চূড়ান্ত হুঁশিয়ারি উপেক্ষা করে ফের হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম

 মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে নামতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের ওপর হামলা করার মাধ্যমে সঙ্ঘাতে সরাসরি জড়িতে পড়তে যাচ্ছে আমেরিকা। যুক্তরাষ্ট্রভিত্তিক পলিটিকো পত্রিকা এ খবর প্রকাশ করেছে। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি কেমন হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র হুতিদের ওপর হামলা চালানোর খসড়া পরিকল্পনা প্রণয়ন করেছে। উল্লেখ্য, ইসরাইলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর লোহিত সাগরে হামলা চালাচ্ছে হুতিরা। মার্কিন কর্মকর্তারা পলিটিকোকে বলেন, লেবানন, ইরাক ও ইরানে সশস্ত্র সংঘাত বাড়তে থাকায় আঞ্চলিক সঙ্ঘাত বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে গাজার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে উপত্যকার বাইরে ছড়িয়ে পড়েছে। পলিটিকো জানায়, মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ে যুক্তরাষ্ট্র হামলা চালাতে এবং এর প্রতিক্রিয়া তার ওপর কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এতে বলা হয়, সহিংসতা বাড়তে থাকায় ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করতেই হবে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরাইলকে হঁশিয়ার করে দিয়েছে। গ্রুপটির শক্তিশালী ঘাঁটি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলায় হামাসের উপনেতা নিহত হওয়ার এক দিন পর তিনি এ সতর্ক বার্তা উচ্চারণ করলেন। সেখানে এ হামলার জন্য তিনি ইসরাইলকে দায়ী করেন। নাসরাল্লাহ বুধবার টেলিভিশনে ভাষণে বলেন, ‘শত্রুরা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ভাবে, তাহলে আমরা কোনো সংযম, নিয়ম, সীমা এবং সীমাবদ্ধতা ছাড়াই যুদ্ধ করব।’ তিনি আরো বলেন, ‘আমরা যুদ্ধে ভীত নই।’ গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে প্রায় তিন মাস ধরে যুদ্ধ চলাকালে ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর সাথেও আন্তঃসীমান্ত যুদ্ধ চালিয়ে আসছে। হামাস এবং ইরানের সাথে হিজবুল্লাহর মিত্রতা রয়েছে। লেবানন কর্তৃপক্ষ এবং হামাস মঙ্গলবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে সালাহ আল-আরুরিকে হত্যা করায় ইসরাইলকে দায়ী করেছে। সেখানে হামলায় আরো ছয়জন নিহত হন। এ হামলায় বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার দেখা দিয়েছে। কারণ গাজায় গত অক্টোবরে লড়াই শরু হওয়ার পর থেকে হামাসের যত সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে আরুরিই হলেন সংগঠনটির সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতা। নাসরাল্লাহ এ হামলাকে একটি বড় এবং ভয়ঙ্কর অপরাধ হিসেবে বর্ণনা করেন। এ হামলায় ইসরাইল একেবারে ছাড় পাবে না। এক্ষেত্রে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। অপর এক খবরে বলা হয়, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা বন্ধ করার আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও এ বিস্ফোরণ ঘটায় ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠীটি। লোহিত সাগরে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন নৌকার বিস্ফোরণ ঘটিয়েছে ইয়েমেনের হুতিরা, কিন্তু এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। নৌ পথটিতে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা বন্ধ করার আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটায় ইরান-সমর্থিত গোষ্ঠীটি। আগের দিন বুধবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জাপানসহ ১২টি দেশ এক যৌথ বিবৃতিতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের জন্য হুতিদের প্রতি আহ্বান জানিয়েছিল। হামলা বন্ধ করা না হলে অনির্দিষ্ট ‘পরিণাম’ বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছিল। এক মার্কিন কর্মকর্তার মতে, এটি ছিল ‘চূড়ান্ত হুঁশিয়ারি’। ইয়েমেনের ক্ষমতায় থাকা হুতিরা ১৯ নভেম্বর থেকে তাদের উপকূল সংলগ্ন লোহিত সাগর ও বাব আল মানদাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। রয়টার্স, আল-জাজিরা, এএফপি।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কক্সবাজার সদরে বেকায়দায় জেলা আওয়ামী লীগ সম্পাদক মুজিবুর রহমান, উজ্জল সম্ভাবনা নুরুল আবছারের

কক্সবাজার সদরে বেকায়দায় জেলা আওয়ামী লীগ সম্পাদক মুজিবুর রহমান, উজ্জল সম্ভাবনা নুরুল আবছারের

একি কাণ্ড! মমেক হাসপাতালে কুকুরের সঙ্গে রোগীদের বসবাস

একি কাণ্ড! মমেক হাসপাতালে কুকুরের সঙ্গে রোগীদের বসবাস

ব্র্যাক ইউনিভার্সিটিতে চিত্র প্রদশর্নী এবং বৃক্ষরোপণের মাধ্যমে স্যার ফজলে হাসান আবেদের ৮৮তম জন্মদিন উদ্যাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে চিত্র প্রদশর্নী এবং বৃক্ষরোপণের মাধ্যমে স্যার ফজলে হাসান আবেদের ৮৮তম জন্মদিন উদ্যাপন

প্রশ্ন : বিদেশে থাকাবস্থায় নির্দিষ্ট সময়ের জন্য কাউকে বিয়ে করা প্রসঙ্গে।

প্রশ্ন : বিদেশে থাকাবস্থায় নির্দিষ্ট সময়ের জন্য কাউকে বিয়ে করা প্রসঙ্গে।

‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ

‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পেল ওয়ালটন

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পেল ওয়ালটন

সড়ক নিরাপদ প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সমাধান প্রয়োজন

সড়ক নিরাপদ প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সমাধান প্রয়োজন

বাংলাদেশে জিম্বাবুয়ে ক্রিকেট দল

বাংলাদেশে জিম্বাবুয়ে ক্রিকেট দল

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত ৯ পরিবারকে ৪ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত ৯ পরিবারকে ৪ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান

বোর্ড সভায় সিদ্ধান্ত ইউসিবির সঙ্গে একীভূত নয়, নিজেরাই সবল হতে চায় ন্যাশনাল ব্যাংক

বোর্ড সভায় সিদ্ধান্ত ইউসিবির সঙ্গে একীভূত নয়, নিজেরাই সবল হতে চায় ন্যাশনাল ব্যাংক

ওসির সাথে চেয়ারম্যান-মেম্বারের  সখ্যতার অভিযোগ

ওসির সাথে চেয়ারম্যান-মেম্বারের সখ্যতার অভিযোগ

নগরকান্দায় হিট স্ট্রোকে হোটেল ব্যবসায়ী শ্যামল সাহার মৃত্যু

নগরকান্দায় হিট স্ট্রোকে হোটেল ব্যবসায়ী শ্যামল সাহার মৃত্যু

ডাক্তার মেয়ে বিয়ে করছেন শাকিব, নেটদুনিয়ায় সমালোচনা

ডাক্তার মেয়ে বিয়ে করছেন শাকিব, নেটদুনিয়ায় সমালোচনা

তাপপ্রবাহের কষ্ট লাঘবে ২ হাজার শ্রমজীবীকে সোনালী ব্যাংকের ছাতা উপহার

তাপপ্রবাহের কষ্ট লাঘবে ২ হাজার শ্রমজীবীকে সোনালী ব্যাংকের ছাতা উপহার

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস;

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস;

অবশেষে বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেলেন প্রফেসর শিবলী রুবাইয়াত

অবশেষে বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেলেন প্রফেসর শিবলী রুবাইয়াত

হামলায় পন্ডু মেয়রের সভা ভাংচুর : আহত-১০

হামলায় পন্ডু মেয়রের সভা ভাংচুর : আহত-১০

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

বিদেশী প্রভুর সহায়তায় আওয়ামী সরকার জনগণের ওপর চেপে বসেছে: আমিনুল হক

বিদেশী প্রভুর সহায়তায় আওয়ামী সরকার জনগণের ওপর চেপে বসেছে: আমিনুল হক

চলমান তাপদাহে ‘পানি ঘন্টাধ্বনি’র সঙ্গে পরিচিত হলো কুমিল্লার শিক্ষার্থীরা

চলমান তাপদাহে ‘পানি ঘন্টাধ্বনি’র সঙ্গে পরিচিত হলো কুমিল্লার শিক্ষার্থীরা