৬ মাসে লক্ষাধিক হতাহত গাজায়
০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ এএম
গাজায় ইসরাইলি হামলায় গত প্রায় ছয় মাসে এক লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। ইসরাইলের হামলায় অন্তত ৩৩ হাজার ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৭৫০ জন। গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর অভিযান শুরু করে ইসরাইল, যা এখনো চলছে। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। টানা হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকার ২৩ লাখ জনগোষ্ঠী নিজেদের বাড়ি থেকে উচ্ছেদের শিকার হয়েছেন বাধ্য হয়ে। জাতিসংঘ বলেছে, যুদ্ধের কারণে গাজায় নজিরবিহীন মানবিক সংকট দেখা দিয়েছে। ১০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। এদিকে গাজায় প্রায় ছয় মাসের আগ্রাসনে বিশ্বে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল। সংঘাত বন্ধে নিজের সমর্থকদের কাছ থেকে ক্রমবর্ধমান চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ইউরোপের দেশগুলোও অনতিবিলম্বে গাজায় হামলা বন্ধে চাপ দিয়ে আসছে। তবে এখন পর্যন্ত চাপ উপেক্ষা করে নিজের লক্ষ্যে অটল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরাইলের অস্তিত্বের জন্য হামাস হুমকি এবং দীর্ঘ শান্তি স্থাপনের আগে হামাসকে ধ্বংস করতে হবে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিয়ে এ সপ্তাহান্তে আলোচনা হতে যাচ্ছে। হামাসকে এ আলোচনায় রাজি করাতে চাপ দেয়ার জন্য মিসর ও কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কায়রোয় হতে যাওয়া নতুন দফা এ আলোচনার আগে শুক্রবার এ আহ্বান জানিয়েছেন তিনি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কায়রোয় অনুষ্ঠেয় এ আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সিআইএ পরিচালক বিল বার্নস। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে জিম্মি আলোচনার বিষয়ে চিঠি লিখেছেন বাইডেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ‘তাদের একটি চুক্তিতে রাজি হওয়া ও সেটি মেনে চলার বিষয়ে হামাসের কাছ থেকে নেয়া প্রতিশ্রুতি রক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।’ বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। এ সময় তারা চলমান জিম্মি আলোচনা এবং কায়রোয় হতে যাওয়া আলোচনার বিষয়েও কথা বলেন। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছনোর লক্ষ্যে কায়রোয় অংশ নিতে যাওয়া আলোচকদের ক্ষমতায়নের ব্যাপারেও নেতানিয়াহুকে তাগিদ দিয়েছেন বাইডেন। সাম্প্রতিক প্রস্তাবের অধীনে হামাসের হাতে আটক অসুস্থ, বয়স্ক ও আহত জিম্মিদের মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে। এতে ইসরাইল ও হামাস সম্মত হবে বলে আশা করা হচ্ছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা