ইসরাইলের হামলাকে ‘হলোকস্টের’ সঙ্গে তুলনা ব্রাজিলের প্রেসিডেন্টের

রমজানেই রাফায় স্থল অভিযান শুরু

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

হামাস আগামী দশই মার্চের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে স্থল অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে ইসরাইল। রোববার এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। ‘বিশ্ববাসী এবং হামাস নেতাদের অবশ্যই জেনে রাখা উচিত, যদি রমজানের আগে আমাদের জিম্মি নাগরিকরা বাড়িতে না ফেরে, তাহলে রাফাহ অঞ্চলের সর্বত্র অভিযান চলবে’, বলেন গ্যান্টজ।

ইসরাইল এমন একটি সময় এই অভিযানের হুঁশিয়ারি দিলো, যখন রাফাহতে হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিরোধিতা বাড়ছে। চলতি বছরের দশই মার্চ ইসলামের পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। গাজার সর্ব দক্ষিণে অবস্থিত রাফাহ শহর ফিলিস্তিনির কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ। কেননা, যুদ্ধ শুরুর পর বেশিরভাগ উদ্বাস্তু ফিলিস্তিনি নাগরিক মিশরের সীমান্ত ঘেঁষা এই শহরেই আশ্রয় নিয়েছেন। বর্তমানে সেখানে ১৫ লাখেরও বেশি বেসামরিক মানুষ অবস্থান করছে। গ্যান্টজ আরও বলেন, ‘ইসরাইল একটি সমন্বিত পদ্ধতিতে অভিযানটি পরিচালনা করবে যাতে সেখানে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমানো যায়। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুবিধার্থে আমরা আমাদের আমেরিকান এবং মিশরীয় অংশীদারদের সাথে আলোচনা করবো।’ কয়েকদিন আগে, রাফাহ শহরে বিমান হামলা চালিয়েছিল ইসরাইল। হামলার পর জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছিল যে, সেখানকার একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে যে, বিমান হামলার পরের পরিস্থিতি মূল্যায়ন করতে তারা রাফাহ শহরের উত্তরে খান ইউনিসের নাসের হাসপাতালে যেতে চেয়েছিলো। কিন্তু তাদেরকে সেখানে ঢোকার অনুমতি দেয়া হয়নি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার ওই হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত করছে যে, হামাস ওই হাসপাতালেই জিম্মিদেরকে আটকে রেখেছে। নাসের হাসপাতালে নিজেদের অভিযানকে ‘সুনির্দিষ্ট এবং সীমিত’ হিসাবে বর্ণনা করেছে আইডিএফ। এদিকে, গ্যান্টজের বক্তব্যের পর ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর ফলে উদ্বাস্তুরা সীমান্ত পেরিয়ে গণহারে মিশরে ঢুকে পড়ার চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইল-গাজা যুদ্ধ শুরুর পর থেকেই রাফাহ ক্রসিং দিয়ে উদ্বাস্তুদের অনেকেই ইতোমধ্যে মিশরে আশ্রয় নিয়েছেন। এ ধরনের ঘটনা আগেও দেখা গেছে। তাই এটি ঠেকানোর জন্য মিশর তাদের সীমান্তে একটি বড় প্রাচীর নির্মাণের চিন্তা করছে বলেও জানা যাচ্ছে। রমজান শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। রাফাহ থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে যে, ইতিমধ্যেই সেখানকার উদ্বাস্তুরা পশ্চিম উপকূলের দিকে সরে যেতে শুরু করেছে। তবে উদ্বাস্তুদের বেশিরভাগ অংশ এখনও বুঝতে পারছে না যে, তারা ঠিক কোথায় আশ্রয় নেবেন। ফলে তারা এখনও অপেক্ষা করছেন এবং পরিস্থিতির দিকে নজর রাখছেন।

এদিকে, গাজায় দখলদার ইসরাইলের নৃশংস হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘ইহুদি-নিধন’ (হলোকস্ট) পর্বের সঙ্গে তুলনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। গত অক্টোবর মাস থেকে হামাসের হামলার পর পাল্টা হামলায় গাজা উপত্যকার পরিস্থিতি ‘নরকসম’ হয়ে দাঁড়িয়েছে বলে বার বার সতর্ক করেছে জাতিসংঘ। রোববার আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইসরাইলি হানার পর, গাজার নাসের হাসপাতাল অচল হয়ে পড়েছে। এর মধ্যে ‘হলোকস্ট মন্তব্য’ ঘিরে নতুন বিতর্ক। রোববার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষবৈঠকে লুলা বলেন, ‘গাজার ফিলিস্তিনিদের উপর যা চলছে, তার সঙ্গে ইতিহাসের কোনও কিছুর মিল পাওয়া কঠিন। সে দিক থেকে বলতে হলে, হিটলার যখন ইহুদি-নিধন করেছিল, সেই সময় এই ধরনের ঘটনা দেখা যায়।’ তিনি বলেন, ‘এখানে সেনার বিরুদ্দে সেনার লড়াই হচ্ছে না। মহিলা ও শিশুদের সঙ্গে সংঘর্ষ চলছে অত্যন্ত দক্ষ এক সেনাবাহিনীর।’

ব্রাজিলের প্রেসিডেন্ট গাজার যুদ্ধের সঙ্গে হলোকস্টের সঙ্গে যে তুলনা করেছেন, তাতে যারপরনাই ক্ষিপ্ত নেতানইয়াহু। বিবৃতি পেশ করে তিনি বলেন, ‹ইসরাইলের সঙ্গে নাৎসি এবং হিটলারের তুলনা সমস্ত লক্ষণরেখা লঙ্ঘন করছে।’ এমন মন্তব্য হলোকস্টের ভয়াবহতা কমানো এবং ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পরিপন্থী, সাফ অবস্থান লাইকুদ পার্টির প্রবীণ নেতার। এর প্রতিবাদে, সোমবার ইসরাইলে ব্রাজিলের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

গত ৭ অক্টোবর, ইসরাইলে, হামাসের হঠাৎ হামলায় ১২০০ জনের মৃত্যু ও ২৫৩ জনকে পণবন্দি করার ঘটনারও সমালোচনা করেছিলেন বামপন্থী লুলা। একই সঙ্গে, ইসরাইল, যে আগ্রাসী সামরিক জবাব দিচ্ছে, সে নিয়েও প্রতিবাদ করতে দেখা যায় তাকে। আন্তর্জাতিক মঞ্চগুলি বার বার এই হামলার পরিণতি নিয়ে সতর্ক করলেও অভিযোগ, ইসরাইল তাতে কর্ণপাতে নারাজ। বরং, তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু সম্প্রতি, গাজার দক্ষিণতম শহর, রাফা-তেও হামলা চালানোর হুঙ্কার দিয়েছেন। সংঘর্ষ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ১৫ লাখ গাজার মানুষ এখানে আশ্রয় নিয়েছেন বলে খবর। সূত্র : আল-জাজিরা, রয়টার্স।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক সমাধানে রিয়াদের সমর্থন পুনর্ব্যক্ত
ট্রুডোর বিদায়, কানাডার ক্ষমতায় কার্নি
বরখাস্ত কর্মীদের পুনর্বহাল করতে নির্দেশ মার্কিন আদালতের
২০২৫-২০২৬ সালে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৬৭ লাখ বৃদ্ধি পাবে : সাহায্য সংস্থা
ইউক্রেনে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের আরো পর্যালোচনা প্রয়োজন : পুতিন
আরও
X

আরও পড়ুন

ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক সমাধানে রিয়াদের সমর্থন পুনর্ব্যক্ত

ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক সমাধানে রিয়াদের সমর্থন পুনর্ব্যক্ত

ট্রুডোর বিদায়, কানাডার ক্ষমতায় কার্নি

ট্রুডোর বিদায়, কানাডার ক্ষমতায় কার্নি

এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায় :তারেক রহমান

এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায় :তারেক রহমান

মানুষ জামায়াতকে নেতৃত্বে দেখতে চায় -মাওলানা রফিকুল ইসলাম খান

মানুষ জামায়াতকে নেতৃত্বে দেখতে চায় -মাওলানা রফিকুল ইসলাম খান

আ’লীগ ১৭ বছরে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেয়নি-  ফখরুল ইসলাম

আ’লীগ ১৭ বছরে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেয়নি- ফখরুল ইসলাম

পারিবারিক বন্ধন জোরদার করুন

পারিবারিক বন্ধন জোরদার করুন

খাল কেটে কুমির আনার পরিণতি

খাল কেটে কুমির আনার পরিণতি

জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে ঃ মিয়া গোলাম পরওয়ার

জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে ঃ মিয়া গোলাম পরওয়ার

নারীর উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে

নারীর উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী হবেন, আশা সারজিসের

পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী হবেন, আশা সারজিসের

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

কুরআনের মাস রমজান

কুরআনের মাস রমজান

মাহে রমজানে তাহাজ্জুদ নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম

মাহে রমজানে তাহাজ্জুদ নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম

তাকওয়া অর্জন ও গুনাহ থেকে পরিত্রাণের মাস রমজান

তাকওয়া অর্জন ও গুনাহ থেকে পরিত্রাণের মাস রমজান

কুরআনের মাসে হোক কুরআনপ্রীতি

কুরআনের মাসে হোক কুরআনপ্রীতি

ফেসবুকে পড়শীর রান্নার রেসিপি

ফেসবুকে পড়শীর রান্নার রেসিপি

নতুন শিল্পীর সাথে গাইলেন আসিফ আকবর

নতুন শিল্পীর সাথে গাইলেন আসিফ আকবর

বরখাস্ত কর্মীদের পুনর্বহাল করতে নির্দেশ মার্কিন আদালতের

বরখাস্ত কর্মীদের পুনর্বহাল করতে নির্দেশ মার্কিন আদালতের

পাকিস্তানের হানিয়া আমিরের বালিউড যাত্রা

পাকিস্তানের হানিয়া আমিরের বালিউড যাত্রা