গণমাধ্যমগুলোকে অচল করে দেয়ার মার্কিন নয়া কৌশল
২৩ এপ্রিল ২০২৪, ১২:১৯ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ১২:১৯ এএম
হতে পারে আপনি গুগল ক্রোমের মাধ্যমে কোনো সংবাদ বা রাজনৈতিক বিষয়ক সাইটে প্রবেশ করেছেন এবং নিরাপত্তাহীনতার অজুহাতে গুগল ক্রোম আপনাকে ব্লক করেছে। এই পরিস্থিতির আগামীতে আরো অবনতি হবে। কারণ যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সংক্ষেপে ইউএস এইড একটি নথি উপস্থাপন করেছে যার লক্ষ্য হচ্ছে, গণমাধ্যমগুলোর ওপর সেন্সরশিপ বাড়ানো এবং দেশের সরকারের স্বার্থের পরিপন্থী তথ্য প্রকাশ করা প্রতিরোধ করা। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএস এইড উত্থাপিত নথিতে বোঝা যায় কীভাবে সরকার প্রযুক্তি প্ল্যাটফর্ম, মিডিয়া সংস্থা এবং বিজ্ঞাপনদাতাদেরকে উৎসাহিত করছে যাতে তারা একে অপরের সহযোগিতায় ইন্টারনেটের একটি বড় অংশের ওপর নিয়ন্ত্রণ ও সেন্সরশীপ আরোপ করতে পারে। ধারণা করা হচ্ছে, ইউএস এইড-এর উদ্দেশ্য হচ্ছে, যারা মার্কিন সরকারের নীতির জন্য বিরাট চ্যালঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে মার্কিন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তারা যাতে অনলাইন থেকে কোনো ধরণের তথ্য সংগ্রহ করতে না পারে সেজন্য চেষ্টা করা। নথিতে ভিডিও গেম এবং অনলাইন মেসেজিং এর উপর নিয়ন্ত্রণ আরোপ করতে বলা হয়েছে, যাতে মার্কিন নীতির বিরোধী গণমাধ্যমের কর্মীদেরকে দূরে সরিয়ে রাখা যায়। পরিকল্পনা অনুসারে, অন্য দেশের সরকারগুলোকে অবশ্যই বিজ্ঞাপনদাতাদের সাথে সহযোগিতা করতে হবে যাতে যেসব সংস্থা মার্কিন সরকারের অনুগত নয় তাদেরকে তথ্যশূন্য ও অচল করে দেয়া যায়। মোটকথা, তারা বেলিংক্যাট, গ্রাফিকা ও আটলান্টিক কাউন্সিলের মতো সরকারের পৃষ্ঠপোষক সংস্থাগুলোকে তাদের ভাষায় ভুল ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রনায়ক হিসাবে তুলে ধরতে চায়। নথিতে অনলাইন গেমার এবং ভিডিও গেমগুলোর দিকেও নজর দেয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মতোই তাদের উপরও নজরদারি করার কথা বলেছে। কেননা ইউএস এইডের নথির সমর্থকরা মনে করেন সমালোচকরা টুইচের মতো গেমিং প্ল্যাটফর্মেও ভুল তথ্য ছড়াতে পারে। গেম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিংয়ের জন্য পরিচিত টুইচ প্ল্যাটফর্ম। এটি গেমারদের জন্য পরিচিত সাইট হলেও টুইচে পারফরম্যান্স রেকর্ড করে শেয়ারের সুযোগ রয়েছে। গেম বাদে অন্যান্য ভিডিও আপলোড করারও সুযোগ রয়েছে এখানে। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম প্ল্যাটফর্ম এবং যদিও সূচনালগ্ন থেকে এটি ভিডিও গেম এবং গেমারদেই কেবল গুরুত্ব দিত, কিন্তু কালক্রমে এটি সঙ্গীত, খেলাধুলা, জীবনধারা, বিপণন ইত্যাদির মতো অন্যান্য সেক্টরের উপরও জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং তথ্য সরবরাহে এর ব্যাপক ভূমিকা রয়েছে। এ ছাড়া, খুবই সীমিত সংখ্যক মানুষকে এই প্লাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ থাকায় এর প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। গুগল ক্রোম এবং গুগল সার্চ ইঞ্জিন আমেরিকার বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য কম। যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএস এইড দাবি করেছে যে তারা ‹ভুল তথ্য› ছাড়ানো প্রতিহত করা ছাড়াও ক্ষতিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করতে চায়। ক্ষতিকারক তথ্য এমন একটি বিষয় যা সত্য হলেও তা যদি মার্কিন নীতি ও স্বার্থের বিরোধী হয় তাবে তা প্রতিহত করা হবে। তাই অনেক তথ্য সত্য হলেও আমেরিকা সেসবকে সেন্সর করতে চায়। ইউএস এইড সংস্থাটি মনে করে যে, স্বাধীন মিডিয়া এবং মুক্ত সামাজিক প্ল্যাটফর্মগুলোর দেয়া বিভিন্ন তথ্য, মতামত এবং ভারসাম্যপূর্ণ ঘটনাবিলীর বর্ণনা অনেক সময় মার্কিন সরকারের প্রতি সমালোচার মাত্রাকে বহুগুণে বাড়িয়ে দেয়। গত এক দশক ধরে, মার্কিন সরকারি সংস্থাগুলো তাদের নিরঙ্কুশ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এমন ভিন্ন মতাদর্শের মিডিয়ার কার্যক্রম প্রতিহত করার জন্য সিলিকন ভ্যালি কোম্পানিগুলোর সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে যা ওয়াশিংটনের ক্রমবর্ধমান উচ্চাকাক্সক্ষার প্রমাণ। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান