দাঙ্গার পর ব্রিটেনব্যাপী বর্ণবাদবিরোধী বিক্ষোভ
০৯ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
লন্ডন, ব্রিস্টল, বার্মিংহাম, লিভারপুল ও হেস্টিংসে বিপুল সংখ্যক বর্ণবাদবিরোধী বিক্ষোভকারী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে রাস্তায় দাঁড়ায়। যুক্তরাজ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে মুসলিম ও অভিবাসীদের ওপর কট্টর-ডানপন্থি গোষ্ঠীগুলোর সহিংস বর্ণবাদী হামলার পর তাদের প্রতিরোধ করতে বুধবার হাজার হাজার বর্ণবাদবিরোধী বিক্ষোভকারী ও পুলিশ দেশটির সড়কগুলোতে অবস্থান নেয়। গত সপ্তাহে ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় তিন শিশু নিহত হওয়ার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এ হামলার গ্রেপ্তার সন্দেহভাজন কিশোর এক্সেল মুগানওয়া রুডাকুবানা ‘মুসলিম শরণার্থী’, অনলাইনে এমন একটি গুজব ছড়ানোর পর যুক্তরাজ্যজুড়ে শহর ও নগরগুলোতে মুসলিম ও অভিবাসী-বিরোধী দাঙ্গা শুরু হয়। অনলাইনের পোস্টগুলো থেকে জানা যায়, ডানপন্থি, মুসলিমবিরোধী বিক্ষোভকারীরা বুধবার তালিকা ধরে ধরে অভিবাসন কেন্দ্র, অভিবাসী সহায়তা কেন্দ্র ও বিশেষায়িত আইনি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাতে পারে। এই খবর ছড়ানোর পর বহু ব্যবসাপ্রতিষ্ঠান তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় এবং অনেক দোকান তাদের জানালাগুলো বোর্ড দিয়ে ঢেকে দেয়। তবে এই খবরের পর লন্ডন, ব্রিস্টল, বার্মিংহাম, লিভারপুল ও হেস্টিংস শহরের রাস্তায় হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়, এর পাশাপাশি বিপুল সংখ্যক বর্ণবাদবিরোধী বিক্ষোভকারী হাতে ‘বর্ণবাদের বিরুদ্ধে লড়াই কর’, ‘কট্টর ডানপন্থিদের থামাও’ এবং ‘শরণার্থীদের জন্য বর্ণবাদীদের বেচবো’ - এরকম বহু শ্লোগান লেখা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ায়। রয়টার্স জানিয়েছে, এই প্রতিবাদকারীদের মধ্যে বিভিন্ন জাতির মুসলিমরা, বর্ণবাদবিরোধীরা, ফ্যাসিস্ট বিরোধী গোষ্ঠীগুলো, শ্রমিক সংগঠনগুলো, বামপন্থি বিভিন্ন সংগঠন ও দাঙ্গার কারেণে আতঙ্কিত স্থানীয়রা যোগ দিয়েছিলেন। এরপর থেকে বুধবার রাত ৯টা পর্যন্ত কোথাও গুরুতর কোনো বিশৃংখলার খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দক্ষিণ লন্ডনের ক্রয়ডনে ৫০ জন লোকের একটি দল বোতল ছুড়ে মেরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। উত্তর লন্ডনে বিক্ষোভে যোগ দেওয়া স্টেটসন ম্যাথিউ (৬৪) বলেন, জনগণের প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে দেশকে প্রান্তে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে। হেস্টিংসে বর্ণবাদবিরোধী বিক্ষোভে যোগ দেওয়া এক নারী জানান, বিক্ষোভে এতে মানুষ যোগ দিয়েছে দেখে তিনি মুক্ত বোধ করছেন। অপর এক খবরে বলা হয়, যুক্তরাজ্যে লন্ডন-সহ বিভিন্ন শহরে অভিবাসীদের পক্ষে ও অতি ডানপন্থিদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন হাজারো মানুষ। যুক্তরাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে আরো মিছিলের ডাক দিয়েছে অতি ডানপন্থিরা। তার প্রতিবাদে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। তারা বর্ণবাদ-বিরোধী সেøাগান দেন। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, লন্ডনে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাছাড়া সম্ভাব্য হামলা সামলাবার জন্য এক হাজার তিনশ বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে ‘স্ট্যান্ড বাই’ হিসাবে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তাদের হাতে ছিল পোস্টার, সেখানে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়াও অভিবাসী, শরণার্থী ও যারা আশ্রয় নিতে চান, তাদের স্বাগত জানাবার কথাও বলা হয়েছিল। লন্ডন ছাড়াও বার্মিংহাম, লিভারপুল, শেফিল্ড, ব্রিস্টলেও প্রচুর মানুষ রাস্তায় নেমে মিছিল করেছেন। লন্ডনের ফিঞ্চলিতে মিছিলে নিরাপত্তা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।লন্ডনের ফিঞ্চলিতে মিছিলে নিরাপত্তা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পূর্ব লন্ডনের একটি অভিবাসন কেন্দ্রর সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সেøাগান ওঠে। এছাড়াও মানুষ সোচ্চারে বলেন, অভিবাসন কোনো অপরাধ নয়, অতি ডানপন্থিদের থামানো হোক। প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, যে দাঙ্গা হয়েছে তা সরকারের অভিবাসন নীতির জন্য নয়, এটা অতি ডানপন্থিদের গু-ামির জন্য হয়েছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান