নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার
১৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম
পিএসএলে দল পাওয়ার ব্যাপারে বিপিএলের সতীর্থ ইফতিখার আহমেদের কাছ থেকে আগাম সুখবর পেয়ে গিয়েছিলেন নাহিদ রানা। ইফতিখার চেয়েছিলেন নাহিদকে নিজের দল মুলতান সুলতান্সে নিতে। যে দলের খেলোয়াড়ের পাশাপাশি শুভেচ্ছা দূতও তিনি। তবে ড্রাফট থেকে প্রথম সুযোগেই নাহিদ দলে নেয় পেশোয়ার জালমি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার রংপুর রাইডার্সের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে নাহিদ জানান তার পিএসএলে দল পাওয়ার পেছনের গল্প।
“উনার (ইফতিখার আহমেদ) সঙ্গে পিএসএল ড্রাফটের আগে কথা হয়েছিল। উনি বলছিলেন যে, ‘আমাদের দলে তোমাকে নেওয়ার কথা চলছে।‘ তারপরে তো যতটুকু জানি, আমি বাবর আজম ভাইয়ের দলে আছি। ইফতিখার ভাই সম্ভবত অন্য দলে আছে। তবে উনি বলেছিলেন, উনার দলে নেবে। শেষপর্যন্ত বাবর ভাইয়ের দলে নিয়েছে। যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ্।”
এক বছরেরও কম সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ার নাহিদের। এবারই প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী পেসার। পিএসএল খেলতে গেলে বাবর ছাড়াও মোহাম্মদ হারিস, করবিন বশ, নাজিবউল্লাহ জাদরানরা থাকবেন নাহিদের সতীর্থ হিসেবে।
তবে আন্তর্জাতিক ব্যস্ততা, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও অন্যান্য বাস্তবতা মিলিয়ে আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় টুর্নামেন্টে নাহিদের ছাড়পত্র পাওয়া হবে বেশ কঠিন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ভবিষ্যৎ একপাশে রেখে আপাতত দল পাওয়ার আনন্দই বড় নাহিদের কাছে।
“একটা সুযোগ যে কোনো ক্রিকেটারের জন্য অনেক কিছু। ছোট সুযোগ ক্রিকেটারের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। আমি এই জিনিসটা বড় হিসেবে দেখছি। আমার জীবনে প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। এটাকে বড় সুযোগ হিসেবে দেখছি।”
ড্রাফটের টেবিলে গোল্ড বিভাগ থেকে প্রথম ডাকে স্থানীয় পেসার মোহাম্মদ হাসনাইনকে দলে নেয় মুলতান। ওই ডাকে নিজেদের সুযোগ আসতেই নাহিদকে নিয়ে নেন পেশাওয়ার। বাংলাদেশ তরুণ পেসারকে তখন 'স্পিডস্টার' হিসেবে উল্লেখ করেন দলটির ক্রিকেট পরিচালক ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম।
গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজে স্বাগতিক পাকিস্তানকে ধবলধোলাই করে বাংলাদেশ। সেই সিরিজে গতির ঝড় তোলেন নাহিদ। সবচেয়ে বেশি গতি তুলেছিলেন—ঘণ্টায় ১৫২ কিলোমিটার। পাকিস্তানি ক্রিকেট সংগঠকদের নিশ্চয় ব্যাপারটা মাথায় ছিল।
এছাড়া গত নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও গতির ঝড় তুলে আলোচনায় উঠে এসেছিলেন রানা। ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি ব্যাপারটা দেখেছিলেন খুব কাছ থেকেই। এই স্যামিই আবার পেশোয়ারের কোচ। সব মিলিয়েই নাহিদকে দলে নেওয়ার সুযোগ হয়ত হাতছাড়া করতে চায়নি তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা
‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার