হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার
০৮ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার হামাসের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নতুন প্রধানের নাম ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করেছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে ইসলামি প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন।
গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। একই হামলায় তার একজন দেহরক্ষীও নিহত হয়েছেন। এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান, হিজবুল্লাহ ও হামাস ইসরাইলকেই দায়ী করেছে। ইসরাইল এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। হানিয়া নিহত হওয়ার পর তার পদে কে বসবেন, তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। এতদিন অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ইয়াহিয়া সিনাওয়ারকেই হামাসের প্রধান করা হলো।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ৬১ বছর বয়সী ইয়াহিয়াকে সন্দেহ করে ইসরাইল। সেই ইয়াহিয়াই এখন হামাসের প্রধান। এদিকে, নতুন দায়িত্বের পাশাপাশি সিনওয়ার আগের দায়িত্বও পালন করবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। গাজায় ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে ধারণা করা হয়, তিনি গাজায়ই রয়েছেন।
এদিকে, ইরাকের আল আসাদ সামরিক ঘাঁটিতে হওয়া হামলায় অন্তত পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা ও লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরাইল। এরপর থেকে ইরান ও তার মিত্ররা ইসরাইলে বড় ধরনের হামলা চালাবে, এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ইরাকের মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা ঘটল।
ইরান বলেছে, যুক্তরাষ্ট্র যেহেতু ইসরাইলকে সমর্থন দেয় তাই হানিয়া হত্যার দায়ও তাদের ওপর বর্তায়। ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আল আসাদ বিমানঘাঁটিতে দু’টি কাতিউশা রকেট ছোড়া হয়েছে। রকেটগুলো ঘাঁটির ভেতরে পড়েছে। ইরান হামাস নেতা হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে, কিন্তু এর সঙ্গে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার কোনো সম্পর্ক আছে কি না, তা পরিষ্কার হয়নি। নাম না প্রকাশ করার শর্তে মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামলায় যে পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তারা জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে আহতের এই সংখ্যা জানানো হয়েছে, যে কোনো সময় তা পরিবর্তিত হতে পারে। তাদের মধ্যে এক কর্মকর্তা বলেন, ‘ঘাঁটির লোকজন হামলায় হওয়া ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে দেখছে।’
পেন্টাগন জানিয়েছে, এই হামলার পর সোমবার মার্কিন প্রতিরক্ষমন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই হামলাকে ‘উত্তেজনার এক বিপজ্জনক বৃদ্ধি’ বলে একমত হয়েছেন তারা। সূত্র : আল জাজিরা, দ্য ইন্ডিপেন্ডেন্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে: ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি গঠিত
‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন