ভারতকে যতটা নিকৃষ্ট হিসেবে দেখছেন নেটিজেনরা
২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০৬ এএম

বহু বিতর্কের পর অবশেষে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে বিতর্কিত রামমন্দিরের উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ঐতিহাসিক মসজিদকে ধ্বংস করে প্রকাশ্য দিবালোকে, বিরাট আয়োজনে, বিশ্বব্যাপী লাইভ সম্প্রচার করে সেখানে মন্দির উদ্বোধন করাকে নিকৃষ্টতম ভারতের জ্বলন্ত উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা।
কারণ মন্দিরটি যেখানে তৈরি হয়েছে, সেটা ভারতের সব থেকে বিতর্কিত ধর্মীয় স্থানগুলির অন্যতম। ওখানেই একসময়ে ছিল ষোড়শ শতাব্দীতে তৈরি বাবরি মসজিদ। রাম মন্দির ধ্বংস করে ওই মসজিদ গড়া হয়েছিল, এই দাবি তুলে হিন্দু জনতা ১৯৯২ সালে মসজিদটি ভেঙে দিয়েছিল। তারপরে সারা দেশে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা, অভিযোগ তাতে মারা গিয়েছিলেন প্রায় দুই হাজার মানুষ। সোমবার রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিতি ছিলেন দেশ-বিদেশের অতিথিরা- যাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শিল্পপতি, খেলা ও চিত্রজগতের তারকারাও ছিলেন।
যদিও হিন্দু ধর্মাবলম্বীদের একটি অংশ এবং বিরোধী দলগুলোর নেতাদের প্রায় সবাই এই অনুষ্ঠান বয়কট করেছেন এই অভিযোগ তুলে যে মোদী রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য একে ব্যবহার করছেন। ভারতে কিছুদিনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিরোধীদের অভিযোগ, মন্দিরের নামে ভোট সংগ্রহের চেষ্টা করছে ক্ষমতাসীন বিজেপি। ২০১৯ সালে অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জায়গাটি একটি ট্রাস্টকে দেওয়া যেতে পারে এবং সেখানে একটি রামমন্দির তৈরি করা যেতে পারে।
একইভাবে, উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডকে বলা হয় যে, তাদেরকে পাঁচ একর জমি দেওয়া হবে, যেখানে তারা একটি মসজিদ তৈরি করতে পারবে। রামমন্দিরের নির্মাণ কাজ ২০২০ সালে শুরু হয়। যদিও মসজিদের কাজ এখনো শুরু হয়নি। শুধু বাবরি মসজিদ নয় হিন্দুত্ববাদীরা ভারতে শত শত মসজিদ ধ্বংস করেছে। সহস্রাধিক মসজিদে তালা দিয়ে নামাজ আদায় বন্ধ করেছে। হাজার হাজার মাজার ধ্বংস করেছে এবং এখনো করছে। মুসলিম ঐতিহাসিক স্থানগুলোর নাম পরিবর্তন করে হিন্দু ঐতিহাসিক চরিত্র ও দেব-দেবতার নামে পরিবর্তন করছে, পাঠ্যপুস্তক থেকে ভারতে মুসলমানদের অবদান মুছে ফেলা হচ্ছে।
ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে প্রকাশ্য দিবালোকে বিরাট আয়োজন করে মন্দির উদ্বোধন করার ঘটনায় চরমক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেছেন নেটিজেনরা। অসভ্য ও চরম সাম্প্রদায়িক এই কর্মকা-ের প্রতিবাদে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন সচেতন মানুষেরা। বিশ্বব্যাপী ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন মুসলমানরা। এনিয়ে ফেসবুকে জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, আফসোস, প্রকাশ্য দিবালোকে, মহাযজ্ঞ করে, বিশ্বব্যাপী লাইভ টেলিকাস্ট করে, আজ যখন একটি ঐতিহাসিক মসজিদকে ধ্বংস করে সেখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, বিশ্ব মুসলিম তখন নীরব, নির্বিকার! জানিনা এই সাফল্য অর্জনের জন্য মধ্যপ্রাচ্যের কোন শাসক মোদির হাতে স্বর্ণপদক তুলে দেবেন!!
ইসমাইল হোসাইন ফেসবুকে লিখেছেন, একটি মসজিদ ভেঙ্গে সেখানে মন্দির তৈরি করলো। ধিক্কার জানাই। পৃথিবীতে বর্তমানে ভারতের বিজেপি সবচেয়ে বড় সাম্প্রদায়িক রাজনৈতিক দল যাদের কারনে ভারত উগ্রবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিনত হয়েছে। মসজিদ ভাঙলেও সে মসজিদ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এসব লোক দেখানো রাজনৈতিক ও ধর্মীয় চর্চা করে কোন লাভ নেই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর শিরোপার স্বাদ নিউক্যাসলের

জয়ে ফিরে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল

পি কে হালদারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রমজানে পুরান ঢাকায় ইফতারির পাশাপাশি ভিড় থাকে স্থাপত্য দর্শনেও

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পরিচয়ে কোটি টাকা ছিনতাই

ধর্ষণ ও নির্যাতন রোধে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন: টিআইবি

এসএসসি-দাখিল পরীক্ষায় বসছে ১৯ লাখ শিক্ষার্থী

স্ত্রী-সন্তানসহ পাপন ও হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

হাসিনার আস্থাভাজন সচিব ও আমলাদের অপসারণ দাবিতে বিক্ষোভ

জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হবে

কৃষি বিপ্লব ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বিএনপি -কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বেপরোয়া গাড়ি চাপায় নারীর মৃত্যু

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে প্রিন্স

কলাপাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক জুনায়েদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে কুমার নদ