বিজেপি হোয়াটসঅ্যাপে যেভাবে ইসলামবিদ্বেষ ছড়াচ্ছে
৩১ মে ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ৩১ মে ২০২৪, ১২:১৪ এএম
চলতি বছরের লোকসভা নির্বাচনে ৩৭০টি আসনের টার্গেটে পৌঁছানোর জন্য অন্যান্য মেসেজিং অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপকেই মূল পথ হিসাবে বেছে নিয়েছিল বিজেপি। এবং এর পিছনে একটা সঙ্গত কারণও রয়েছে। বিশ্বে হোয়াটসঅ্যাপের বৃহত্তম মার্কেট ভারত। ৫০ কোটিরও বেশি মানুষ প্রতিদিন কয়েক ঘণ্টা সময় এই মেসেজিং প্ল্যাটফর্মে ব্যয় করেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিদিন ‘গুড মর্নিং’ থেকে শুরু করে ‘মিম’- অনেক কিছুই একে অন্যের সঙ্গে ভাগ করে নেন ভারতীয়রা। এর মধ্যে বিভিন্ন ভাষায় শেয়ার করা রাজনৈতিক টিপ্পনিও রয়েছে।
আর অঙ্কুর রাণার মতো স্বেচ্ছাসেবকরা নির্বাচনি যন্ত্রের মূল অংশ। বিজেপির বার্তা যাতে ওই ‘ফরওয়ার্ড’ করা বার্তার মধ্যে থাকে সেটা সুনিশ্চিত করাটা তাদের কাজ। উত্তরপ্রদেশের বিভিন্ন নির্বাচনি এলাকায় সোশ্যাল মিডিয়া সমন্বয়কারী হিসাবে কাজ করেন এমন আরও দশজন বিজেপি কর্মীর সাথে বিবিসি কথা বলেছে, যাদের প্রত্যেকেই জানিয়েছেন যে তারা কয়েকশো হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচলনা করেন। এর প্রত্যেকটিতে ২০০ থেকে ২০০০ সদস্য রয়েছে। এটি একটি কঠোরভাবে নিয়ন্ত্রিত অভিযান এবং মীরাটের বিজেপি স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন প্রতিদিন দিল্লির সদর দফতর থেকে তাদের রাজনৈতিক বার্তা এবং ‘হ্যাশট্যাগ’ পাঠানো হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির প্রশংসা থেকে শুরু করে বিরোধীদের সমালোচনা পর্যন্ত রয়েছে, যা রাজ্য স্তরের সদর দফতরে প্রবাহিত হওয়া দরকার বলে ওই দলটি মনে করে। সেখান থেকে অঙ্কুর রানা-সহ মীরাটের ১৮০ জন স্বেচ্ছাসেবকের কাছে পৌঁছে যায় এই বার্তা। এই স্বেচ্ছাসেবকরা আবার শৃঙ্খলের আরও নিচু তলাতে বার্তা পৌঁছে দেন। আর এইভাবে শেষ পর্যন্ত প্রতিটি পোলিং বুথ পরিচালনাকারী ব্যক্তির কাছেই পৌঁছে যায় সমস্ত বার্তা।
কী জাতীয় বার্তা পাঠানো হয়?
একটি ভাইরাল বার্তা, যা বিভিন্ন গ্রুপে বহুবার ফরোয়ার্ড করা হয়েছিল সেখানে কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিমদের তোষণ করার অভিযোগ আনা হয়। সেই ভাইরাল বার্তা বিবিসির নজরেও এসেছে। সেখানে হিন্দিতে লেখা ছিল, ‘কংগ্রেস ইতিমধ্যেই ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করেছে, তারা কখনওই আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেনি।’ ওই হোয়াটসঅ্যাপ বার্তায় ১৮টি পন্থার তালিকা প্রকাশ করে দাবি করা হয়েছিল, ওই পদ্ধতিগুলি ব্যবহার করেই না কি কংগ্রেস মুসলিমদের তোষণ করে থাকে। এই বার্তার উৎস কোথায় তা প্রমাণ করা অসম্ভব। তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে নির্বাচনি সমাবেশে বিজেপি নেতৃত্বের মন্তব্যের প্রতিফলন কিন্তু এই বার্তায় দেখা যায়।
গত এপ্রিল মাসে যেমন একটি মন্তব্যকে কেন্দ্র করে স্বয়ং নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও ‘ইসলামোফোবিয়ার’ অভিযোগ তোলা হয়েছিল। কারণ একটি নির্বাচনি সভায় তিনি মন্তব্য করেছিলেন বিরোধীরা ক্ষমতায় এলে জনগণের সম্পদ ‘অনুপ্রবেশকারীদের’ মধ্যে বিলিয়ে দেবে। ‘অনুপ্রবেশকারী’ বলে প্রধানমন্ত্রী মুসলিমদের ইঙ্গিত করেছিলেন বলে অভিযোগ ওঠে। এর পুনরাবৃত্তি করে বিজেপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যান্ডলগুলি থেকে অ্যানিমেটেড ভিডিও-ও শেয়ার করেছে। বিজেপি নেতাদের যে দাবি, কংগ্রেসের ইস্তাহারে বিষয়টির (জনগণের সম্পত্তি মুসলিমদের বিলিয়ে দেয়ার) উল্লেখ রয়েছে, সেটা কিন্তু ভুল। বাস্তবে কংগ্রেসের ইশতেহারে সম্পদ পুনর্বণ্টন বা মুসলমান জাতীয় শব্দের উল্লেখই নেই। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিরণ গারিমেলা ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিয়ে গবেষণা করছেন। তিনি বিবিসিকে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক মতাদর্শের প্রতিফলন সাধারণত ব্যক্তিগত গ্রুপগুলিতে শেয়ার করা বার্তাতেও দেখা যায়।
তিনি বলেন, ‘তাদের (বিজেপির) টপ-ডাউন পদ্ধতি রয়েছে, আইটি সেল-এর (বিজেপির সোশ্যাল মিডিয়া টিম) অভিযান আছে, সেই অভিযানকে ঘিরে একটা কনটেন্ট তৈরি করা হয় যা ক্রমাগত শেয়ার করা হয়। তবে এই পুরো জিনিসটার বিশেষত্ব হচ্ছে, সাধারণ মানুষও এই মতাদর্শ প্রচারের ক্ষেত্রে ভূমিকা পালন করছে।’ তিনি বলেন, ‘হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া বার্তার প্রকৃতি দেখে এটা বোঝা কঠিন যে কোন কনটেন্ট আইটি সেল থেকে এসেছে এবং কোনটি দলের সমর্থকদের।’ এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয়, বার্তাগুলি একটি প্ল্যাটফর্ম থেকে ছড়িয়ে পড়তে শুরু করলেও দ্রুত অন্যান্য প্ল্যাটফর্মেও যদি দেখা যেতে থাকে, তখন মানুষ ভাবতে বাধ্য হন তারা যা দেখছেন সেটাই সত্যি! সূত্র : বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হলেন নাহিয়ান রহমান রোচি
স্পেনে ভারী বর্ষণে আকস্মিক বন্যা, জনজীবন বিপর্যস্ত
জাগপার নতুন সভাপতি লুৎফর, সাধারণ সম্পাদক রিয়াজ
চাহিদার অর্ধেক বিদ্যুৎ ঘাটতিতে বরিশাল অঞ্চলের জনজীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনে বিপর্যয়
জুলাই-আগস্টে হামলা, ভাংচুর ও লুটপাটে চাঁদপুরে ৪ মামলায় ৩৬ জন আটক
সমাপনী বক্তব্যে যে বার্তা দিলেন হ্যারিস ও ট্রাম্প
মানিকগঞ্জে সমিতির সদস্যদের নামে মামলা করায় এনজিও’র ম্যানেজারকে মারধর
জাবিতে ‘ক্যাম্পাসে আমিও জিততে চাই’ ক্যাম্পেইন অনুষ্ঠিত
পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটি টাকা জব্দ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুজসহ ৪ আ.লীগ নেতা গ্রেফতার
শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার
মুল্ডার-মুতুসামি জুটিও ১০০ ছাড়াল
সাতক্ষীরায় মারধরে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
টর্চার সেলে বন্দী করে শিবচরে মাদ্রাসা শিক্ষককে নির্যাতন
মোদির নেতৃত্বে ভারত বিশ্ব শান্তির জন্য হুমকি
হাসিনার ‘ফ্যাসিস্ট পার্টি'র দেশে কোনো জায়গা নেই : ড. ইউনূস
খুলনার রূপসায় অস্ত্র, মাদকসহ ৪ ডাকাত আটক
'যাত্রী' নিয়ে ফের বড় পর্দায় ফিরতে যাচ্ছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী
আশুলিয়ায় ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, ৭টি গরুসহ ট্রাক উদ্ধার
মানবাধিকার প্রতিষ্ঠার নামে বিদেশী শক্তির এজেন্ডা বাস্তবায়ন জনগণ মেনে নিবে না : খেলাফত আন্দোলন