নীতিমালা ভাঙলে সুপারমার্কেটকে ১০০ কোটি ডলার জরিমানা
২৯ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৯ জুন ২০২৪, ১২:০৪ এএম
অস্ট্রেলিয়ার কয়েকটি বড় সুপারমার্কেট চেইনের বিরুদ্ধে সম্প্রতি উৎপাদনকারীদের কম মূল্যে পণ্য সরবরাহে বাধ্য করার অভিযোগ উঠেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন দেশটির পাইকারি বিক্রেতা ও সরবরাহকারীরা। এ সমস্যা নিরসনে সুপারমার্কেট পরিচালনসংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান সরকার। নীতিমালা না মানলে সুপারমার্কেটগুলোকে ১০০ কোটি ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
সরকারি সূত্রে জানা গেছে, দেশটির সাবেক প্রতিযোগিতামন্ত্রী ক্রেইগ ইমারসন সম্প্রতি উল্লেখ করেন, সুপারমার্কেট মার্কেটগুলোর কর্তৃপক্ষ ও সরবরাহকারীদের মধ্যে দাম নির্ধারণের ব্যাপারে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে গেছে। প্রচলিত নীতিমালা এর কোনো সমাধান করতে পারছে না। এ অবস্থা নিরসনে নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। অস্ট্রেলিয়ায় পরিচালন নীতিমালা অনুসরণের বিষয়টি ঐচ্ছিক। পাইকারি বিক্রেতা মেটক্যাশসহ উলওর্থ, কোলস, এএলডিআইয়ের সুপারমার্কেট চেইনগুলো বর্তমানে বার্ষিক ৫০০ কোটি অস্ট্রেলিয়ান ডলারের (৩৩০ কোটি ডলার) বেশি মুনাফা করে। মূলত এসব কোম্পানিকে লক্ষ্য করেই নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার সুপারমার্কেট বিশ্বের অন্যতম কেন্দ্রীভূত বাজার। উলওর্থ ও কোলস একসঙ্গে অস্ট্রেলিয়ার দুই-তৃতীয়াংশ মুদিপণ্য বিক্রি করে। সম্প্রতি দেশটির সরকার এ খাতে ছয়টি তদন্ত পরিচালনা করে। প্রতিযোগিতা মন্ত্রণালয়ের প্রতিবেদনটিও এরই অংশ।
নতুন নীতিমালার আওতায় কোম্পানিগুলোর বার্ষিক মুনাফার ১০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। ২০২৩ সালে উলওর্থ খাদ্যপণ্য বিক্রি করে ৪ হাজার ৮০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার, কোলস ৩ হাজার ৭০০ অস্ট্রেলিয়ান ও মেটক্যাশ ১ হাজার অস্ট্রেলিয়ান মুনাফা করেছে। তবে এএলডিআই তাদের আয়ের বিবরণী প্রকাশ করেনি।
এদিকে যৌথ এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রীয় মুরে ওয়াট, প্রতিযোগিতামন্ত্রী অ্যান্ডে লেইঘ ও কোষাধ্যক্ষ জিম চ্যালমার্স বলেন, ‘নতুন সিদ্ধান্ত ভোক্তা ও কৃষকদের স্বার্থে নেয়া হয়েছে।’ অন্যদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করতে কেন্দ্রীয় সরকার আইন পাসকে প্রাধান্য দেবে।’ এদিকে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে কোম্পানিগুলো। উলওর্থ ও কোলসের প্রতিনিধিরা জানান, ‘আমরা টেকসই মুদিবাজার তৈরিতে সরকারি পদক্ষেপকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রতিযোগিতা মন্ত্রণালয়ের প্রতিবেদনের সুপারিশ বিবেচনায় নেয়া হবে।’ এএলডিআইয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্তের সঙ্গে তারা একমত। এ মুহূর্তে আমরা সুপারিশগুলো খতিয়ে দেখছি।’ মেটক্যাশের একজন মুখপাত্রও একই ধরনের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মারস ফেডারেশন বলছে, নতুন সিদ্ধান্তের ফলে মুদিপণ্য সরবরাহকারীদের দরকষাকষির ক্ষমতা আরো বাড়বে। সূত্র : ফাইন্যান্সিয়াল টাইমস।
সাঁতার কেটে, নিজের বিছানায় ঘুমিয়ে অ্যাসাঞ্জের স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা
ইনকিলাব ডেস্ক : দীর্ঘ ১৪ বছর পর বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। শত প্রতিকূলতা পেরিয়ে এবার তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে প্রত্যাশা তার স্ত্রীর। স্ত্রী স্টেলা বলেন, ‘অ্যাসাঞ্জ ১৪ বছর পর প্রথমবারের মতো মুক্ত জীবনে ফিরে এসেছেন। এক্ষেত্রে তিনি প্রতিদিন সাগরে সাঁতার কাটার পরিকল্পনা করছেন। একইসাথে তিনি নিজের বিছানায় ঘুমাতে চান, ভালো খাবার খেতে চান। স্বাধীনতা উপভোগ করতে চান’।
এর আগে দীর্ঘ লড়াইয়ের পর মার্কিন আদালতে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকারের চুক্তিতে পৌঁছান অ্যাসাঞ্জ। পরে যুক্তরাষ্ট্রের অধীনে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
এরপর চুক্তি অনুযায়ী অভিযোগ স্বীকারও করে নেন অ্যাসাঞ্জ। পরবর্তীতে ক্যানবেরা বিমানবন্দরে পৌঁছালে সেখানে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়।
এসময় বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা বলেন, ্রমুক্ত হয়ে নিজেকে ফিরে পেতে এবং স্বাধীনতায় অভ্যস্ত হতে জুলিয়ানের কিছুটা সময় লাগবে।গ্ধ এক্ষেত্রে তার স্বামীকে বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার সুযোগ দিতে তিনি জনসাধারণের কাছে অনুরোধ করেন। ২০২২ সালে লন্ডনের বেলমার্শ কারাগারে বিয়ে করেন জুলিয়ান-স্টেলা দম্পতি। সূত্র : সিএনএন।
একসঙ্গে তাদের দুই সন্তান রয়েছে। স্ত্রী জানান, ্রসন্তানেরা ওদের বাবা বাড়িতে আসছেন শুনে বেশ উচ্ছ্বাসিত হয়েছে।গ্ধ
৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের যেসব গোপন তথ্য উইকিলিকস প্রকাশ করেছে, তা মানুষের জীবন বিপন্ন করার জন্য দায়ী। এ অভিযোগে গত পাঁচ বছর ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ। এই পুরোটা সময়জুড়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেছেন।
যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস আগেই জানিয়েছিল, চুক্তি মোতাবেক দোষ স্বীকারের পর অ্যাসাঞ্জকে আর মার্কিন কারাগারে সময় কাটাতে হবে না। কারণ এই অভিযোগে ইতোমধ্যেই তিনি লন্ডনের কারাগারে ৫ বছর বন্দি থেকেছেন। এ ৫ বছর কারাবন্দি থাকার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় নিয়ে, দোষ স্বীকারের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। সূত্র : সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন
‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’
আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের পলাতক নেতার নৈশভোজ
এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু ও সা. সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ