ঢাকা   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | ১০ কার্তিক ১৪৩১
গাজার সর্বত্রই বিরাজ করছে ক্ষুধা নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে রমজানেও বিবর্ণ জেরুসালেমের রাস্তা

ইসরাইলি অবরোধ-বোমা হামলায় শুরু রমজান

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১২ মার্চ ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:১২ এএম

চাঁদ দেখার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ইবাদতসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাসটি পালন করবেন সারা বিশ্বের মুসলিমরা। তবে এবারের রমজানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের চিত্রটা যেন ভিন্ন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, রমজান মাস এমন এক সময়ে শুরু হয়েছে যখন ‘গাজার সর্বত্র ক্ষুধা’ বিরাজ করছে। রোজার মাসে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ করার আহ্বানও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। এদিকে রমজানের প্রাক্কালে ইসরাইলি বাহিনী দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) রোববার জানিয়েছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরাইলের মারাত্মক আক্রমণের মধ্যে গাজা উপত্যকাজুড়ে ক্ষুধা ছড়িয়ে পড়েছে। ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে বলেছে, ‘গাজার সর্বত্রই ক্ষুধা বিরাজ করছে।’ জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, পবিত্র রমজান সোমবার শুরু হতে চলেছে কিন্তু ফিলিস্তিনি এই উপত্যকায় মানবিক পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। সংস্থাটির ভাষায়, ‘উত্তরের পরিস্থিতি দুঃখজনক, বারবার আহ্বান জানানো সত্ত্বেও সেখানে স্থলপথে সাহায্য সরবরাহের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। রমজান ঘনিয়ে আসছে। অন্যদিকে মৃতের সংখ্যাও বাড়ছে।’ ইউএনআরডব্লিউএ বলেছে, ‘জীবন বাঁচাতে গাজা উপত্যকাজুড়ে মানবিক সহায়তার প্রবেশের সুযোগ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য।’

এদিকে গাজা শহরে ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনী গাজা শহরের তাল আল-হাওয়ার আশপাশে আশুর পরিবারের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে উল্লেখ করে ওয়াফা জানিয়েছে, আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে রমজানে মুসল্লিদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিয়েছে ইসরাইল। বার্তাসংস্থা ওয়াফা অনুসারে, রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে নামাজের জন্য অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করার চেষ্টা করলেও ইসরাইলি বাহিনী শত শত মুসল্লিকে বাধা দিয়েছে।

ইসরাইলি বাহিনী পুরুষ ও যুবতী নারীদের মসজিদে প্রবেশে বাধা দেয় এবং শুধুমাত্র ৪০ বছরের বেশি বয়সী নারীদের মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয় বলেও বার্তাসংস্থাটি জানিয়েছে। প্রসঙ্গত, ইসরাইলি বাহিনী গত কয়েক মাস ধরে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে : ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরাইলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে। গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১১২ জন। হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় ৬৭ জন নিহত হয়েছেন। হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরাইলি হামলায় আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৬০ জন। ।

রমজানেও বিবর্ণ জেরুসালেমের রাস্তা : বছরের এ সময়টায় রমজানের সাজে সেজে ওঠে জেরুসালেমের রাস্তা। গাজার সংঘাত সেই আলো কেড়ে নিয়েছে। রমজানের সময় পুরনো জেরুসালেম শহরের সরু সরু গলিগুলিতে অন্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে। গলিতে লাগানো হয় আলোর মালা। কিন্তু এবার তার কোনো কিছুই নেই। বাতাসে কেবল একটিই চিন্তা, শেষপর্যন্ত কেমন যাবে এই রোজার মাস।

উম আম্মার স্থানীয় বাসিন্দা। তিনি জানিয়েছেন, এবারের রমজানে কোনো উচ্ছ্বাস নেই। পুরনো জেরুসালেমে আল ওয়াদের রাস্তায় দেখা হয়েছিল তার সঙ্গে। তিনি জানিয়েছেন, সকলের মনে একটি বিষয়ই কেবল ঘুরছে, গাজার সংঘাত। গাজার স্বাস্থ্য় মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত ৩১ হাজার মানুষ নিহত হয়েছেন। তার মধ্যে প্রচুর নারী ও শিশু আছে। পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলি আশঙ্কা প্রকাশ করেছে যে, সেখানে কার্যত দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

‘আমরা তো ইফতার করব, কিন্তু গাজায় হয়তো হাজার হাজার মানুষ কিছু খেতেই পাবেন না। সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতি,’ বলেছেন, উম আম্মার। তার কাছে এবারের রমজান শোকের। প্রতিদিন কিছু অসহায় মানুষের জন্য প্রার্থনা করার মাস। শুধু উম আম্মা নন, গোটা অঞ্চলে একইরকম ভাবনা ভেসে বেড়াচ্ছে। হাসিম তাহা মশলার দোকান চালান। তিনি বলেছেন, ‘গাজায় যারা বসবাস করেন, তারা আমাদের লোক। তারা কষ্ট পাচ্ছেন। তা-ই আমরাও রমজানে কোনো আনন্দ করব না।’

রমজানের সময় পবিত্র আল আকসা মসজিদের সামনে বহু মানুষ জড়ো হন। ওই মসজিদের সামনে তারা নামাজ পড়েন। ফেব্রুয়ারি মাসে ইসরাইলের অতি দক্ষিণপন্থি দলের সদস্য তথা দেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির ওই মসজিদের সামনে জমায়েতে কড়াকড়ি জারি করেছেন। বস্তুত, এর আগে সেখানে সমাবেত মানুষের সঙ্গে পুলিশের লড়াই হয়েছে। ঁঅশান্তি এড়াতেই ওই কড়াকড়ি জারি করা হয়েছে বলে ইসরাইলের দাবি। কিন্তু ফিলিস্তিনিরা বিষয়টি ভালো চোখে দেখছেন না। সূত্র : আল-জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিমানবন্দরে যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা

বিমানবন্দরে যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা

বর্তমান সংবিধান শেখ হাসিনার গার্বেজ : মাহমুদুর রহমান

বর্তমান সংবিধান শেখ হাসিনার গার্বেজ : মাহমুদুর রহমান

আমিরাতে বাংলাদেশিদের বন্ধ ভিসা উন্মুক্ত করানোর দাবি প্রবাসীদের

আমিরাতে বাংলাদেশিদের বন্ধ ভিসা উন্মুক্ত করানোর দাবি প্রবাসীদের

দেশের সংকটকালে প্রবাসীরা সবসময় এগিয়ে এসেছেন : সিলেটে এডভোকেট এমরান চৌধুরী

দেশের সংকটকালে প্রবাসীরা সবসময় এগিয়ে এসেছেন : সিলেটে এডভোকেট এমরান চৌধুরী

'আজ নাটকের মঞ্চকে বিদায় জানালেন কিংবদন্তি শিল্পী অঞ্জন দত্ত'

'আজ নাটকের মঞ্চকে বিদায় জানালেন কিংবদন্তি শিল্পী অঞ্জন দত্ত'

যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সিকৃবিতে ছাত্রদলের কমিটি বাতিল, বহিস্কার-সংঘষের ঘটনায় তদন্ত কমিটি

সিকৃবিতে ছাত্রদলের কমিটি বাতিল, বহিস্কার-সংঘষের ঘটনায় তদন্ত কমিটি

ওয়াকার-উজ-জামান বিওএ’র নতুন সভাপতি

ওয়াকার-উজ-জামান বিওএ’র নতুন সভাপতি

ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ দেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন মেনে নেবে না -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ দেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন মেনে নেবে না -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

বাফুফের বহুল আলোচিত নির্বাচন শনিবার

বাফুফের বহুল আলোচিত নির্বাচন শনিবার

কুয়াকাটায় সমুদ্রের স্রোতে ভেসে আসা ৩টি মহিষ মালিকের কাছে হস্তান্তর

কুয়াকাটায় সমুদ্রের স্রোতে ভেসে আসা ৩টি মহিষ মালিকের কাছে হস্তান্তর

ম্যাকাওয়ের জালে বাংলাদেশের ৭ গোল

ম্যাকাওয়ের জালে বাংলাদেশের ৭ গোল

সাবেক হুইপ কমলের দেহরক্ষী আটক, পলাতক কমল

সাবেক হুইপ কমলের দেহরক্ষী আটক, পলাতক কমল

সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা

সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা

ফেসবুকে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাদিয়া আয়মান

ফেসবুকে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাদিয়া আয়মান

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

যশোরে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

যশোরে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাসিন বিশ্বাস ৪৮ ঘন্টা পর হাসপাতালে মৃত্যু

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাসিন বিশ্বাস ৪৮ ঘন্টা পর হাসপাতালে মৃত্যু

বিওএ’র নতুন সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বিওএ’র নতুন সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

কুরআনী শাসনব্যবস্থা চালু হলে সকল অপরাধ ও জুলুম-নির্যাতন বন্ধ হবে -মাওলানা মামুনুল হক

কুরআনী শাসনব্যবস্থা চালু হলে সকল অপরাধ ও জুলুম-নির্যাতন বন্ধ হবে -মাওলানা মামুনুল হক