একদিনেই উধাও ৪৫ লাখ কোটি রুপি!
০৬ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৬ জুন ২০২৪, ১২:০৩ এএম
লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার দিনে ভারতের পুঁজিবাজারে ব্যাপক ধরপতন হয়েছে। একদিনেই শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেছে ৪৫ লাখ কোটি রুপি। মূলত বুথফেরত জরিপের ভুল তথ্যেরই খেসারত দিয়েছে পুঁজিবাজার।
ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট নেওয়া হয় ১ জুন, শনিবার। তার পরপরই দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থা বুথফেরত জরিপ প্রকাশ করে। সেসব জরিপে ক্ষমতাসীন দল বিজেপির আরও শক্তিশালী হয়ে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কথাই বলা হয়। এতে সোমবার শেয়ারবাজারের সূচক বাড়তে থাকে হু হু করে। সোমবার ভারতের শেয়ারবাজার সেনসেক্সের পয়েন্ট বেড়েছিল ২৫০৭ পয়েন্ট। নিফটিও সেদিন ৭৩৩.২০ শতাংশ বেড়ে সর্বকালীন উচ্চতা স্পর্শ করেছিল। একদিনেই বিনিয়োগকারীরা ঘরে তুলেছিলেন ১৪ লাখ কোটি রুপি।
তবে মঙ্গলবার ফল ঘোষণার দিন সেই বুথফেরত জরিপ অনেকটাই ভুল সাব্যস্ত হয়। সকাল থেকে সেই ধারা লক্ষ্য করে দ্রুত কমতে থাকে শেয়ারবাজারের সূচক। সেনসেক্সে সূচক নামে ছয় হাজার পয়েন্ট, অন্যদিকে নিফটিতে সূচক নামে দুই হাজার পয়েন্ট। মূলত বিজেপি ঘনিষ্ঠ বড় বড় কোম্পানির শেয়ারদরের পতনে বাজারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ডাবর, ম্যারিকো, হিন্দুস্তান ইউনিলিভার, হিরো মোটোকর্প ইত্যাদির মতো শেয়ারের মূল্যবৃদ্ধিও যে পতনের সামাল দিতে পারেনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, মঙ্গলবার সকালের দিকেই ভোটের ফল অনেকটাই আঁচ করতে থাকেন বিনিয়োগকারীরা। এর বড় ধরনের প্রভাব পড়ে শেয়ারবাজারে। তাই দিনের লেনদেন শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যেই বিনিয়োগকারীরা প্রায় ২০ লাখ কোটি রুপি হারিয়ে বসেন। পুরো দিন একই হারে না কমলেও দিন শেষে পরিমাণটি গিয়ে দাঁড়ায় ৪৫ লাখ কোটি রুপিতে।
ভারতের বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, সোমবার বুথফেরত জরিপের প্রভাবেই ঊর্ধ্বমুখী হয়েছিল সেনসেক্স ও নিফটি। সে সময়েই তারা আশঙ্কা করেছিলেন, বুথফেরত জরিপের সঙ্গে ভোট গণনার ফল না মিললে বাজারে ব্যাপক পতন হতে পারে। তাদের সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়।
অপর এক খবরে বলা হয়, ভারতের লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ল আদানি গোষ্ঠীর শেয়ার। কেন্দ্রের মোদি সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল আদানি গোষ্ঠী। লোকসভা ভোটের ফল প্রকাশের পর আদানি গোষ্ঠীর শেয়ারে পতন উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, আদানি গোষ্ঠীর অধিনস্থ ১০টি কোম্পানির শেয়ারের দর ৩ লক্ষ ৬৪ হাজার কোটি রুপি কমেছে। শেয়ার বাজার যখন বন্ধ হয়, তখন আদানি পোর্টের শেয়ারের দর ২১.২৬ শতাংশ কমেছে। পাশাপাশি আদানি এনার্জির শেয়ার কমেছে ২০ শতাংশ। সেইসঙ্গে আদানি গ্রিন এনার্জির শেয়ারের দরও ১৯.২০ শতাংশও কমেছে। আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম কমে ১৮.৮৮ শতাংশ। আদানি পাওয়ারের শেয়ার ১৭.২৭ শতাংশ ও অম্বুজা সিমেন্টের শেয়ার ১৬.৮৮ শতাংশ কমেছে। শোচনীয় অবস্থা আদানি উইলমার ও এসিসির শেয়ারেরও। এসিসির শেয়ারের দর কমেছে ৯.৯৮ শতাংশ। অন্যদিকে আদানি উইলমারের শেয়ারের দর কমেছে ১৪,৭১ শতাংশ। ১০টি কোম্পানির মধ্যের আটটির শেয়ারের দরই তলানিতে এসে ঠেকেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে কেন্দ্রে মোদি ক্ষমতায় আসার পর ফুলেফেঁপে ওঠে আদানি গোষ্ঠী। ২০১৪ সালে যখন আদানি ক্ষমতায় এসেছিল, তখন আদানি গোষ্ঠীর নথিভুক্ত আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট ও আদানি পাওয়ারের শেয়ার ছিল ১ লক্ষ ৩০ হাজার কোটি রুপি। এরপর ২০১৯ সালে আদানি গোষ্ঠীর পাঁচটি কোম্পানির শেয়ার নথিভুক্ত হয়েছিল। আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি পোর্ট ছাড়াও আদানি গ্রিন ও আদানি এনার্জির শেয়ার নথিভুক্ত ছিল।
সেই বছর আদানি গোষ্ঠীর শেয়ার বাজারের দর ১ লক্ষ ৮১ হাজার কোটি রুপি। এরপর আদানি গোষ্ঠীর শেয়ারের দরে আকস্মিক উত্থান হয়েছিল। একটা সময়ে হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর আদানির শেয়ারে পতন হয়েছিল। যদিও এরপরে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছিল আদানি গোষ্ঠীর শেয়ার। সূত্র : এবিপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন
শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি
আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ
ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে
রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়
উষ্ণায়নের প্রভাবে মাউন্ট ফুজিতে তুষারপাতে বিলম্ব