গাজায় তাঁবু ক্যাম্পে ফের হামলা, নিহত ২১
৩০ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ মে ২০২৪, ১২:০৪ এএম
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের ক্যাম্পে ফের হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ নারী ছিলেন। হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাঁবু ক্যাম্পে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা এবং ফিলিস্তিনি বার্তাসংস্থা জানিয়েছে।
এর আগে রোববার রাতে গাজা ভূখ-ের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের শিবিরে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এতে কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হন। সর্বশেষ এই হামলা এমন এক সময়ে হলো যখন আগের ওই হামলার কারণে ইসরাইল বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে। গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাফা গভর্নরেটে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে অন্তত ১২ জন নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হামলায় আরও ৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ওই এলাকাটিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী রাফার আলমাওয়াসিতে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আগ্রাসন পরিচালনাকারী এই সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েক ঘণ্টার প্রতিবেদনের বিপরীতে (আমরা বলতে চাই), আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) আল-মাওয়াসির ওই মানবিক এলাকায় হামলা করেনি।’
এদিকে, হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে পূর্ণাঙ্গ আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র এমনটা মনে করে না। ইসরাইলি বাহিনী শহরটি কেন্দ্রে পৌঁছানো এবং মিশর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলের খবর আসার কয়েক ঘণ্টা পর তিনি এ মন্তব্য করলেন।
চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি ইসরাইল রাফার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করে যেখানে লাখের বেশি বেসামরিক নাগরিক এখনো আশ্রিত আছে বলে মনে করা হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র তাকে অস্ত্র সরবরাহ করা সীমিত করে দেবে। কিরবি একই সাথে ইসরাইলের বিমান নিয়েও প্রশ্ন তোলেন। ওই হামলায় রোববার বাস্তুচ্যুতদের একটি তাঁবুর শিবিরে আগুন ধরে গেলে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের মধ্যে অনেক নারী, শিশু ও ব্দ্ধৃও ছিল। ইসরাইল বলছে তাদের বিশ্বাস হামাসের মজুদ করে রাখা অস্ত্র বিস্ফোরণের কারণেই ওই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাদের দুজন শীর্ষ নেতাকে হত্যা করেছে। জন কিরবি সাংবাদিকদের বলেছেন যে, রোববারের অভিযানের যেসব ছবি পাওয়া গেছে, যেখানে বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ মারা গেছে- তা ছিল ‘হৃদয়বিদারক’ ও ‘ভয়ঙ্কর’। ‘সংঘাতের কারণে কোনো নিরীহ মানুষের জীবনহানি হওয়া উচিত নয়,’ বলেছেন তিনি।
তিনি স্বীকার করেন যে ইসরাইল ঘটনার তদন্ত করছে এবং একই সাথে বলেছেন যে রাফাহর সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে তার আগের বক্তব্য পরিবর্তনের কোনো নীতি তার নেই। ‘একটি বড় ধরনের স্থল অভিযান হয়েছে এমনটি আমরা এখনো বিশ্বাস করি না....এবং এ পর্যায়ে আমরা সেটি দেখিনি,’ বলছিলেন তিনি, ‘আমরা রাফাহ শহরে তাদের তেমন ধ্বংস করতে দেখিনি। সেখানে তেমন ধরনের অভিযান ভিন্ন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে প্রেসিডেস্ট আগেই জানিয়েছেন। আমরা তাদের বড় ইউনিট, বিপুল সংখ্যক সৈন্য নিয়ে অনেকগুলো লক্ষ্যবস্তুকে টার্গেট করে তেমন সমন্বিত কিছু করতে দেখিনি।’
গাজা ইস্যুতে আরেক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার পদত্যাগ : গাজায় ইসরাইলের গণহত্যাকে সমর্থন দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা এ সপ্তাহে পদত্যাগ করেছেন। ইসরাইল গাজায় মানবিক সহায়তায় বাধা দিচ্ছে না বলে সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের প্রতিবেদনের সঙ্গে মতবিরোধের কারণে ওই কর্মকর্তা পদত্যাগ করেন বলে দুই কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন। বিদায়ী কর্মকর্তা, স্টেসি গিলবার্ট, স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশনে কাজ করেছেন। গিলবার্ট মঙ্গলবার কর্মীদের কাছে একটি ইমেল পাঠিয়ে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে বলেন যে, স্টেট ডিপার্টমেন্ট এ সিদ্ধান্তে ভুল ছিল যে ইসরাইল গাজাকে মানবিক সহায়তায় বাধা দেয়নি। চিঠিটি পড়া কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গণহত্যা বন্ধে জাতিসংঘের পদক্ষেপের প্রস্তাব আলজেরিয়ার : গাজা উপত্যকায় যুদ্ধবিরতি, হামাসের হাতে বন্দী সকল জিম্মিকে মুক্তি এবং ইসরাইলকে রাফায় ‘অবিলম্বে তার সামরিক আক্রমণ বন্ধ করার’ নির্দেশ দিতে আলজেরিয়া মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব প্রস্তাব করেছে। জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা সংস্থার একটি রুদ্ধদ্বার বৈঠকের পরে আলজেরিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত অমর বেন্দজামা মঙ্গলবার বলেছিলেন যে, এ পদক্ষেপের লক্ষ্য ছিল ‘রাফাহতে হত্যা বন্ধ করা’। আলজেরিয়া ২০২৪/২৫ এর কাউন্সিল সদস্য। আলজেরিয়া তার খসড়া প্রস্তাবে বলেছৈ, নিরাপত্তা পরিষদের সবচেয়ে শক্তিশালী ভাষা ব্যবহার করে দখলদার শক্তি ইসরাইলকে অবিলম্বে তার সামরিক আক্রমণ এবং রাফাতে অন্য কোনো পদক্ষেপ নেয়া বন্ধ করতে বাধ্য করতে হবে।’ এটি গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের একটি রায়কেও উদ্ধৃত করে যা, ইসরাইলকে অবিলম্বে রাফাতে তার সামরিক হামলা বন্ধ করার নির্দেশ দেয়। এটি ছিল দক্ষিণ আফ্রিকার মামলায় ইসরাইলকে গণহত্যায় অভিযুক্ত করে একটি যুগান্তকারী জরুরি রায়। কূটনীতিকরা বলেছেন, কাউন্সিল কয়েক দিনের মধ্যে ভোট দিতে পারে। দক্ষিণ গাজার রাফায় একটি আশ্রয়শিবিরে রোববার একটি হামলায় ৪৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ার পরে এ পদক্ষেপ নেয়া হয়।
ফের কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের : গ্রীক মালিকানাধীন কার্গো জাহাজটির ওপর হুথিরা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে জাহাজটি চলা অব্যাহত রেখেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মার্কিন সেন্ট্রালকমান্ড বা সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানায়, মঙ্গলবার ইয়েমেন থেকে লোহিত সাগরে এমভি লাক্স লামের এ জাহাজটির দিকে ৫টি জাহাজ বিধ্বংসি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরমধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র জাহাজটিকে আঘাত করে। সেন্টকম আরও জানায়, মার্কিন বাহিনী ইয়েমেন থেকে লোহিত সাগরে আসা ৫টি মনুষ্যবিহীন যান বা ড্রোন ধ্বংস করেছে। হুথিদের এসব ড্রোন অঞ্চলটিতে অবস্থিত বানিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করেছিল। সূত্র : বিবিসি, আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ইবি শিক্ষার্থীর জীবন থেকে ঝড়ে গেলো চার বছর, হাইকোর্টের নির্দেশনার পরেও ছাত্রত্ব নিয়ে আশঙ্কা
হরিরামপুরে মমতাজ বেগমসহ আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
শিক্ষার্থীদের অবরোধ : চরম ভোগান্তি নগরবাসীর
নজরুল ইন্সটিটিউটে ট্রাস্টি বোর্ড সদস্য হলেন এসহান মাহমুদ এবং মো.জেহাদ উদ্দিন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে টঙ্গীতে এক ব্যক্তি নিহত
নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
মাছ স্বীকারের ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা, কর্মহীন প্রায় ২ লক্ষাধিক জেলে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
বেদির পাশে তাইজুল
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ করলো ইসরাইল, সউদী আরবের নিন্দা
ভারতে এয়ার ইন্ডিয়ার আরও ৩২টি বিমানে বোমাতঙ্ক, হুমকিবার্তা চলছেই
সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা ফাহিম মোল্লা গ্রেপ্তার
খালেদা জিয়ার ১১ মামলা বাতিল করেছেন হাইকোর্ট
ভারত থেকে কম শুল্কের আরও ২ লাখ ৩২ হাজার পিস ডিম আমদানি
টানা তিন ওভারে তাইজুলের তিন শিকার
ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের
উষ্ণায়নের প্রভাবে মাউন্ট ফুজিতে তুষারপাতে বিলম্ব
আনিসুল, সাধন ও মামুনসহ ৮ জন ফের রিমান্ডে
এবার অমিত শাহের বিরুদ্ধে কানাডার গুরুতর অভিযোগ
'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫' নিয়ে পর্দায় ফিরতে চান অমি