সাত মাসে গড়ালো আগাসন ইসরাইলি হামলায় দৈনিক গড়ে নিহত ১৮১

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৭ এপ্রিল ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১২:১৪ এএম

গাজায় টানা ছয়মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। আজ সপ্তম মাসে পা দিতে যাচ্ছে গাজা যুদ্ধ। আর বিগত এ ছয় মাসে গড়ে দৈনিক নিহত হয়েছে অন্তত ১৮১ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে গাজায় গত ৭ অক্টোবর থেকে দিনে-রাতে উপর্যুপরি হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গতকাল গাজায় ১৮৩তম দিনে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৪৬ ফিলিস্তিনি নিহত এবং ৬৫ জন আহত হয়েছে। এ নিয়ে গত ছয়মাসে উপত্যকাজুড়ে নিহত ছাড়িয়েছে ৩৩ হাজার ১৩৭ জন এবং ৭৫ হাজার ৮৭৬ জন আহত হয়েছে।
তথ্য অনুসারে, গাজা উপত্যকায় বিগত ১৮৩ দিন ধরে সবচেয়ে প্রাণঘাতী ও ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল। নিহতের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যাচ্ছে, দৈনিক গড়ে ১৮১ জন নিহত হয়েছে। এছাড়াও ইসরাইলি বোমায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে ১০ হাজারের বেশি মানুষের লাশ। তাদের এখনো নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতিসংঘের তথ্যমতে, গাজায় গত ছয়মাসে ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছে। এটি গাজার মোট জনসংখ্যার সাড়ে ৪ শতাংশ। এ হতাহতের ৭০ শতাংশের বেশি বেসামরিক নারী ও শিশু।
ইসরাইল নির্বিচার বোমা হামলায় গাজায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে ৬০ ভাগের বেশি। ইসরাইলি বোমার হাত থেকে রেহাই পায়নি আবাসিক ভবন, মসজিদ, স্কুল, হাসপাতাল, আশ্রয়শিবির কোনোকিছুই। এরমধ্যে ৩৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৮৪টি মসজিদ রয়েছে। এছাড়া ধ্বংস করা হয়েছে ১২৩টি অ্যাম্বুলেন্স। ঘরবাড়ি ধ্বংস হয়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ১৭ লাখ বাসিন্দা। যা মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশ।
জাতিসংঘের তথ্যমতে, ১১ লাখের বেশি ফিলিস্তিনি বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতা অর্থাৎ দুর্ভিক্ষের মুখে পড়েছে। গাজার উত্তরাঞ্চলে এরইমধ্যে ২৩ শিশুসহ ২৭ জন মারা গেছে অনাহারে।
ইসরাইলে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পেলোসির : এদিকে অবিলম্বে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। গত শুক্রবার তাদের প্রতি এমন আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসম্যানদের পাঠানো চিঠিতে অন্য ৩৬ জনের সঙ্গে সই করেন তিনি।
গাজায় গত সোমবার ইসরাইলি বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত ত্রাণকর্মী নিহত হয়। কংগ্রেসম্যানদের পাঠানো ওই চিঠিতে এ ঘটনার নিজস্ব তদন্তের দাবি জানানো হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, ত্রাণকর্মীদের ওপর সাম্প্রতিক হামলা এবং ক্রমশ গাজার মানবিক পরিস্থিতির অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে, ইসরাইলের কাছে অস্ত্র হস্তান্তরের অনুমোদন দেওয়াটা অযৌক্তিক হবে।
ন্যান্সি পেলোসি ডেমোক্র্যাট দলের বর্ষীয়ান রাজনীতিক। এছাড়া তিনি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ও প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। চিঠিতে পেলোসি ছাড়াও সই করেছেন ডেমোক্র্যাট দলের আরো ৩৬ জন কংগ্রেসম্যান, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বারবারা লি, রাশিদা তালিব ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। আগে থেকেই বাইডেন প্রশাসনের ওপর ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের চাপ ছিল। এখন এতে পেলোসি যুক্ত হওয়ায় এ দাবি আরো জোরালো হলো।
ওদিকে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত ত্রাণকর্মী নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইসরাইল। এ ঘটনায় সামরিক বাহিনীর কার্যক্রমে গুরুতর ত্রুটি পাওয়া গেছে উল্লেখ করে তারা জানিয়েছে, এ ঘটনার জন্য দায়ী দু’জন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে এবং একজন সিনিয়র কমান্ডারকে তিরস্কার করা হয়েছে। সূত্র : আল-জাজিরা, বিবিসি ও রয়টার্স।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

পানির সংকট

পানির সংকট

নীতি ও দুর্নীতির লড়াই

নীতি ও দুর্নীতির লড়াই

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু