ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণে ৪ ইসরাইলি সৈন্য নিহত ফের যুদ্ধের বিস্তার উত্তর গাজায়
৩০ জুন ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ৩০ জুন ২০২৪, ১২:০৮ এএম
ট্যাঙ্কসহ আগ্রাসী বর্বর বাহিনীর প্রবেশ ও হাজার হাজার আতঙ্কিত বেসামরিক মানুষকে পালিয়ে যেতে বাধ্য করার পর গাজা শহরের উত্তরে শুজাইয়া পাড়ায় ইসরাইলি বাহিনীর সাথে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয় ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা শুজাইয়ায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটায় যাতে এতে চার ইসরাইলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়।
তিনি যোগ করেছেন যে বিস্ফোরক ডিভাইসটি একটি এফ-১৬ ক্ষেপণাস্ত্র যা বিস্ফোরিত হয়নি এবং ইসরাইলি যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণের পরে অক্ষত পাওয়া গেছে। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র এবং ছোট অস্ত্রের গুলি দিয়ে আক্রমণে ‘হত্যা ও আহত’ করার সময় ‘হিংসাত্মক সংঘর্ষ’ চালিয়ে যাচ্ছে।
আগের দিন, ইসরাইলি বাহিনী তীব্র বিমান ও কামান হামলা শুরু করে এবং যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় সাঁজোয়া যান পাঠায়। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা গ্রীষ্মের তীব্র উত্তাপে ধ্বংসস্তূপযুক্ত রাস্তায় তাদের সামান্য জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে চলে যায়। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেছেন, ইসরাইল বৃহস্পতিবার থেকে গাজা শহর থেকে কমপক্ষে ৬০ হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে।
শুক্রবার শুজাইয়া সৈন্যদের হত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে সংঘর্ষে একজন সৈন্য নিহত এবং নয়জন আহত হয়েছে।
গাজা যুদ্ধের শুরু থেকে ইসরাইলকে কত যুদ্ধাস্ত্র দিল যুক্তরাষ্ট্র : গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরাইলে বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। এর মধ্যে বিধ্বংসী ২০০০ পাউন্ডের ১০ হাজারেরও বেশি বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। অস্ত্র চালানের একটি আপডেট তালিকার ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমোদন নেই এমন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, গত অক্টোবরে গাজা যুদ্ধের শুরু এবং সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইসরাইলে কমপক্ষে ১৪ হাজারটি ২০০০ পাউন্ডের এমকে-৮৪ বোমা, সাড়ে ৬ হাজারটি ৫০০ পাউন্ডের বোমা, ৩ হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র, এক হাজার বাংকার বাস্টার বোমা, ২ হাজার ৬০০টি ছোট-ব্যাসের বোমা এবং অন্যান্য অস্ত্র পাঠিয়েছে।
তবে এসব চালান কখন হয়েছে এ বিষয়ে কোনো তথ্য জানাননি কর্মকর্তারা। অস্ত্রের মোট সংখ্যা থেকে এটি স্পষ্ট যে, অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং সম্প্রতি মার্কিন প্রশাসনের ইসরাইলের জন্য শক্তিশালী বোমার একটি চালান স্থগিত করার সিদ্ধান্ত সত্ত্বেও মিত্রদের জন্য মার্কিন সামরিক সহায়তা সরবরাহে উল্লেখযোগ্য কোনো বিরতি হয়নি।
এ বিষয় সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেছেন, ‘যদিও একটি বড় সংঘাতে এই সংখ্যক অস্ত্র তুলনামূলকভাবে দ্রুতই শেষ হয়ে যেতে পারে, তবে এই তালিকাটি স্পষ্টভাবে ইসরাইলি মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য পর্যায়ের সমর্থনকেই প্রতিফলিত করে।’ তিনি আরো বলেন, তালিকাভুক্ত এ ধরনের অস্ত্রশস্ত্রগুলো হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বা হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ব্যবহার করতে পারে ইসরাইল। সরবরাহকৃত অস্ত্রের এ সংখ্যা নিয়ে করা প্রতিবেদনে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরাইলে পাঠানো অস্ত্রের সর্বশেষ ও বিস্তৃত পরিসংখ্যান রয়েছে। ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সীমান্তে গুলি বিনিময় করছে। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রয়টার্স জানিয়েছে, অস্ত্রের চালানের বিষয়ে হোয়াইট হাউজ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। ওয়াশিংটনে ইসরাইলের দূতাবাসও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। মার্কিন কর্মকর্তাদের একজন বলেছেন, এই চালানগুলো গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলে পাঠানো অস্ত্রের একটি বড় তালিকার অংশ। বাইডেন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বুধবার সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন ৭ অক্টোবর থেকে ইসরাইলে ৬.৫ বিলিয়ন মূল্যের নিরাপত্তা সহায়তা পাঠিয়েছে।
ওয়াশিংটন ইসরাইলের জন্য নির্ধারিত অস্ত্র আটকে রেখেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এমন দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ কথা বারবার অস্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে অস্ত্রের চালান পাঠানোয় কিছু ‘বাধা’র কথা স্বীকার করেছেন তারা।
গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় শক্তিশালী ২০০০ পাউন্ড বোমার প্রভাব নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে এই বোমার একটি চালান স্থগিত করেছে বাইডেন প্রশাসন। তবে মার্কিন কর্মকর্তারা জোর দিয়েই বলেছেন, অন্যান্য সব অস্ত্র সরবরাহ স্বাভাবিক হিসেবেই চলতে থাকবে। ২০০০ পাউন্ডের একটি বোমা পুরু কংক্রিট এবং ধাতু ভেদ করে বিস্ফোরণের ব্যাসার্ধ তৈরি করতে সক্ষম। সূত্র : আল-জাজিরা ও রয়টার্স।
#
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসলামী রাষ্ট্র গঠিত হলে পূর্ণাঙ্গ মানবাধিকার প্রতিষ্ঠিত হবে : মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী
শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -জাতীয় শিক্ষক ফোরাম
ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আলোচনা সভা, মুসলিম উম্মাহর ঐক্য চান আলোচকরা
বিনা ভোটের সরকার দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে পাচার করেছে - সাঈদ সোহরাব
গণহত্যায় জড়িত পুলিশের তালিকা হচ্ছে
'নিজ জন্মভূমি ভারতেই অপমানিত হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর'
জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা করলো ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা
বিএনপি-র নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদের বংশাল এলাকায় পথসভা
সভা-সমাবেশ নিষিদ্ধ হলো কাকরাইল ও এর আশপাশের এলাকায়
জিশান-সাইফউদ্দিন ঝড়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের
সাভার সার্কেল পুলিশের সাবেক এএসপি শাহিদুল কারাগারে
চট্টগ্রামে বই পড়ে ৫ হাজার ৫০৩ শিক্ষার্থীর পুরস্কার লাভ
বিএনপি জনগনের সাথে ছিল আছে এবং থাকবে - ফরিদুল কবীর তালুকদার শামীম
গোদাগাড়ীতে কোচিং সেন্টারের পরিচলক এক ছাত্রীর সাথে আপত্তিকর দেখে এলাকাবাসী অবরুদ্ধ করে থানা পুলিশের হাতে তুলে দেন।
'মানুষের গণতন্ত্র, ন্যায় বিচার ও জাতীয় স্বার্থ রক্ষা করাই হচ্ছে গণঅধিকার পরিষদের মূল লক্ষ্য' - গণঅধিকার পরিষদ
জাতির জনক ট্যাগ ব্যবহার করে ফ্যাসিজমের প্রতিষ্ঠা করা হয়েছিলো- ড.সলিমুল্লাহ খান
আনুপাতিক হারে সংসদ নির্বাচনের দাবি সংস্কারের নামে কুসংস্কার বাংলাদেশ খেলাফত আন্দোলন
সিলেট সীমান্ত হয়ে ভারতে পালাতে যেয়ে ধরা খেলেন এক আ'লীগ নেতা !
নির্বাচনে জিততে যেভাবে ধর্মকে ব্যবহার করছেন ট্রাম্প
আগামীদিনের রাজনীতি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি