বাস্তুচ্যুত লেবানিজদের ভবিষ্যৎ কী?
১৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা ঘিরে আতঙ্কে রয়েছেন উভয় প্রান্তের বাসিন্দারা। এই সংঘাত এখন একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই উদ্বেগের মধ্যে নিজেদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন দেখছেন বাস্তুচ্যুত লেবানিজরা। ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এ নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। দক্ষিণ লেবাননে পাঁচবার বাস্তুচ্যুত হয়েছেন কামেল ম্রু ও তার স্ত্রী মরিয়ম। এখন তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে এ নিয়ে উদ্বিগ্ন তারা। ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষের খবরের ওপরই এখন তাদের ভাগ্য নির্ভর করছে। কেননা, সীমান্তের উত্তেজনা এখন সর্বাত্মক যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কায় রূপ নিয়েছে। আর এ আশঙ্কা কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এই দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে। তারা সবাই বিদেশ থাকেন। সম্প্রতি সীমান্ত থেকে কিছুটা দূরে তাদের গ্রাম ইয়োহমোরে ফিরে এসেছিলেন। লেবাননের আশেপাশের অন্য কোথাও তাদের বন্ধুরা রয়েছেন। পেশায় একজন শিক্ষাবিদ ম্রো। তিনি বলেন, ‘ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন।’ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনস ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্স এর তথ্য মতে, এই সংঘাতে দক্ষিণ লেবাননে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে আক্রমণ শুরু করার পর থেকে সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে ইসরাইল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। তাদের দাবি, গাজায যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা চালিয়েছে তারা। দশম মাসে এসে গাজার এই সংঘাত লেবাননেও ছড়িয়ে পড়েছে। ২০০৬ সালে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধে লেবাননে ১ হাজার ২০০ মানুষ নিহত হন। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিলেন। এসময় ১৫৭ ইসরাইলি নিহত হন যাদের বেশিরভাগই সেনা। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ লেবাননে বোমাবর্ষণ করে ইসরাইল। এতে বৈরুতের দক্ষিণ শহরতলিতে গোষ্ঠীটির শক্তিশালী ঘাঁটির বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়। গত ১০ মাস ধরে হওয়া লড়াইয়ের বেশিরভাগই ইসরাইল-লেবানন সীমান্তে শুরু হয়েছে। হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যার মাধ্যমে এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে ইসরাইল। চলতি মাসের শুরুতে শক্তিশালী লেবানিজ সশস্ত্র গোষ্ঠীর নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ বলেছিলেন, ইসরাইলি হামলায় হিজবুল্লাহর প্রতিক্রিয়া শক্তিশালী ও কার্যকর হবে। গোষ্ঠীটির শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর ইসরাইলি হামলায় নিহত হওয়ার পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে তার মৃত্যুর এক সপ্তাহ উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। এই সভায় বক্তৃতাকলে এমন মন্তব্য করেন নাসরাল্লাহ। গত মাসে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যা করা হয়। এই হত্যাকা-ের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। এর জন্য ইসরাইলকেই দায়ী করেছে তারা। তবে ওই হামলার দায় স্বীকার করেনি ইসরাইল। পাঁচ বছর ধরে লেবানন অর্থনৈতিক সঙ্কটে ভুগছে। বর্তমান সংঘাত শুরু হওয়ার আগেই দেশটির জনগণ মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছিলো। অর্থনৈতিক সঙ্কটের মধ্যে নতুন করে শুরু হওয়া সীমান্ত সংঘাত তাদের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে। মরিয়ম বলেন, ‘এর সবই আপনাকে প্রভাবিত করে। আপনার মনস্তাত্ত্বিক অবস্থা এমনভাবে প্রভাবিত হয়ৃস্নায়ুকে শান্ত রাখার জন্য আমি ওষুধ সেবন শুরু করেছি।’ ইসরাইল দেশটির বাস্তুচ্যুতদের সরকারি-অর্থায়নে আবাসনে রাখলেও লেবাননের বাস্তুচুতদের জন্য এরকম কোনও ব্যবস্থা নিতে পারেনি লেবানিজ সরকার। তাই তাদের দেশটির অপ্রশস্ত পাবলিক স্কুল বা পরিবার বা বন্ধুদের সঙ্গে থাকার মতো অনানুষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। সপরিবারের আশ্রয় চেয়েছিলেন ওয়াফা ইউসুফ আল-দারবিশ। ইসরাইলি সীমান্তবর্তী ধ্রায়া গ্রাম থেকে তিনি তার বোনের সঙ্গে থাকতে টাইরেতে পালিয়ে যান। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার
সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ