সরকারি তদন্ত সংস্থাগুলোকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর
০১ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম
ভারতে লোকসভা নির্বাচনের আগে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। ইডি, সিবিআই, আইটি’র মতো সরকারি তদন্ত সংস্থাগুলোকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদি সরকার বিরোধীদের মাঠেই নামতে দিচ্ছে না বলে অভিযোগ। ‘কর সন্ত্রাসে’র অভিযোগ তুলেছে কংগ্রেসও। সেই আবহেই এবার বড় ঘোষণা কংগ্রেস এমপি রাহুল গান্ধীর। সরকার পাল্টালে কী ব্যবস্থা নেয়া হবে জানিয়ে দিলেন তিনি এখনই।
২০১৭-’১৮ থেকে ২০২০-’২১ সাল অর্থবর্ষ পর্যন্ত সুদ এবং জরিমানা ধরে কংগ্রেসকে ১৮০০ কোটি রুপি মেটাতে হবে বলে নোটিস ধরিয়েছে আয়কর বিভাগ। লোকসভা নির্বাচনের আগে গোটা বিষয়টিকে ‘কর সন্ত্রাস’ বলে উল্লেখ করেছে কংগ্রেস। সেই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন রাহুল। নির্বাচনের পর সরকার পাল্টালে কী করবেন জানিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়া ‹কর সন্ত্রাস› নিয়ে মুখ খোলেন রাহুল। তিনি লেখেন, ‘যখন সরকার পাল্টাবে, যারা গণতন্ত্রকে ধ্বংস করছেন, সকলের বিরুদ্ধে নিশ্চিত ভাবে পদক্ষেপ নেয়া হবে। এমন পদক্ষেপ নেয়া হবে যে আগামী দিনে এমন করার সাহস দেখাবেন না আর কেউ। আমি এই গ্যারান্টি দিয়ে রাখলাম।’ নিজের মন্তব্যের একটি ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন রাহুল।
ওই ভিডিওতে রাহুলকে বলতে শোনা যায়, ‘সরকারি প্রতিষ্ঠানগুলি নিজের দায়িত্ব পালন করলে, সিবিআই, ইডি নিজের দায়িত্ব পালন করলে আজ এই দিন দেখতে হতো না। যারা এসব করছেন, তাদের এটাও মনে রাখা দরকার, যে কোনও না কোনও দিন বিজেপি-র সরকার থাকবে না। তার পর পদক্ষেপ হবেই। আর এমন পদক্ষেপ নেয়া হবে যে আমি গ্যারান্টি দিচ্ছি, এই কাজের পুনরাবৃত্তি হবে না। বিষয়টি মাথায় রাখা উচিত ওদের।’
লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকে লেনদেনের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সেই নিয়ে হাইকোর্টে গিয়েও সুরাহা হয়নি। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। দলের অভিযোগ, আয়কর বিভাগও বিজেপি-র হয়ে কাজ করছে। বিজেপি যেখানে হাজার হাজার কোটি রুপির চাঁদা পেয়েছে, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হচ্ছে না। শুধুমাত্র বিরোধীদেরই নিশানা করা হচ্ছে। লোকসভা নির্বাচনে বিজেপি-কে সুবিধা করে দিতেই কেন্দ্রীয় সংস্থাগুলির এমন পদক্ষেপ বলে দাবি তাদের। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, বিজেপি আয়কর আইন লঙ্ঘন করেছে। তাদের কাছ থেকে ৪,৬১৭ কোটি রুপি কর নেয়ার কথা। অথচ শুধুমাত্র বিরোধীদের নিশানা করা হচ্ছে। সূত্র : টিওআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি