যুদ্ধ বন্ধের সব পথ রুদ্ধ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী : হামাস
২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণকে ‘মিথ্যায় পরিপূর্ণ’ হিসেবে অভিহিত করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, তিনি যুদ্ধবিরতির বিষয়টিকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না। হামাস আরও বলেছে, নেতানিয়াহু যুদ্ধ বন্ধের সব ধরনের তৎপরতাকে ব্যর্থ করে দিয়েছেন। পাশাপাশি তিনি পণবন্দিদের মুক্তির বিষয়ে চুক্তির পথকেও বন্ধ করে দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। এদিকে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের আইপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় গাজা যুদ্ধের বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ লোকজন। এ ছাড়া তারা পণবন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতির লক্ষ্যে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্যও তাদের ক্ষোভ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের সিনেটর ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে দেওয়া ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণকে মার্কিন কংগ্রেসে কোনো বিদেশি প্রতিনিধির দেওয়া ‘সবচেয়ে খারাপ উপস্থাপন’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে সম্প্রতি শুরু হওয়া ইসরাইলি আক্রমণে কমপক্ষে ১২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় শহরটি ছেড়ে পালিয়েছে দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজা যুদ্ধে ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৩৯ হাজার ১৪৫ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। এ ছাড়া আহত হয়েছে আরও ৯০ হাজার ২৫৭ জন। অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের হামলায় নিহত হয় এক হাজার ১৩৯ জন ইসরাইলি। এ ছাড়া বেশকিছু ইসরাইলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস, যাদের মধ্যে বেশ কিছু লোক এখনও তাদের হাতে বন্দি রয়েছে। অপর এক খবরে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার যখন যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিচ্ছেন, তখন শত শত ফিলিস্তিনপন্থী, যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী ক্যাপিটল ভবনের কাছে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এর আগে, নজিরবিহীন কড়া নিরাপত্তায় নেতানিয়াহুর ভাষণের আগে ক্যাপিটল হিলের চারপাশে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা ‘বিশ্বব্যাপী ইহুদিরা ইসরাইলি রক্তাক্ত বর্বরতার নিন্দা জানায়’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত হোক) লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। নেতানিয়াহুর ভাষণের সময় বিক্ষোভকারীদের অনেকে “ফ্রি ফ্রি প্যালেস্টাইন” সেøাগান দিয়ে প্ল্যাকার্ড বহন করে যেখানে লেখা ছিল “নেতানিয়াহুকে গ্রেফতার করো” এবং “ইসরাইলের জন্য সকল সাহায্য বন্ধ করো।” ক্যাপিটল যাবার সড়ক পেনসিলভানিয়া অ্যাভিনিউর দু’ধার দিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে যায়, যারা নেতানিয়াহুর গাড়ি বহর আটকানোর আশায় রাস্তায় বসেছিলেন। ক্যাপিটল ঘিরে স্টিলের তৈরি উঁচু বেড়া স্থাপন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকজন বিক্ষোভকারী নেতানিয়াহুর একটি কুশপুত্তলিকা নিয়ে আসে, যার মাথায় সিং এবং মুখ থেকে কৃত্রিম রক্ত ঝরতে দেখা যাচ্ছিল। এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র আগমনে দেশটির রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভের ঝড় ওঠে। কংগ্রেসের একটি অফিস ভবনে অবস্থান ধর্মঘট হলে সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। আল-জাজিরা, ভয়েস অব আমেরিকা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই