‘ছেলেকে আপনাদের হাতে সঁপে দিলাম’
১৯ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৯ মে ২০২৪, ১২:০২ এএম
উত্তরপ্রদেশে রায়বেরেলিতে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। পঞ্চম দফায় ভোট প্রচারে ছেলের হয়ে এবার প্রচারে দেখা গেল মা সোনিয়া গান্ধীকে। দীর্ঘদিন এই রায়বেরেলি থেকেই কংগ্রেসপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন সোনিয়া। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৪ এর লোকসভা ভোট থেকে সরে এসেছেন ৭৭ বছরের সোনিয়া। যদিও ছেলে রাহুলের হয়ে শুক্রবার প্রচারে আসেন তিনি। রায়বেরেলিতে রাহুলের প্রচারে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় সোনিয়াকে। তিনি বলেন, ‘ছেলেকে আপনাদের হাতে সঁপে দিলাম। ও আপনাদের নিরাশ করবে না’।
এদিনের জনসভায় সোনিয়া মিনিট পাঁচেক ভাষণ দেন। তাঁর বক্তব্যে বার বার উঠে আসে পুরনো দিনের কথা। সোনিয়া বলেন, রায়বেরেলির মানুষ সেবা করার সুযোগ দিয়েছে তাকে। যা তার জীবনের বড় পুঁজি। কংগ্রেস নেত্রী বলেন, ‘অমেথি ও রায়বেরেলি আমার পরিবার। আমাদের পরিবারের শিকড় গত ১০০ বছর ধরে এ মাটির সঙ্গে যুক্ত। ইন্দিরাজির হৃদয়ে রায়বেরেলির জন্য একটি বিশেষ জায়গা ছিল। মনে এখানকার মানুষের প্রতি অগাধ ভালোবাসা ছিল। প্রিয়াঙ্কা ও রাহুলকে আমি সেই শিক্ষা দিয়েছি, যা ইন্দিরাজি আমাকে দিয়েছিলেন। সকলকে সম্মান করো, অন্যায়ের বিরুদ্ধে এবং অধিকার রক্ষার জন্য লড়াই করো।’
এই কেন্দ্র থেকেই পাঁচবার এমপি হওয়ার জন্য লড়াই করেছিলেন সোনিয়া গান্ধী। শুধু তাই নয়, ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীও একসময় এ আসন থেকেই লড়াই করেন। সেই কেন্দ্রে এসে তাই আবেগপ্রবণ হয়ে পড়েন সোনিয়া। বারংবার তার ভাষণে উঠে অমেথি এবং রায়বেরেলির প্রসঙ্গ।
এর আগের একটি জনসভায় রায়বেরেলির সঙ্গে কংগ্রেসের পুরনো সম্পর্কের কথা উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। স্মৃতিচারণা করে বলেন, ‘রায়বেরেলির সঙ্গে আমাদের ১০০ বছরের সম্পর্ক। কিছুদিন আগে আমি যখন আমার মায়ের সঙ্গে বসেছিলাম তখন আমি তাকে বলি যে, একটি ভিডিওতে আমি বলেছি আমার দুটো মা আছে সোনিয়াজি এবং ইন্দিরাজি। আমার মা এটা পছন্দ করেননি। কিন্তু, আমি তাকে ব্যাখ্যা করে বোঝাই যে, একজন মা হলেন তিনি যিনি সন্তানকে রাস্তা দেখানোর পাশাপাশি তাকে রক্ষা করে। আমার মা এবং ইন্দিরাজি দুজনেই আমার জন্য তাই করেছেন। এটা আমার দুই মায়েরই কর্মভূমি। এটাই হল কারণ রায়বেরেলি থেকে আমার ভোটে লড়াই করার’।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস শুধুমাত্র রায়বেরেলি আসনেই জিতেছিল। এখন কংগ্রেসের এই দুর্গ বাঁচানোর চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন রাহুল গান্ধী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র : রয়টার্স ও এবিপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক