জেব্রা জবাইয়ের ঘোষণা জিম্বাবুয়ে ও নামিবিয়ায়
দুর্গাপূজা উপলক্ষ্যে প্রেসিডেন্টের শুভেচ্ছা বিনিময় আজ
ফ্যাসিস্ট সরকারের আমলে উত্তীর্ণ হওয়া সেই ৩ হাজার পুলিশ চূড়ান্ত নিয়োগের পথে
সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত 'গুড তালেবান' গুল বাহাদুর গ্রুপের তুলনামূলক ইতিহাস
বগুড়ায় হাসিনাসহ ৫৩২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সম্মাননা স্মারক গ্রহণ করলেন না উপদেষ্টা নাহিদ
কাশি থেকে পিরিয়ডের ব্যথার মতো সমস্যা দূর হবে ঘরোয়া উপায়ে
হিজবুল্লাহকে সহায়তায় নিজেদের স্বর্ণালঙ্কার দিলেন ইরানি নারীরা
ইসরাইলের প্রতি জাতিসংঘের আহ্বান,লেবাননের বিমান ও বন্দরে হামলা না চালাতে
১৯ বছর পর রাজধানীতে আজ প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে ২২৫ কোটি ডলারের অস্ত্র কিনছে সউদী আরব ও আমিরাত
রাজধানীতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা যাবে যে পথে
সাবের হোসেনকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি: নুর
তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে হিজবুল্লাহর ড্রোন হামলায়