পাকিস্তানে রাজনৈতিক সহিংসতা হতে দেবে না সেনাবাহিনী

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম

পাকিস্তানে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে। তবে সেনাবাহিনী দেশে কোনও ধরনের রাজনৈতিক সহিংসতা হতে দেবে না জনিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এদিকে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারিত ‘অসাধারণ গণতান্ত্রিক অনুশীলনে’ নাশকতার যে কোনও প্রচেষ্টাকে ব্যর্থ করার সংকল্প করেছেন বলে বুধবার জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত কর্পস কমান্ডার সম্মেলনে এটি জানানো হয়। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনিরের সভাপতিত্বে এই ফোরামে সাধারণ নির্বাচনের শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনী ইসিপির নির্দেশনা অনুসারে সাংবিধানিক আদেশ অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে। রাজনৈতিক কর্মকা-ের নামে কাউকে সহিংসতায় লিপ্ত হতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নাশকতা করতে দেওয়া হবে না।’ সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখ-তা পবিত্র বিষয় এবং এটি অলঙ্ঘনীয়। তিনি বলেন, ‘পাকিস্তান সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে; তবে, দেশের সার্বভৌমত্ব, জাতীয় সম্মান এবং পাকিস্তানি জনগণের আশা-আকাঙ্খার বিষয়ে কখনোই কোনও আপস করা হবে না।’ এদিকে পাকিস্তানের আগামী সপ্তাহের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা এক সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির আসন্ন নির্বাচন ঘিরে জঙ্গি সহিংসতা বৃদ্ধির আশঙ্কার মাঝেই বুধবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন গুলিতে নিহত রেহান জায়েব খান। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী ছিলেন। এছাড়া বুধবার দুর্নীতির এক মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের করে কারাদ- দেওয়া হয়েছে। পাকিস্তানের এবারের নির্বাচনে ইমরান খানের দলের ঐতিহ্যবাহী নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট কেড়ে নেওয়া হয়েছে। এ ছাড়া দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তানে রাজনৈতিক সহিংসতা হতে দেবে না সেনাবাহিনী

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে। তবে সেনাবাহিনী দেশে কোনও ধরনের রাজনৈতিক সহিংসতা হতে দেবে না জনিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এদিকে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারিত ‘অসাধারণ গণতান্ত্রিক অনুশীলনে’ নাশকতার যে কোনও প্রচেষ্টাকে ব্যর্থ করার সংকল্প করেছেন বলে বুধবার জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত কর্পস কমান্ডার সম্মেলনে এটি জানানো হয়। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনিরের সভাপতিত্বে এই ফোরামে সাধারণ নির্বাচনের শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনী ইসিপির নির্দেশনা অনুসারে সাংবিধানিক আদেশ অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে। রাজনৈতিক কর্মকা-ের নামে কাউকে সহিংসতায় লিপ্ত হতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নাশকতা করতে দেওয়া হবে না।’ সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখ-তা পবিত্র বিষয় এবং এটি অলঙ্ঘনীয়। তিনি বলেন, ‘পাকিস্তান সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে; তবে, দেশের সার্বভৌমত্ব, জাতীয় সম্মান এবং পাকিস্তানি জনগণের আশা-আকাঙ্খার বিষয়ে কখনোই কোনও আপস করা হবে না।’ এদিকে পাকিস্তানের আগামী সপ্তাহের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা এক সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির আসন্ন নির্বাচন ঘিরে জঙ্গি সহিংসতা বৃদ্ধির আশঙ্কার মাঝেই বুধবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন গুলিতে নিহত রেহান জায়েব খান। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী ছিলেন। এছাড়া বুধবার দুর্নীতির এক মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের করে কারাদ- দেওয়া হয়েছে। পাকিস্তানের এবারের নির্বাচনে ইমরান খানের দলের ঐতিহ্যবাহী নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট কেড়ে নেওয়া হয়েছে। এ ছাড়া দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্সপ্রেস ট্রিবিউন।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফটো সাংবাদিকের উপর হামলা সহ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে সিলেটে ভোট গ্রহণ সম্পন্ন

ফটো সাংবাদিকের উপর হামলা সহ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে সিলেটে ভোট গ্রহণ সম্পন্ন

বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান, দুই ইউপি চেয়ারম্যানসহ এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণ মামলা

বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান, দুই ইউপি চেয়ারম্যানসহ এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণ মামলা

খুলনায় দুইদিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

খুলনায় দুইদিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বিজেপির মুসলিম বিরোধী ভিডিও সরাতে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ

বিজেপির মুসলিম বিরোধী ভিডিও সরাতে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ

সখিপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সখিপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মেটগালায় শাড়িতে নজর কাড়লেন আলিয়া

মেটগালায় শাড়িতে নজর কাড়লেন আলিয়া

কলাপাড়ায় অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!

কলাপাড়ায় অর্ধ কোটি টাকা লোপাটের পর এবার ইউসিসি’র পকেট কমিটি গঠন!

দোয়ারাবাজারে বিষ পানে বৃদ্ধের মৃত্যু

দোয়ারাবাজারে বিষ পানে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে ছয় ঘন্টায় ১৩ শতাংশ ভোট প্রদান

পঞ্চগড়ে ছয় ঘন্টায় ১৩ শতাংশ ভোট প্রদান

শপথ নিয়েই পশ্চিমকে যে কঠোর বার্তা দিলেন পুতিন

শপথ নিয়েই পশ্চিমকে যে কঠোর বার্তা দিলেন পুতিন

'শিক্ষকদের গায়ে হাত দিয়ে কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ নাই'

'শিক্ষকদের গায়ে হাত দিয়ে কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ নাই'

দুপুর গড়িয়ে গেলেও মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম

দুপুর গড়িয়ে গেলেও মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম

৪ ঘন্টায় সিলেটের ৪ উপজেলায় ভোটের হার ১৮ শতাংশের কিছু বেশি, অনেক কেন্দ্রে ভোটার শূন্য

৪ ঘন্টায় সিলেটের ৪ উপজেলায় ভোটের হার ১৮ শতাংশের কিছু বেশি, অনেক কেন্দ্রে ভোটার শূন্য

‘তুফান’ সিনেমার টিজারে ঝড় তুলেছেন শাকিব

‘তুফান’ সিনেমার টিজারে ঝড় তুলেছেন শাকিব

দোয়ারাবাজারে শিক্ষার্থীদের তৎপরতায় বাড়ছে চোরাচালান!

দোয়ারাবাজারে শিক্ষার্থীদের তৎপরতায় বাড়ছে চোরাচালান!

বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি, উদ্ধার ৩৪

বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি, উদ্ধার ৩৪

জাল ভোটের অভিযোগ, সিলেট সদরে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

জাল ভোটের অভিযোগ, সিলেট সদরে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

লৌহজংয়ে হঠাৎ পদ্মার ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে শতাধিক পরিবার

লৌহজংয়ে হঠাৎ পদ্মার ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে শতাধিক পরিবার

ফুলপুর উপজেলায় চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম

ফুলপুর উপজেলায় চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম

ভারত এখন সরাসরি রক্তাক্ত আক্রমণ চালাচ্ছে বাংলাদেশে: রিজভী

ভারত এখন সরাসরি রক্তাক্ত আক্রমণ চালাচ্ছে বাংলাদেশে: রিজভী