ঢাকা   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ | ১৩ কার্তিক ১৪৩১
স্থল অভিযানের প্রস্তুতি, লাখ মানুষ সরাচ্ছে ইসরাইল

রাফাহতে আক্রমণ হবে বিপর্যয়কর

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৭ মে ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৭ মে ২০২৪, ১২:০৮ এএম

রাফাহতে ইসরাইলের হামলা ‘আসন্ন’ বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) মুখপাত্র জোনাথন ফাওলার সোমবার রাহফাতে পরিকল্পিত ইসরাইলি অভিযানের আগে সেখানে বসবাসকারীদর সরিয়ে নেওয়ার আদেশ নিয়ে আল-জাজিরার সাথে কথা বলেছেন। তিনি বলেন, আমরা এমন এক পরিস্থিতিতে রয়েছি যেখানে রাফাহতে ইসরাইলি বাহিনীর যে কোনো বড় আকারের অগ্রগতির অর্থ- আরও দুর্ভোগ, আরও মৃত্যু। রাফাহর জনসংখ্যার জন্য পরিণতি হবে ধ্বংসাত্মক। রাফাতে প্রায় ১৪ লাখ মানুষ বসবাস করছে যার অর্ধেকই শিশু। এদের অধিকাংশই ইতোমধ্যে বহুবার বাস্তুচ্যুত হয়েছে। এই পর্যায়ে চ্যালেঞ্জটি অনতিক্রম্য। জোনাথন ফাওলার বলেন, গাজার বাসিন্দাদের অন্য কোনো অঞ্চলে ফিরে গিয়ে নিরাপদে বসবাস করার আগে অবিস্ফোরিত বিস্ফোরক সাফ করতে হবে। অন্যথায়, আপনি মানুষকে এমন একটি অঞ্চলে ঠেলে দিচ্ছেন যেখানে তাদের জীবন থাকবে ঝুঁকির মধ্যে। উল্লেখ্য, রাফাহ হলো গাজা উপত্যকার শেষ অবশিষ্ট এলাকা যেখানে ইসরাইল এখনও স্থল অভিযান চালায়নি। সোমবার ইসরাইলি সামরিক বাহিনী রাফাহের পূর্বাঞ্চলে লাল লিফলেট ফেলতে শুরু করেছে। লিফলেটে ফিলিস্তিনিদের আল-মাওয়াসিতে পালিয়ে যেতে বলেছে। ইসরাইল দাবি করেছে, এই বাস্তুচ্যুতি হবে ‘সাময়িক’। জোনাথন ফাওলার বলেন, গাজা উপত্যকার কোথাও নিরাপদ নয়, মানুষ প্রতিনিয়ত বাস্তুচ্যুত হচ্ছে। রাফাহ থেকে গাজাবাসীদের সরানোও কোনো ফল দেবে না। এটা হবে পুরোপুরি বিপর্যয়কর। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনডব্লিউআরএ রাফাহতে ইসরাইলি আক্রমণের বিরুদ্ধে সতর্ক করছে এবং বলেছে, তারা শহর ছেড়ে যাবে না। অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফা। মিসর সীমান্তবর্তী শহরটিতে আশ্রয় নিয়েছে গাজার ১২ লাখ বাসিন্দা। শহরটিতে হামাস ঘাঁটি গেড়েছে সন্দেহে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়ে আসছিল ইসরাইল। সোমবার এই অঞ্চল থেকে প্রায় ১ লাখ মানুষকে সরানোর মাধ্যমে অভিযান প্রায় নিশ্চিত করলো তারা। কতজন লোককে সরিয়ে নেওয়া হচ্ছে জানতে চাইলে ইসরাইলের একজন সামরিক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আনুমানিক প্রায় ১ লাখ লোক।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় ১২ লাখ মানুষ বর্তমানে রাফায় আশ্রয় নিয়েছেন। তাদের বেশিরভাগই ইসরাইল ও হামাসের সাত মাসের যুদ্ধের সময় গাজার অন্য অঞ্চল থেকে পালিয়ে এসেছেন। ইসরাইলের সেনা মুখপাত্র বলেছেন, ‘হামাসকে ধ্বংস করার জন্য আমাদের পরিকল্পনার অংশ... আমরা রাফাতে তাদের উপস্থিতি ও তাদের অপারেশনাল ক্ষমতার একটি হিংসাত্মক প্রমাণ পেয়েছি। বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য উচ্ছেদ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’ সেনাবাহিনী বলেছে, রোববার রকেট হামলায় তিন ইসরাইলি সেনা নিহত ও এক ডজন আহত হয়েছে। ইসরাইল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম সীমান্তের দিকে রকেট ছোড়া হয়েছিল। সেনাবাহিনী জানিয়েছে, রাফাহ সংলগ্ন এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। এলাকায় মোতায়েন করা ভারী যন্ত্রপাতি, ট্যাংক ও বুলডোজার পাহারায় থাকা সেনারা আঘাতপ্রাপ্ত হয়। রকেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা। বিবৃতির পর ইসরাইলি কর্তৃপক্ষ ক্রসিংটি বন্ধ করে দেয়। এটি দিয়ে গাজায় সহায়তার ট্রাক আসা যাওয়া করতো। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার বেসামরিক নাগরিকদের পূর্ব রাফাহ থেকে উত্তর দিকে সরিয়ে নেয়া শুরু করেছে। সোমবার ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্যা জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে আইডিএফ ঘোষণা করেছে যে- তারা পূর্ব রাফাহ থেকে বেসামরিক লোকদেরকে একটি নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলে সরিয়ে নেয়া শুরু করেছে। এই মানবিক অঞ্চলটি আল-মাওয়াসি, খান ইউনিস ও মধ্য গাজার কিছু অংশ অংশ গঠিত হয়েছে। নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলের মধ্যে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য সরবরাহের বর্ধিত ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে। একই সাথে বলা হয়েছে, আইডিএফ গাজা উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধির অনুমতি দিতে আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের সহযোগিতায় কাজ করছে। আইডিএফ দেশটির সরকারের সিদ্ধান্ত অনুসারে, বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে থাকা জনসংখ্যাকে রাফাহর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে নতুন সম্প্রসারিত মানবিক অঞ্চলে সরে যেতে আহ্বান জানিয়েছে। এতে আরো বলা হয়েছে, বেসামরিক লোকেরা সরে যাওয়ার পরে পরিস্থিতি বিবেচনা করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আইডিএফ জানিয়েছে, লিফলেট, টেক্সট মেসেজ, ফোন কল এবং আরবি ভাষায় বিবৃতির মাধ্যমে তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। দ্যা জেরুসালেম পোস্ট, আল-জাজিরা, বিবিসি, এএফপি।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বন্দি বিনিময়ের জন্য গাজায় দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের

বন্দি বিনিময়ের জন্য গাজায় দুইদিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের

যশোরের শার্শা উপজেলায় গৃহবধূ হালিমার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে জোর করে ছিনিয়ে নিয়ে গেছে

যশোরের শার্শা উপজেলায় গৃহবধূ হালিমার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে জোর করে ছিনিয়ে নিয়ে গেছে

এবার ইসরায়েলে হামলা হামাসের?

এবার ইসরায়েলে হামলা হামাসের?

ফাইনালে আবারও নেপালকে পেল বাংলাদেশ

ফাইনালে আবারও নেপালকে পেল বাংলাদেশ

ছাত্র-জনতার রোষানলে ছাত্রলীগ নেত্রী পিয়া

ছাত্র-জনতার রোষানলে ছাত্রলীগ নেত্রী পিয়া

একদিনেই ৪ মাসের স্বাক্ষর করলেন সাবেক ছাত্রলীগ নেতা, ব্যাপক সমালোচনা

একদিনেই ৪ মাসের স্বাক্ষর করলেন সাবেক ছাত্রলীগ নেতা, ব্যাপক সমালোচনা

স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৩

স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৩

উপজেলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার 'আত্মহত্যা'

উপজেলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার 'আত্মহত্যা'

ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা,বহু হতাহত

ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা,বহু হতাহত

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন যাত্রী ছাউনি ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন যাত্রী ছাউনি ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন

নিষিদ্ধ ছাত্রলীগের হুকুমদাতা হিসেবে আ,লীগকে নিষিদ্ধ করতে হবে-পঞ্চগড়ে রাশেদ প্রধান

নিষিদ্ধ ছাত্রলীগের হুকুমদাতা হিসেবে আ,লীগকে নিষিদ্ধ করতে হবে-পঞ্চগড়ে রাশেদ প্রধান

ব্রিটিশ নাগরিকদের মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ভ্রমণে সতর্কতা জারি

ব্রিটিশ নাগরিকদের মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ভ্রমণে সতর্কতা জারি

যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনী আগামী ২৫ নভেম্বর

যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনী আগামী ২৫ নভেম্বর

বৃষ্টিতে পাড়ে জমা করে রাখা মাটি ধসে আবারও নদে গিয়ে ভরাট হচ্ছে কপোতাক্ষ নদ

বৃষ্টিতে পাড়ে জমা করে রাখা মাটি ধসে আবারও নদে গিয়ে ভরাট হচ্ছে কপোতাক্ষ নদ

যশোরের বাজারে ঝাঁজ কমেছে কাঁচা মরিচের, দাম বেড়েছে পিয়াজের

যশোরের বাজারে ঝাঁজ কমেছে কাঁচা মরিচের, দাম বেড়েছে পিয়াজের

জকিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতিগত বৈষম্যের শিকার ইয়ামাল,তদন্ত করছে রিয়াল

জাতিগত বৈষম্যের শিকার ইয়ামাল,তদন্ত করছে রিয়াল

শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন আফগানিস্তান

শ্রীলঙ্কাকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন আফগানিস্তান

দুইবার লিড নিয়েও লিভারপুলকে হারাতে পারল না আর্সেনাল

দুইবার লিড নিয়েও লিভারপুলকে হারাতে পারল না আর্সেনাল

সঠিক অবস্থানে বিএনপি

সঠিক অবস্থানে বিএনপি