যুদ্ধবিরতি চুক্তিই ইসরাইলে পাল্টা হামলা রুখতে পারে : ইরান
১৫ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিই কেবল হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বদলায় ইসরাইলে সরাসরি হামলা চালানো থেকে ইরানকে বিরত করতে পারে। তিন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা একথা বলেছেন। ইরানের রাজধানী তেহরানে গতমাসে হানিয়া হত্যাকা-ের জন্য ইসরাইলকে দায়ী করে ইরান এর কঠোর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। ইসরাইল এ হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার বা অস্বীকার কোনওটিই করেনি। তবে ইরানের হামলার মুখে দেশটি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। ওদিকে, ইরানের হুমকি থেকে ইসরাইলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধজাহাজ, সাবমেরিন মোতায়েন করেছে। ইরানের ঊর্ধ্বতন তিন কর্মকর্তার মধ্যে এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, গাজা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হলে কিংবা ইসরাইলকে আলোচনা থেকে বের হয়ে যেতে দেখা গেছে ইরান ও হিজবুল্লাহর মতো এর মিত্ররা সরাসরি হামলা শুরু করবে। তবে হামলা চালানোর আগে ওই যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরান কতক্ষণ সময় দেবে তা বলেননি কর্মকর্তারা। তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডার ফুয়াদ শুকরি হত্যার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে বৃহত্তর পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। ইরান এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনাও চালাচ্ছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন যে, ওয়াশিংটন তার মিত্রদেরকে উত্তেজনা কমাতে ইরানকে রাজি করানোর অনুরোধ করছে। তিন আঞ্চলিক সরকারি কর্মকর্তাও জানিযেছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে উত্তেজনা এড়াতে ইরানের সঙ্গে সংলাপ হয়েছে। যুদ্ধবিরতি আলোচনা বৃহস্পতিবার মিশর কিংবা কাতারে হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের ইরানি মিশন শুক্রবার এক বিবৃতিতে বলেছিল, “আশা করি আমাদের জবাব সময়োচিত হবে এবং এমনভাবে দেওয়া হবে যাতে সম্ভাব্য যুদ্ধবিরতির কোনও ক্ষতি না হয়।” আর মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “সংযত থাকার আহ্বান আন্তর্জাতিক আইনের মূলমন্ত্রের সঙ্গে যায় না।” হোয়াইট হাউজের মুখপাত্র জন কারবি সোমবারেই সাংবাদিকদের বলেন, “এ সপ্তাহেই ইরান ও এর ছায়াগোষ্ঠীগুলো কিছু একটা ঘটাতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরাইল উভয়ের মূল্যায়নেই এমন আঁচ পাওয়া গেছে।” এ সপ্তাহে কিছু ঘটলে বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা হওয়ার কথা রয়েছে তার ওপর এর প্রভাব পড়া অবশ্যম্ভাবী, বলেন তিনি। তবে আলোচনা আগাবে কিনা তা নিয়ে গত সপ্তাহন্তেই সংশয় প্রকাশ করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। কারণ, সম্প্রতি কয়েকমাস ধরে হামাস এবং ইসরাইল যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা করলেও চূড়ান্ত কোনও চুক্তিতে উপনীত হতে পারেনি। অপর এক খবরে বলা হয়, তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকা-ের পর ইরান এ ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করে এর বদলা নেওয়ার অঙ্গীকার করেছে। এতে ইরান ও ইসরাইলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরাইলে হামলা না চালাতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশগুলো। কিন্তু এ আহ্বান প্রত্যাখ্যান করে ইরান। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক নানা কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সামরিক হামলার হুমকি দেওয়া থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। কিন্তু জবাবে পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, পাল্টা জবাব দেওয়াটাই অপরাধ বন্ধ করার পথ এবং এই জবাব দেওয়া ইরানের ‘আইনগত অধিকার’। ইসরাইল হামাস নেতা হানিয়াকে হত্যার দায় স্বীকার করেনি। তবে ইরানের হামলার হুমকির মুখে তারা তাদের সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। ওদিকে, লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই গোষ্ঠীটিও ইসরাইলে হামলা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায়, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান ও এর মিত্রদেরকে ইসরাইলে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানায়। এমন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করে তারা। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মৌলভীবাজাররে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে দুই পক্ষে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন
১৯ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে উইন্ডিজ
মির্জাপুরে নদী তীর কেটে মাটি লুট দুই কারবারির লাখ টাকা জরিমানা
‘‘এই বাংলাদেশে হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকব’’ : হাসনাত আব্দুল্লাহ
পীরগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির শীর্ষক সেমিনার ও প্রদশর্নী
নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার
নানা ভাবে পূনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অধিবেশন
পেকুয়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবের সার্টিফিকেট অনুষ্ঠান সম্পন্ন
সোনারগাঁওয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন
বাতিল হলো জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩
ব্লু পেপার চালু রাখার দাবিতে সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল
ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: প্রধান উপদেষ্টা
বরগুনায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাপলাকুঁড়ি ট্রফি'র শুভ উদ্বোধন
বিদেশ থেকে বাড়িতে এসেই দেখলে স্ত্রীর ঝুলন্ত মরদেহ