ঢাকা   বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | ১৫ কার্তিক ১৪৩১
যুদ্ধবিরতি নিয়ে অন্তর্দ্বন্দ্ব সরকারে রাফা ক্রসিং থেকে সেনা প্রত্যাহার করতে বলল মিশর :: মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ :: সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১২

‘ফাঁদে’ পড়েছেন নেতানিয়াহু!

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৪ জুন ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:০৬ এএম

শক্তিশালী সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম নিয়ে হামাসের বিরুদ্ধে সর্বাত্মক হামলা শুরু করেছিল ইসরাইল। তবে দীর্ঘ আট মাসেও বাগে আনতে পারেনি হামাসকে। উপরন্তু যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে পরিষ্কারভাবে ফাঁদে পড়ে গেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত বছরের অক্টোবরে যে তিনটি লক্ষ্যকে সামনে রেখে ইসরাইল গাজায় হামলা শুরু করেছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, গাজা থেকে হামাসকে নির্মূল করা এবং হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করা। কিন্তু দীর্ঘ আট মাস সময় পার হলেও এতে বলার মতো সাফল্য পায়নি ইসরাইল। এ পর্যন্ত তাদের হামলায় প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হলেও তাদের মধ্যে সিংহভাগই ফিলিস্তিনের বেসামরিক নাগরিক। বরং হামাস তার শক্তি দেখাতে কয়েকদিন আগেই ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে বন্দী বা জিম্মি মুক্তির বেলাতেও বলার মতো কোনো সাফল্যই নেই ইসরাইলি বাহিনীর।
এ অবস্থায় চলমান সংঘাতে যুদ্ধবিরতির দাবি উঠছে বিশ্বজুড়েই। এমনকি ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে একটি প্রস্তাবনা পেশ করেছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরাইলের পক্ষ থেকে তিনি প্রস্তাবটি দিয়েছেন। হামাসকে তিনি প্রস্তাবটি মেনে নেয়ার আহ্বান জানান। বাইডেনের প্রস্তাব বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি হামাস এবং ইসরাইলের বিরোধী দলগুলোও স্বাগত জানায়। কিন্তু খোদ ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই তা প্রত্যাখ্যান করে বসেন। তিনি বলেন, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবেন না। এমনকি তার মন্ত্রিসভার দুই সদস্য ঘোষণা দেন, যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নেয়া হলে তারা পদত্যাগ করবেন।
এ অবস্থায় নেতানিয়াহু পরিষ্কারভাবে ফাঁদে পড়ে গেছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাক্কারা বলেন, একদিকে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরাইলিরা নেতানিয়াহুকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে চাপ দিচ্ছেন। অন্যদিকে তার জোট সরকারের দুই উগ্রপন্থী মন্ত্রী পদত্যাগের হুমকি দিয়ে বলছেন, নেতানিয়াহু এ প্রস্তাব মেনে নিলে তারা সরকার ভেঙে দেবেন। এমনিতেই বর্তমানে নেতানিয়াহুর জোট সরকারের অবস্থান খুবই নড়বড়ে। সেটি ভেঙে গেলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যাবে। আবার যুদ্ধ বন্ধ হলে নতুন নির্বাচনের দাবি উঠবে দেশটিতে। ফলে বাইডেনের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে খতিয়ে দেখতে হচ্ছে তাকে।
অন্যদিকে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ায় প্রচুর আর্থিক ক্ষতির মুখেও পড়েছে ইসরাইল। যুদ্ধ দীর্ঘ হলে ক্ষতির তালিকাও দীর্ঘ হবে। সাম্প্রতিক প্রেক্ষাপটে অনেক দেশই ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটিও ইসরাইলের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ। সব মিলিয়ে বড় ধরনের চাপ ও ফাঁদের মুখে পড়ে গেছেন নেতানিয়াহু!
রাফা ক্রসিং থেকে সেনা প্রত্যাহার করতে বলল মিশর : গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তের রাফা ক্রসিং দিয়ে ফের ত্রাণ তৎপরতা শুরু করার জন্য এর ফিলিস্তিনি পাশ থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার চায় মিশর। রোববার কায়রোতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও মিশরের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে, এই বৈঠকে মিশর নিজেদের দাবিতে অনড় ছিল বলে দেশটির দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
মে মাসে রাফা শহরে আক্রমণ শুরু করার সময় ইসরাইল এই ক্রসিংটির ফিলিস্তিনি পাশটি দখল করে নেয়, পরে তারা গাজার সঙ্গে মিশরের পুরো সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এতে ক্ষুব্ধ মিশর এই গুরুত্বপূর্ণ ক্রসিংটিতে ইসরাইলের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের হুমকি দেয়। মিশরের ওই দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ক্রসিংটি ফের চালুর বিষয়ে কোনো চুক্তি না হলেও রোববারের বৈঠকটি ইতিবাচক ছিল। বৈঠকে মিশরের প্রতিনিধিরা বলেছেন, যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাজ ফের শুরু করতে রাজি হয় তবে তাদের কার্যক্রম তদারকি করার জন্য সীমান্তটি ইউরোপীয় পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে। এর জবাবে ইসরাইলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাফা ক্রসিংয়ের কার্যক্রমের বাধাগুলো অপসারণে তারা দ্রুত কাজ করবেন।
মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ : মালদ্বীপে ইসরাইলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গাজা উপত্যকায় ইসরাইলি অব্যাহত হামরার প্রতিবাদে দ্বীপ দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্টের অফিস রোববার এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু মন্ত্রিসভার সুপারিশ অনুসরণ করে ইসরাইলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।’ এ সিদ্ধান্তের মধ্যে মালদ্বীপে ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় আইন সংশোধন এবং এসব প্রয়াসে নজরদারি করার জন্য একটি মন্ত্রী পরিষদ সাব-কমিটি গঠন করার কথাও রয়েছে।
ওই নিষেধাজ্ঞা ছাড়াও মুইজ্জু ফিলিস্তিনিদের প্রয়োজন মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করবেন, ফিলিস্তিনি উদ্বাস্তু-বিষয়ক জাতিসঙ্ঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) সহায়তার লক্ষ্যে তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করবেন। মালদ্বীপের এই সিদ্ধান্তের পর ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের এবং সেইসাথে অন্যান্য দেশের নাগরিকদের মালদ্বীপ সফর এড়ানোর সুপারিশ করেছে। ইসরাইল একইসাথে মালদ্বীপ ত্যাগ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা সেখানে বিপদে পড়লে তাদের সহায়তা করা কঠিন হবে। গত বছর মালদ্বীপের বিলাসবহুল পর্যটন হটস্পটগুলোতে প্রায় ১১ হাজার ইসরাইলি সফর করেছে। মালদ্বীপের মোট পর্যটকের মধ্যে ইসরাইলিদের হার ছিল ০.৬ ভাগ।
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১২ : সিরিয়ার আলেপ্পো শহরের আশেপাশে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে সরকারপন্থি অন্তত ১২ যোদ্ধা নিহত হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটলো।
সামরিক সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে আলেপ্পোর উত্তরে হাইয়ান শহরে ইসরাইলি বিমান হামলায় একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, এই হামলায় সিরীয় ও বিদেশি নাগরিকসহ ১২ ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস পর্যবেক্ষক সংস্থাটির কার্যালয় ব্রিটেনে হলেও, সিরিয়ায় তাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে। সংস্থাটি জানিয়েছে, হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ ও আহতদের চিকিৎসার জন্য ঘটনাস্থলে উদ্ধারকারী ও দমকল বাহিনী মোতায়েন করা হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মধ্যরাতের পর ইসরাইলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ-পূর্ব দিকের বেশকিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুসারে, গত ২৯ মে সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের পাশাপাশি উপকূলীয় শহর বানিয়াসে ইসরাইলি বিমান হামলায় এক শিশু নিহত ও ১০ বেসামরিক লোক আহত হয়। সূত্র : নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা, টাইমস অব লন্ডন, রয়টার্স।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নোয়াখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত তরুণীর মৃত্যু

নোয়াখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত তরুণীর মৃত্যু

অধ্যক্ষ নিয়োগে ফুঁসে উঠেছে রংপুর মেডিকেল কলেজ

অধ্যক্ষ নিয়োগে ফুঁসে উঠেছে রংপুর মেডিকেল কলেজ

'দেশ নতুনভাবে সংস্কার করে জনগণের ইচ্ছে স্বাধীন ভোট নিশ্চিত করতে চাই' : জাকের পার্টির মহাসচিব

'দেশ নতুনভাবে সংস্কার করে জনগণের ইচ্ছে স্বাধীন ভোট নিশ্চিত করতে চাই' : জাকের পার্টির মহাসচিব

বুকের ব্যাথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু

বুকের ব্যাথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু

তালায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

তালায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

শহীদের রক্ত ইসলামের বিজয় নিশ্চিত করবে - মুহাম্মদ শাহজাহান

শহীদের রক্ত ইসলামের বিজয় নিশ্চিত করবে - মুহাম্মদ শাহজাহান

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে : কুমিল্লায় জামায়াতের সেক্রেটারি জেনারেল

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে : কুমিল্লায় জামায়াতের সেক্রেটারি জেনারেল

নিজের বিচার দাবিতে স্লোগান শুনে ‘হাততালি’ দিলেন সাবেক এমপি একরাম চৌধুরী

নিজের বিচার দাবিতে স্লোগান শুনে ‘হাততালি’ দিলেন সাবেক এমপি একরাম চৌধুরী

শেরপুরে দুই মোটরসাইকেলের ওভারটেকিং করতে গিয়ে নারীর মৃত্যু  আহত ৩

শেরপুরে দুই মোটরসাইকেলের ওভারটেকিং করতে গিয়ে নারীর মৃত্যু আহত ৩

টানা দ্বিতীয়াবার সাফের মুকুট জিতল বাংলাদেশ

টানা দ্বিতীয়াবার সাফের মুকুট জিতল বাংলাদেশ

বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ

বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ

জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক

জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক

'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'

'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'

আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক

আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক

ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো

ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই

ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই

বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত

বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত

‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’

‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’

কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা