হতবাক বিশ্ব নেতৃত্ব
১৫ জুলাই ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ১২:১৩ এএম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। তারা বলছেন ট্রাম্পের ওপর যে হামলা হয়েছে তাতে বৈশ্বিক গণতন্ত্রের জন্য একটি ‘মর্মান্তিক’ ঘটনা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে দেশটির সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলার ঘটনায় তিনি ‘আতঙ্কিত’। এই ঘটনাকে রাজনৈতিক সহিংসতা উল্লেখ করে স্টারমার আরও বলেছেন, আমাদের সমাজে এমন রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন এসব ঘটনা মোকাবিলা করতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আমেরিকানদের জাতি হিসেবে এক থাকার আহ্বানও জানিয়েছেন বাইডেন। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁচে ফেরাকে অলৌকিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, এটা একটা ‘অলৌকিক ঘটনা যে ডনাল্ড ট্রাম্প একটি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। ওই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন মিত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক্সের বার্তায় তিনি বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পেনসিলভ্যানিয়ার নির্বাচনী সমাবেশে গুলি চালানোর বিষয়ে জানতে পেরে আমি হতবাক। এসব সহিংসতার কোনো যৌক্তিকতা নেই এবং পৃথিবীর কোথাও এমন সহিংসতার কোনো স্থান নেই। জেলেনস্কি আরও বলেছেন, ট্রাম্প জীবিত আছেন এটা জানতে পেরে আমি স্বস্তি পেয়েছি এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি। এই হামলায় আহত হওয়ায় আমি তার (ট্রাম্পের) জন্য সমবেদনা প্রকাশ করছি। এছাড়া ওই প্রচারণার সময় যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের আতঙ্কিত না হয়ে সাহসীকতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন জেলেনস্কি। ট্রাম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামলার ওই খবর প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বন্ধু ট্রাম্পের জন্য তার চিন্তার কথা তুলে ধরেন তার পোস্টে। মোদি লেখেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট এবং আমার বন্ধু ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্র এবং রাজনীতিতে হিংসার কোনো স্থান নেই বলেও উল্লেখ করেছেন মোদি। এছাড়াও এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি লেখেন, ‹গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনো স্থান নেই। এখনো পর্যন্ত স্পষ্টভাবে সমস্ত তথ্য না এলেও এটুকু জেনে নিশ্চিত, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর আঘাত গুরুতর নয়। এই সময়টা আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত রাজনীতির প্রতি শ্রদ্ধা রাখার। মিশেল এবং আমি ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি। একইভাবে উদ্বেগ প্রকাশ করে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বলেছেন, ‹পেনসিলভ্যানিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনসভার ঘটনা সম্পর্কে অবগত আমি। তিনি গুরুতর আহত নন, এটা জেনে নিশ্চিন্ত। তার জন্য প্রার্থনা করছি। স্কাই নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করার আগে স্ত্রী মারা যাওয়া প্রসঙ্গে।
দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের