ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
গুরুদুয়ারায় গুলিবৃষ্টি, শিখ তা-বে নিহত পুলিশকর্মী

যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যাচেষ্টায় ভারতের হাত

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৯ এএম

ভারতের পাঞ্জাবের গুরুদুয়ারায় গুলিবৃষ্টি ‘নিহঙ্গ’ শিখদের। হামলায় নিহত এক পুলিশকর্মী। আহত কমপক্ষে তিন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেষ পাওয়া খবর মোতাবেক, এখনও গুরুদুয়ারার ভিতরে অন্তত ৩০ জন নিহঙ্গ ঘাঁটি গেড়ে রয়েছে। বরাবরই যোদ্ধাজাতি বা ‘ওয়ারিওর ক্ল্যান’ হিসাবে পরিচিত শিখ সম্প্রদায়। তাদের মধ্যে আবার নিহঙ্গদের রণসজ্জা ও যুদ্ধং দেহী মেজাজ জগৎখ্যাত। লম্বা ঝুলের নীল জোব্বা, বিশাল পাগড়ি (দস্তর বুঙ্গা) এবং চক্রম, তলোয়ারের মতো হাতিয়ার ব্যবহারের জন্য বিশেষভাবে পরিচিত এরা। বৃহস্পতিবার কপুরথলার একটি গুরুদ্বারে কার্যত তা-ব শুরু করে এমন নিহঙ্গদের দুই গোষ্ঠী। ধর্মস্থানটির দখল নিয়ে নিজেদের মধ্যেই লড়াইয়ে জড়ায় তারা। শুরু হয় গুলিবৃষ্টি। হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত কমপক্ষে তিন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বলে রাখা ভালো, অতীতেও বহুবার নিহঙ্গদের সঙ্গে সংঘাত বেঁধেছে পুলিশের। ২০২০ সালে পাতিয়ালা সবজি বাজারে এক পাঞ্জাব পুলিশের এএসআই হরজিৎ সিংয়ের হাত কেটে নেয় নিহঙ্গরা। বাকি পুলিশকর্মীরা তখন হামলাকারীদের থামাতে গেলে তারাও আহত হন। উল্লেখ্য, ‘নিহঙ্গ’ ফার্সি শব্দ। বাংলা তর্জমায় যার অর্থ কুমির। মুঘলদের কথায়, নিহঙ্গরা কুমিরের মতো হিংস্রভাবে লড়াই করে। ইতিহাসবিদদের একাংশের মতে, নিহঙ্গদের উদ্ভব হয় ফতেহ সিংয়ের হাত ধরে। অনেকেই আবার বলেন, শিখ গুরু হরগোবিন্দের শুরু করা ‘আকালি’ থেকেই নিহঙ্গদের উৎপত্তি। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের মাটিতে একজন শিখ নেতাকে হত্যার পরিকল্পনার সঙ্গে ভারত সরকারের এজেন্টরা জড়িত, ওয়াশিংটন এমন একটি গুরুতর অভিযোগ তুলে ধরেছে নয়াদিল্লির বিরুদ্ধে। মার্কিন কর্মকর্তারা বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আর যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি ভারতের ঊর্ধ্বতন পর্যায়ে তুলে ধরেছে। তবে, এ বিষয়ে ভারতীয় প্রতিপক্ষ বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এ ধরনের কর্মকা- তাদের নীতিতে পড়ে না।’ ওয়াটসন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ভারত সরকার এই ইস্যুতে আরও তদন্ত চালিয়ে যাবে এবং সামনের দিনগুলোতে তারা আরও অনেক কিছু জানাবে বলে আমরা আশা করি। এই ঘটনায় দায়ী লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি।’ মঙ্গলবার দ্য ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে এবং ওই ষড়যন্ত্রের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে তাদের উদ্বেগের বিষয়ে ভারত সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে। সংবাদপত্রটির প্রতিবেদন অনুসারে, শিখস ফর জাস্টিস আন্দোলনের একজন জেনারেল কাউন্সেল এবং যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক গুরপাতবন্ত সিং পান্নুন ছিলেন এই ষড়যন্ত্রের মূল টার্গেট। পান্নুমের সংগঠন ভারতে শিখ সম্প্রদায়ের জন্য আলাদা রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত। তবে ভারত সরকার বিচ্ছিন্নতাবাদী এই আন্দোলনকে সন্ত্রাসী কর্মকা- হিসেবে অভিহিত করে আসছে। পান্নুমকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করেনি। গত জুনে কানাডার ভ্যাঙ্কুভার শহরে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদিপ সিং নিজ্জরকে হত্যায় ভারত সরকারের জড়িত থাকার বিষয়ে যে অভিযোগ ওঠে, সেটি তারা অস্বীকার করে আসছে। ওই সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জরকে গুলি করে হত্যার পেছনে ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরে এর পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকার কথা বলেছিলেন। তবে, ভারত সরকার ট্রুডোর এই দাবিকে ‘অযৌক্তিক’ হিসেবে অভিহিত করে। এনডিটিভি, ভিওএ,ফিনান্সিয়াল টাইমস।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান