ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
নিহত অন্তত ৭০ গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করলেন রশিদা তালিব :: ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধবিরতি সবকিছুর পূর্বশর্ত : চীন

গাজায় শরণার্থী শিবিরে হামলা ইসরাইলের

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

এবার মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে হামলা শুরু করেছে দখলদার ইসরাইলের সেনা। এ ঘটনায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বোমারু বিমান ওই এলাকায় বোমাবর্ষণ করেছে।

তাতেই কার্যত ধুলোয় মিশে গেছে মাঘাজি শরণার্থীশিবির। ঘটনায় শিশু ও নারী-সহ অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেছে। যদিও তাদের অভিযোগ খতিয়ে দেখা সম্ভব হয়নি। ইসরাইলের সেনার মুখপাত্র জানিয়েছেন, তারা সমস্ত রিপোর্ট খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত ইসরাইলের তরফে এবিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে বিমান থেকে বোমাবর্ষণের তথ্য ঠিক বলেই জানা গেছে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে আরো বলা হয়েছে যে, এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। বস্তুত, গত ৭ অক্টোবর ইসরাইলে ভয়াবহ আক্রমণ চালিয়েছিল হামাস। সেখানে এক হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছিল। ২৪০ জনকে পণবন্দি করেছিল হামাস। তারপরই গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরাইল।

সংবাদসংস্থা এপি জানিয়েছে, গত সপ্তাহান্তে গাজায় অভিযানের সময় অন্তত ১৫ জন ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। ইসরাইলের প্রেসিডেন্ট নেতানিয়াহু জানিয়েছেন, ওই সেনার মৃত্যুর দাম দিতে হবে হামাসকে। এখনই এই লড়াই থামবে না। পাশাপাশি ইসরাইলের সেনার তরফে জানানো হয়েছে, উত্তর গাজার সুড়ঙ্গে হামাসের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, এখনো পর্যন্ত এই লড়াইয়ে সেনাকে রক্তের দাম দিতে হচ্ছে। সব মিলিয়ে ১৫৩ জন ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে।

ইসরাইলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, উত্তর গাজা থেকে এবার দক্ষিণ গাজার অভিমুখে অভিযান শুরু করেছে ইসরাইলের স্থলসেনা। তাদের অভিযান খুব সহজ নয়। ঘনজনবসতিপূর্ণ অঞ্চলের ভিতরে গিয়ে তাদের লড়াই করতে হচ্ছে। হামাসকে খুঁজে খুঁজে মারতে হচ্ছে। এই লড়াই আরো বেশ কিছুদিন চলবে বলে জানিয়েছেন তিনি। হাগারি জানিয়েছেন, হামাসের ৩০ হাজার অস্ত্র এবং বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। তার মধ্যে ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইলও আছে। তিনি জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের দিকে আপাতত অভিযান চলছে। সেখানেও হামাসের সুড়ঙ্গ আছে বলে দাবি ইসরাইলের।

গণহত্যার জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করলেন রশিদা তালিব : ইসরাইলি বাহিনী ১১জন নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে ঠান্ডা মাথায় হত্যা করেছে এমন একটি প্রতিবেদন তুলে ধরার সময়, মার্কিন সংসদ সদস্য রশিদা তালিব ‘এ গণহত্যায় অর্থায়ন’ করার জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা করেছেন। গাজা উপত্যকায় মার্কিন মিত্র ইসরাইল এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে তীব্র লড়াই অব্যাহত থাকায়, রক্তপাত বন্ধ করার আহ্বান ক্রমশ বাড়ছে। কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি আমেরিকান তালেব যুদ্ধবিরতির পক্ষে তার সমর্থনের বিষয়ে সোচ্চার হয়েছেন।

ফিলিস্তিনিদের মৃত্যুর উচ্চ সংখ্যা ইসরাইলি যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগকে উস্কে দিয়েছে যে, গাজায় বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেখানে সংঘাতের শুরুতে ২০ লাখেরও বেশি মানুষের বাসস্থান ছিল। নভেম্বরে, তালেব ইসরাইল-হামাস যুদ্ধের বিষয়ে তার মন্তব্য নিয়ে বিতর্কের জন্ম দেয়, মিশিগান ডেমোক্র্যাটকে নিন্দা করতে প্রতিনিধি পরিষদকে প্ররোচিত করে। ‘নদী থেকে সাগর পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে’ সেøাগানকে রক্ষা করার পরে এবং যুদ্ধবিরতির আহ্বানে আইন প্রণেতাদের সাথে যোগ দেয়ার আহ্বান জানানোর পরে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। যদিও তালিব বলেছেন যে, তিনি ইসরাইলি নাগরিকদের উপর হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা করেন, তিনি যুদ্ধকে ফিলিস্তিনিদের ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন।

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধবিরতি সবকিছুর পূর্বশর্ত : বেইজিংয়ে গতকাল অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি সম্পর্কিত প্রশ্নের জবাব দেয়ার সময়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি সবকিছুর পূর্বশর্ত। গত শুক্রবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় মানবিক ইস্যুতে ২৭২০ নম্বর প্রস্তাব গৃহীত হয়। এ নিয়ে মাও নিং বলেন, প্রস্তাব ২৭২০ হল ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের বর্তমান দফার প্রাদুর্ভাবের পর থেকে নিরাপত্তা পরিষদের পাস করা দ্বিতীয় প্রস্তাব, যা গাজায় মানবিক সহায়তা সম্প্রসারণের জন্য জরুরী পদক্ষেপের জন্য প্রয়োজন। যদিও এই প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করেনি এবং এখনও উন্নতির জায়গা রয়েছে। তবে, বর্তমান জরুরি পরিস্থিতি এবং ফিলিস্তিনের মতো আরব দেশের অবস্থান বিবেচনা করে, চীন পক্ষে ভোট দিয়েছে। সূত্র : আল-জাজিরা, নিউজউইক।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল