অগ্নিদৌড়ে এবার শীর্ষে মহারাষ্ট্র
০২ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০২ জুন ২০২৪, ১২:০৪ এএম
দুদিন আগেই ভারতেরর সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল দিল্লি। দেশবাসীকে চমকে দিয়ে রাজধানীর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫২.৯ ডিগ্রিতে। এবার দিল্লির রেকর্ড ভেঙে ফেলল মহারাষ্ট্র। সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত ৩০ মে অর্থাৎ বৃহস্পতিবার নাগপুরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে। বলার অপেক্ষা রাখে না, ভারতের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। এবং পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র ০.৭ ডিগ্রি কম।
শুধু গরম বললে ভুল বলা হবে গত প্রায় এক মাস ধরে কার্যত তপ্ত কড়াইয়ে পরিণত হয়েছে গোটা উত্তর ভারত। এই ভাজা পোড়া গরমে নাজেহাল অবস্থা দেশবাসীর। ‘টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, আবহাওয়া ভবনের তরফ থেকে নাগপুরে ৪ টি অটোমেটিক ওয়েদার স্টেশন তৈরি করা হয়েছে। তার একটিতেই তাপমাত্রার পারদ ওঠে ৫৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, এখনও পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। ১৯১৩ সালের ১০ জুলাই এখানকার তাপমাত্রা পৌঁছেছিল ৫৬.৭ ডিগ্রিতে। অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা থেকে মাত্র ০.৭ ডিগ্রি পিছিয়ে ছিল নাগপুর। এর পাশাপাশি সোনেগাঁওয়ে ৫৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও তাপমাত্রার এই রিপোর্ট একেবারে সঠিক বলে মানতে রাজি নন বিশেষজ্ঞরা। আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তাদের দাবি, ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেই অটোমেটিক ওয়েদার স্টেশনগুলির সেন্সরে গোলযোগ দেখা যাচ্ছে। ফলে তাপমাত্রার পারদ যা দেখাচ্ছে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও।
উল্লেখ্য, গত বুধবার ভারতের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিল্লিতে। সেখানকার মুঙ্গেশপুর এলাকার তাপমাত্রা পৌঁছেছিল ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে। এই ঘটনার রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয় গোটা দেশে। তবে এই রিপোর্ট আদৌ সঠিক কিনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে ভয়াবহ এই তাপমাত্রার রেকর্ড ঠিক হোক বা ভুল। পূর্ব, উত্তর ও মধ্য ভারত যে প্রবল গরমে পুড়ছে তাতে কোনও সন্দেহ নেই। তীব্র গরমের প্রকোপে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, তীব্র তাপপ্রবাহের মধ্যে ভারতের বিহার, উত্তর প্রদেশ এবং ওড়িশায় নির্বাচনি কর্মকর্তাসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে হিটস্ট্রোকে তারা মারা গেছেন। রয়টার্স জানিয়েছে, এবছর প্রচ- গ্রীষ্ম দেখছে ভারত। এরই মধ্যে চলতি সপ্তাহে রাজধানী দিল্লির কিছু অংশে তাপমাত্রা ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসেও উঠেছিল। তবে কয়েকদিনের মধ্যে ভারতের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে গরম কমে আসতে পারে। এছাড়া চলমান তাপপ্রবাহ আরো দুইদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এসময় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি থেকে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার বিহারে মারা গেছেন ১৪ জন। এর মধ্যে নির্বাচনি কাজে যুক্ত ১০ জন রয়েছেন। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ ধাপে শনিবার বিহারের কিছু অংশে ভোট হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তীব্র গরমের মধ্যে শুক্রবার একজন নিরাপত্তাকর্মীসহ মোট নয়জন নির্বাচনি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। রাজ্যের মেডকিল কলেজের অধ্যক্ষ আর বি কমল বলেছেন, ‘অসুস্থদের জন্য যখন হাসপাতালে আনা হয়, তখন সবাই তীব্র জ্বরে আক্রান্ত ছিলেন। এটা হিটস্ট্রোকের কারণেও হতে পারে। নির্বাচনি দায়িত্ব পালনে যুক্ত ছিলেন এমন আরো ২৩ জনকে আমরা এখন চিকিৎসা দিচ্ছি।’ বৃহস্পতিবার ওড়িশার সরকারি হাসপাতালে দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনি কর্মকর্তাদের বাইরে কাজ না করার পরামর্শ দিয়েছে ওড়িশা সরকার। এর বাইরে বিহারের প্রতিবেশি ঝাড়খ-েও তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সূত্র : রয়টার্স, এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার
দুই দিনের রিমান্ড শেষে নোয়াখালী-৪ সাবেক এমপি একরামুল কারাগারে
নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
চৌগাছায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ বন্ধ, বিপাকে গ্রাহকরা
ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে রাষ্ট্রের টাকার অপচয় করেছে আওয়ামী সরকার- বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামীম
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার চক্রান্ত রুখে দিতে হবে -ইসলামী আইনজীবী পরিষদ
ঐক্যবদ্ধ্য ভাবে চাঁদাবাজির মূল উৎসগুলো উৎপাটন করতে হবে ..সোনারগাঁওয়ে এস এম ওয়ালিউর রহমান আপেল
কেনাকাটা করতে গিয়ে বিপত্তি, খোদ ফরাসি রাষ্ট্রদূতের মোবাইল চুরি চাঁদনি চকে!
‘ছাত্র-জনতা দুস্কৃতিকারী’ বলার পুরস্কার সদর দফতরের অতিরিক্ত আইজিপি!
কেমন শিক্ষাঙ্গন চায় জানতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়
পালিয়ে বিয়ে করে হয়রানির শিকার হয়েছিলেন কোক স্টুডিও তারকা
ব্রাহ্মণপাড়ায় সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
ইসরাইলকে জব্দ করতে সামরিক বাজেট ৩ গুন বাড়াচ্ছে ইরান
ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. কামরুল
৫ আগষ্ট আওয়ামী লীগের পতন তাদের দোসররা এখনো ঘাপটি মেরে আছে তাই সজাগ থাকতে হবে - বাদশা
শেরপুরে সেনাবাহিনী-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের যৌথ অভিযানে ২ নারী গ্রেপ্তার গাঁজা-ইয়াবাসহ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার
পরিকল্পিতভাবে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যার অভিযোগ করলেন মাসুদ সাঈদী
সোনাইমুড়ীতে জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলন