সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
২৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম
গুপ্তচর বেলুন?
কয়েকদিন আগেই ভারতের মণিপুরের আকাশে দেখা মিলেছিল অজ্ঞাত পরিচয় উড়ন্ত যানের। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। সেই রহস্যভেদ করতে কাজে লাগানো হয় বিমানবাহিনীর দুটো রাফাল যুদ্ধবিমানকেও। কিন্তু গোটা এলাকায় তল্লাশি চালিয়েও কিছু খুঁজে পাওয়া যায়নি। এবার প্রকাশ্যে আসছে নতুন তথ্য। নজরদারি চালানো ওই উড়ন্ত যানটি নাকি আসলে চীনের ‘গুপ্তচর’ বেলুন! তাহলে কি এবার আমেরিকার মতই ভারতে নজরদারি চালাচ্ছে বেইজিং? এনডিটিভি।
বিস্ফোরণে নিহত ২
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী ‘রেইনবো ব্রিজ’-এ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িটিতে থাকা দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার নায়াগ্রা ফলসের কাছে যুক্তরাষ্ট্র অংশে এ ঘটনা ঘটে। এর জেরে ওই এলাকায় দুই দেশের মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। যদিও পরে অন্য তিনটি সীমান্ত খুলে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা জানিয়েছে, এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে তাদের এসব তথ্য জানিয়েছেন। এপি।
শতভাগ বৃদ্ধি
পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশটির সব সরকারি কর্মচারীর বেতন শতভাগ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। দেশটির আপার দির এলাকায় এক জনসভায় বিলাওয়াল বলেন, ‘পিপিপি যখনই ক্ষমতায় এসেছে তখনই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে।’ তিনি আরও বলেন, তার দলকে যদি আরেকবার ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয়, তাহলে সব সরকারি কর্মচারীর বেতন ১০০ ভাগ বাড়ানো হবে। জিও নিউজ।
ঘাসকাটা সাজা
গল্প কথায় এমন শাস্তি হতে পারে। রাজা বা সুলতানদের আমলে ঘটলেও অবাক হওয়ার কিছু ছিল না। তাই বলে ২০২৩ সালে মহারাষ্ট্রের একটি নিম্ন আদালতে এমন শাস্তি দেবে! মেনে নেয়া কঠিন। আসামিদের নিয়ে আদালতে পৌঁছতে আধ ঘণ্টা দেরি হয়েছিল দুই পুলিশ কর্মীর। এই ঘটনায় ক্ষুব্ধ ম্যাজিস্ট্রেট দুই পুলিশ কর্মীকে দু’ঘণ্টার ঘাস কাটার ‘শাস্তি’ দেন। মহারাষ্ট্রের পরবনি জেলার এই প্রশাসনিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। সেখানকার মানবত থানার দুই কনস্টেবল আগের রাতে ধরা পড়া এক আসামীকে নিয়ে হাজির হন আদালতে। এনডিটিভি।
পাকিস্তানে নিহত ৮
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান ও বাজাউর জেলায় কয়েকটি বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসহ ৮ জন নিহত হয়েছে। ঘরে তৈরি বোমা আইইডির পৃথক এসব বিস্ফোরণের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক এলাকায় একটি আইইডির বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর দুই সেনা নিহত হন। আরেক বিস্ফোরণে স্থানীয় এক নৃগোষ্ঠীর নেতা আসলাম নূর, তার ৮ বছর বয়সী ছেলে এবং অপর একজন নিহত হন। ডন।
কাঁপল ভানুয়াতু
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ ভানুয়াতুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৩৭ মিনিটের দিকে রাজধানী পোর্ট ভিলার প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে আঘাত হানে ভূমিকম্পটি। যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা।এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অনেকগুলো দ্বীপ এবং তিন লাখ ২০ হাজার জনসংখ্যা নিয়ে গঠিত ভানুয়াতু। এএফপি।
গণকবরে দাফন
দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি কবরস্থানে বুধবার একটি গণকবরে বেশ কয়েকজন ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। নীল টারপলিনে মোড়ানো লাশগুলোকে স্ট্রেচারে করে নামানো হয়। লাশগুলো বালুকাময় গর্তে ধীরে ধীরে দাফন করা হয়। কিছু কবর শিশুদের জন্যও খনন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের জরুরি কমিটির বাসেম দাবাবেশ জানান, ‘এই শহীদদের বিদায় জানানোর মতো কেউ নেই। তাই আমরা তাদের কবর দেয়ার জন্য একটি গণকবর খনন করেছি। তারা অজানা শহীদ।’ কবরস্থানের কমিটির সদস্যদের মতে উত্তর গাজা উপত্যকার ইন্দোনেশিয়া ও আল-শিফার হাসপাতালগুলো থেকে এসব বিপূল সংখ্যক লাশ বয়ে আনা হয়। এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা