গাজায় পোলিও ভাইরাসে ইউনিসেফের উদ্বেগ
২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় পোলিও ভাইরাস শনাক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির প্রধান এক সাক্ষাতকারে বলেছেন, গাজায় পোলিও ভাইরাস শনাক্ত হওয়ার অর্থ হচ্ছে সেখানে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সেখানের হাজার হাজার শিশু। এছাড়া ওই অঞ্চলটি শিশুদের জন্য অনিরাপদ জনপদ হয়ে উঠছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। অস্ট্রেলিয়া সফরকালে গাজার শিশুদের নিয়ে নিজের শঙ্কা প্রকাশ করেন ইউনিসেফের ওই কর্মকর্তা। অনলাইন দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাকা- চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে সেখানের বেসামরিক বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন যাদের পাশে দাঁড়াতে হিমশিম খাচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মীরা। বিশেষ করে গাজার শিশুদের অবস্থা ভয়াবহভাবে সংকটাপন্ন। প্রতিনিয়ত সেখানের শিশুরা স্বাস্থ্য ঝুঁকির চরম পর্যায়ের দিকে ধাবিত হচ্ছে। এর মধ্যে গাজায় পোলিও ভাইরাসের আলামত শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল। এর আগে অস্ট্রেলিয়াতে দেয়া একমাত্র সাক্ষাৎকারে রাসেল বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশগুলো নিয়ে তার গভীর শঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি বলেছেন- ইউক্রেন, সুদানের সংঘাতের প্রভাব সম্পর্কে আমি উদ্বিগ্ন। তার দাবি নিম্নাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের যেসকল দেশ রয়েছে সেকল অঞ্চলের উঠতি বয়সের তরুণরা চলমান জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ব্যর্থতায় বেশ অধৈর্য হয়ে পড়েছেন। গাজায় পোলিও ভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ইউনিসেফ। সেখানে তারা ওই ভাইরাসটি শনাক্তের কথা জানিয়েছে। সংস্থাটির ওই প্রতিবেদন প্রকাশের পর পরই ক্যাথরিন রাসেল বলেছেন, তিনি গাজার শিশুদের নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বিশ্বকে এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন গোটা বিশ্বই এখন এই ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে বিশ্বকে তিনি আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। গাজায় পোলিও ভাইরাস ছাড়াও অন্যান্য রোগ সম্পর্কে সতর্ক করেছেন রাসেল। তিনি বলেছেন, গাজার বর্তমান অবস্থা বিবেচনা করতে হবে। সেখানে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। ক্যাথরিন রাসেল আরও বলেন, যখন শিশুরা ইতোমধ্যেইক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। গাজার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি অঞ্চলটিকে শিশুদের জন্য বসবাসের অনুপযোগী হিসেবে চিহ্নিত করেছেন। সেখানের উদ্বেগগুলো শুধু কেবলমাত্র সংঘর্ষের সরাসরি প্রভাবের কারণে নয় বরং সেখানের স্বাস্থ্য কেন্দ্রগুলো ধ্বংস বা সমূলে অপসারণ করা হয়েছে এবং সেখানের মানুষকে বারবার বাস্তুচ্যুত করা হচ্ছে বলে উল্লেখ করেছেন ক্যাথরিন। গাজায় বর্তমানে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের কাছে জীবনধারণের ন্যূনতম বস্তুটিও নেই। যার ফলে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি আর নিরাপত্তাহীনতায় রয়েছেন সেখানের সাধারণ বাসিন্দারা। এক্ষেত্রে একাধিকবার ইসরাইলকে সতর্ক করলেও তাতে ধ্বংসযজ্ঞ বন্ধ করেনি দেশটি। গত ৯ মাসে গাজায় যাদের হত্যা করা হয়েছে তাদের উল্লেখযোগ্য একটি অংশ শিশু। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় এ পর্যন্ত গাজায় ইসরাইল ১৬ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে। এছাড়া ২১ হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখনও নিখোঁজ রয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় পোলিও ভাইরাস শনাক্ত গভীর উদ্বেগেরই বটে। গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই