চূড়ান্ত দৌড় শুরু কমলা-ট্রাম্পের
২৫ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত জুলাইয়ে। আর গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয়েছে সম্মেলনের সব আনুষ্ঠানিকতা। এর মাধ্যমে শুরু হলো আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত দৌড়। আগামী ৫ নভেম্বর ভোট হওয়া পর্যন্ত চলবে প্রচারাভিযানের লড়াই। বেশ অস্থির ও অপ্রত্যাশিত এক চরিত্র নিয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা প্রবেশ করছে তার শেষ পর্যায়ে। এ সপ্তাহেই ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে নিজের প্রচারাভিযানের গতি আরো বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে, আক্রমণের কৌশলগুলোয় শান দিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রীষ্মকালীন জনমত জরিপ ও তহবিল সংগ্রহে এগিয়ে ছিলেন ট্রাম্প। জো বাইডেনকে বিতর্কে নাস্তানাবুদ করেছেন। বাইডেনের বয়স বেশি বলে আক্রমণ করতেও ছাড়েননি। বাইডেনের চেয়ে ট্রাম্পের দিকে যখন হেলে ছিল পাল্লা, সে সময় পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারাভিযানে হত্যা প্রচেষ্টা থেকেও বেঁচে যান রিপাবলিকান প্রার্থী। এ ঘটনা ট্রাম্পের সম্ভাবনা আরো বাড়িয়ে দিয়েছিল বলেও মন্তব্য করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নির্বাচনী দৌড় থেকে বাইডেনের সরে দাঁড়ানো এবং কমলা হ্যারিসের স্থলাভিষিক্ত হওয়ার ঘটনা ডেমোক্রেটিক পার্টিতে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। বেশ কিছু জনমত জরিপ অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে কেবল ব্যবধানই কমাচ্ছেন না হ্যারিস, বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি এগিয়েও গেছেন। ডেমোক্র্যাটরা এখন উদ্যম নিয়ে এগোচ্ছে। ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করার লক্ষ্য তাদের। ট্রাম্প শুক্রবার অ্যারিজোনায় রবার্ট এফ. কেনেডি জুনিয়রের সঙ্গে প্রচারণায় অংশ নিয়ে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। স্বতন্ত্র প্রার্থী কেনেডি কয়েক ঘণ্টা আগেই তার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা স্থগিত করে বলেছেন, গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে ব্যালট থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন তিনি, যাতে নির্বাচনের ফলাফল প্রভাবিত না হয়। গ্লেনডেলে এই নির্বাচনী প্রচারাভিযানে ট্রাম্প সম্পর্কে কেনেডি জুনিয়র উপস্থিত সমর্থকদের বলেন, আপনি কি এমন একজন প্রেসিডেন্ট চান না যিনি আমাদের যুদ্ধে থেকে মুক্তি দেবেন এবং এই দেশে মধ্যবিত্ত শ্রেণিকে পুনর্গঠিত করবেন? কেনেডির সরে দাঁড়ানোয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখন হয়ে দাঁড়িয়েছে দুই ঘোড়ার রেস। সম্মেলনও শেষ। এখন তাদের মুখোমুখি লড়াই দেখা যাবে এবিসি আয়োজিত ১০ সেপ্টেম্বরের বিতর্কে। প্রচারাভিযানগুলোতে দ্বিতীয় বিতর্কে অংশ নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোথায়, কখন এবং কে এটি আয়োজন করবে তা এখনো নির্ধারিত হয়নি। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীপদ গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রথম ভাষণেই নিজের নীতি স্পষ্ট করেছেন তিনি। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন। সব আমেরিকানের নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হ্যারিস বলেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাখার মতো একজন প্রেসিডেন্ট হতে চান তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্র্যাটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার রাতে হ্যারিস দলীয় মনোনয়ন গ্রহণ করেন। এরপর সম্মেলনের মঞ্চে দেওয়া ভাষণে হ্যারিস বলেন, “জনগণের পক্ষ থেকে, সব আমেরিকানের পক্ষ থেকে; দল, জাতি, লিঙ্গ, ভাষা নির্বিশেষে আমি আপনাদের মনোনয়ন গ্রহণ করছি। “আমি জানি বহু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মানুষ এখানে আছে। তারা এ সম্মেলনে চোখ রেখেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। “আমি সেই প্রেসিডেন্ট হতে চাই- যিনি সবাইকে একতাবদ্ধ করবেন, তাদের উচ্চাশা পূরণ করবেন, যিনি নেতৃত্ব দেবেন, সবার কথা শুনবেন, বাস্তববাদী হবেন, কার্যকরী হবেন।” ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন পথে হাঁটার সুযোগ এসেছে। অতীতের তিক্ততা ভুলে, হতাশা মুছে এগুনোর সুযোগ এসেছে। কোনও দল বা একক গোষ্ঠী হিসাবে নয়, আমেরিকার মানুষ হিসাবে এগোনোর সুযোগ এসেছে। আমাদের এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। গাজায় যুদ্ধের প্রসঙ্গে হ্যারিস বলেন, সেখানে যুদ্ধবিরতি চুক্তি করার সময় এসেছে। বন্দি মুক্তি দেওয়াটাও জরুরি। তিনি বলেন, “আমি সবসময়ই ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে। কিন্তু গাজায় গড়ত ১০ মাস ধরে যা হয়েছে তা বিপর্যয়কর। বহু নিরীহ মানুষ মরেছে।ক্ষুধার্থ, সাহায্যের জন্য মরিয়া মানুষকে বার বার এখান থেকে ওখানে পালিয়ে বেড়াতে হয়েছে। গাজার মানুষদের এই দুর্ভোগ হৃদয়বিদারক। প্রেসিডেন্ট বাইডেন এবং আমি এই যুদ্ধ বন্ধের চেষ্টা করছি, যাতে ইসরাইল সুরক্ষিত থাকে এবং বন্দিরা মুক্তি পায়, গাজায় মানুষের দুর্ভোগ শেষ হয় এবং ফিলিস্তিনিরা যাতে মর্যাদা, সুরক্ষা, স্বাধীনতা ও আত্মনিয়নিত্রণের অধিকার নিয়ে বাঁচতে পারে। ভাষণে হ্যারিস নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিপক্ষ, রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্প সম্পর্কেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আইন ভঙ্গ করার ট্রাম্পের প্রবণতা এই ইঙ্গিতই দেয় যে, আবার নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদে তিনি বেপরোয়া হতে পারেন। সিএনএন, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা