দুই দিক থেকে হামলা হতে পারে ইসরাইলে
০৭ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
মার্কিন গোয়েন্দা ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা অ্যাক্সিওসকে জানিয়েছে যে, ইসরাইলের উপর দুই দিক থেকে হামলা চালানো হতে পারে। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে বৈঠকের বিষয়বস্তুর সাথে পরিচিত সূত্রের মতে, গোয়েন্দারা রিপোর্ট করেছে যে, হামলার একটি তরঙ্গ ইরান থেকে এবং অন্যটি হিজবুল্লাহ থেকে প্রত্যাশিত।
‘একজন মার্কিন কর্মকর্তা বলেছেন যে গোয়েন্দা তথ্য ইঙ্গিত করে যে ইরান এবং হিজবুল্লাহর প্রতিক্রিয়া নিয়ে এখনও ‘পরিকল্পনা চলছে’ এবং উভয়ই ঠিক কী করতে চায় সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি,’ পোর্টালটি লিখেছিল। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহ এবং বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার পর পরিস্থিতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়েছে। হামাস এবং হিজবুল্লাহ এ হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করে এবং সতর্ক করে দেয় যে, তারা প্রতিশোধ নেবে।
গাজায় হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি : অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ইসরাইলের নৃশংস হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭১ জন। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালেও পশ্চিম তীরের জেনিন শহরে ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলছে, প্রায় ৯০ জন অজ্ঞাতপরিচয় ফিলিস্তিনির মৃতদেহ ইসরাইলি বাহিনী নিয়ে গিয়েছিল। সেগুলো ফেরত পাঠিয়েছে তারা। পরে তাদেরকে গণকবরে দাফন করা হয়েছে। ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচে আদ্রেই বলেছেন, ইসরাইলি বাহিনী শুজাইয়া এলাকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৯ হাজার ৬২৩ বেসামরিক নাগরিক। আহত কমপক্ষে ৯১ হাজার ৪৬৯ জন। ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস (পিএইচআর) বলেছে যে- এই সংখ্যাটি ‘১০ মাস সময়ের অন্য যেকোনো সংঘর্ষে’ স্বাস্থ্যসেবার উপর সর্বোচ্চ আক্রমণের পরিমাণ।
পিএইচআর বলেছে, ডাক্তার, রোগী, ক্লিনিক ও স্বাস্থ্য অবকাঠামোর উপর এ হাজারেরও বেশি আক্রমণ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জনস্বাস্থ্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। পিএইচআরের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার গবেষক হোসাম আল-নাহাস বলেছেন, ফিলিস্তিনি অঞ্চলে স্বাস্থ্যের উপর যে ধরনের আক্রমণ হয়েছে এরকম আক্রমণের নজির খুব কমই আছে। তিনি বলেন, এ আক্রমণ কেবল ইট-পাথরের বিল্ডিংগুলোতে আক্রমণ নয়। এ আক্রমণে হাসপাতালের বিছানা, প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচার এবং নারী, পুরুষ, ছেলে-মেয়েদের জীবন কেড়ে নিয়েছে।
শাস্তি দেয়ার অধিকার আছে, হুঁশিয়ারি ইরানের : ইরান জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি চায় না, তবে ইসরাইলকে শাস্তি দেয়ার অধিকার তাদের আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, ‘ইরান মধ্যপ্রাচ্যে স্থায়িত্ব চায়। কিন্তু আগ্রাসনকারীকে শাস্তি দিলেই সেটা সম্ভব।’ কানানি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যেন ইসরাইলকে সাহায্য করা বন্ধ রাখে এবং আগ্রাসনকারীকে শাস্তি দেয়ার বিষয়টি সমর্থন করে।’ ইরান জানিয়েছে, হামাস নেতা হানিয়াকে হত্যা করার দায় ইসরাইলের। ইসরাইল অবশ্য এই দায় স্বীকার করেনি। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল-সহ কয়েকটি দেশ। তবে ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে তাদের ড্রোন হামলার ফলে বৈরুতের কাছে হিজবুল্লা কম্যান্ডারের মৃত্যু হয়েছে।
এর আগে গত এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গনে ইসরাইলের হামলার পর ইরান ইসরাইলের উপর হামলা করে। কিন্তু তাদের প্রায় সব আক্রমণই ইসরাইলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিহত করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডন সেসময় ইসরাইলকে সমর্থন করেছিল। ইরানেরর রেভলিউশনারি গার্ডের শীর্ষ কম্যান্ডার হোসেইন সালামি জানিয়েছেন, ইসরাইলকে উপযুক্ত সময়ে শাস্তি দেয়া হবে। সূত্র : আল-জাজিরা, তাস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
কর না কমালে সুলভ মূল্যে ইন্টারনেট দেয়া সম্ভব হবে না : মন্তব্য খাত সংশ্লিষ্টদের
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের হোতা
কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের রহস্যজনক মৃত্যু
শিক্ষার্থীদের হৈচৈ নিষেধ করায় আটঘরিয়া কলেজ শিক্ষককে মারপিটের অভিযোগ
বগুড়ায় সড়কে কিশোর বাইক চালকের মৃত্যু
যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা
এখানে কেউ ছোট-বড় নই, সবাই আমরা সমান :-ডা.একেএম মাহবুবুর রহমান
মৌলভীবাজাররে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে দুই পক্ষে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন
১৯ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে উইন্ডিজ
মির্জাপুরে নদী তীর কেটে মাটি লুট দুই কারবারির লাখ টাকা জরিমানা
‘‘এই বাংলাদেশে হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকব’’ : হাসনাত আব্দুল্লাহ
পীরগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির শীর্ষক সেমিনার ও প্রদশর্নী
নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার
নানা ভাবে পূনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ