রাজস্থানের ৪ লোকসভার ৩১টি বুথে শূন্য বিজেপি! দলকে ভোট দেননি বুথ সভাপতিরাও
১০ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ জুলাই ২০২৪, ১২:০৪ এএম

বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হওয়া যেমন গর্বের, তেমনই লজ্জার তার শূন্য পাওয়া। এবার সেই লজ্জার নজির গড়ল বিজেপি, যারা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সঙ্গীদের হাত ধরে সরকার গঠন করল। তথ্য বলছে ভারতের ৪ লোকসভার ৩১টি বুথে শূন্য পেয়েছে বিজেপি। পরিস্থিতি এতটাই খারাপ যে নিজের দলের বুথ সভাপতি পর্যন্ত ভোট দেয়নি বিজেপিকে। পাশাপাশি আরও ৭টি লোকসভার ৩৩টি বুথে মাত্র ১টি করে ভোট পেয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে হিন্দি সংবাদ মাধ্যম ‘দৈনিক ভাস্কর’। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল রাজস্থানের ৪ লোকসভা কেন্দ্র সিকার, ঝুনঝুন, জয়পুর ও বাড়মের-জয়সলমেরের ৩১টি বুথে একটিও ভোট পায়নি। অথচ এই চার কেন্দ্রের মধ্যে জয়পুর কেন্দ্রে জয়লাভ করেছে গেরুয়া শিবির। রাজস্থানের ২৫টি লোকসভা আসনের মধ্যে ১৪ টি আসনে জয় পেয়েছে বিজেপি। তবে বুথভিত্তিক যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা বিজেপির জন্য রীতিমতো উদ্বেগের। দেখা যাচ্ছে, রাজস্থানের ঝুনঝুন লোকসভা কেন্দ্রের পিলানির ৮৪ নম্বর বুথে একটিও ভোট পায়নি গেরুয়া শিবির। সিকার লোকসভা কেন্দ্রের দান্তারামগড়ের ৩২ নম্বর বুথেও একই হাল। জয়পুরের হাওয়ামহল বিধানসভার ১২৯ নম্বর বুথেও এবার ৩৯৭টি ভোট পড়েছে যার মধ্যে ৩৯২টি ভোট পেয়েছে ইন্ডিয়া জোট, অন্যান্যরা পেয়েছে ৫টি ভোট। এখানেও শূন্য পেয়েছে বিজেপি। এছাড়া জয়সলমের লোকসভা কেন্দ্রের ২৮টি বুথে একটিও ভোট পায়নি গেরুয়া শিবির। এমন রিপোর্ট প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী বিজেপির বুথ সভাপতিরাও বিজেপিকে ভোট দিচ্ছেন না? সাংগঠনিক দিক থেকে মরুরাজ্যে খুব একটা দুর্বল নয় বিজেপি। ৬ বছর আগেও এখানে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বসুন্ধরা রাজে। সেখানে এতগুলি বুথে বুথ সভাপতিরাও দলকে ভোট না দেয়ায় স্বাভাবিকভাবেই দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে শুধু শূন্য নয়, রাজস্থানের ৭ টি লোকসভা কেন্দ্রের ৩৩টি বুথে ‘এক’ পেয়েছে কেন্দ্রের শাসকদল। ‘দৈনিক ভাস্কর’-এর রিপোর্ট বলছে, আলোয়ার, যোধপুর, জয়পুর, সিকার, দৌসা, ভরতপুর, বাড়মেড়, এই ৭টি লোকসভার ৩৩টি বুথে মাত্র একটি করে ভোট পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ফলে এই কেন্দ্রগুলিতে দলের বুথ সভাপতিরা অন্তত বিজেপিকে ভোটটা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনের অনেক আগেই প্রতিটি বুথে একজন করে বুথ সভাপতি ও তার সঙ্গে ১১ থেকে ২১ জনের টিম গঠন করেছিল বিজেপি। দৈনিক ভাস্কর।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন