বন্দি মুক্তির দাবিতে তেল আবিবে ইসরাইলিদের বিশাল সমাবেশ
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ এএম
গাজায় বন্দি ইসরাইলি বন্দিদের মুক্তি নিশ্চিত করার দাবি এবং ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে দায়ী করে বিক্ষোভ করেছে সাড়ে ৭ লাখেরও বেশি ইহুদী বিক্ষোভকারী। দক্ষিণ গাজার একটি টানেল থেকে ৬ জন ইসরাইলি বন্দির লাশ উদ্ধারের প্রেক্ষিতে গত শনিবার তেল আবিবসহ আশপাশের শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এখনও শতাধিক বন্দি গাজার টানেলে আটকে আছে যাদের মধ্যে এক-তৃতীয়াংশ ইতোমধ্যে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের নভেম্বরে একটি চুক্তির আওতায় কারাগারে বন্দি ২৪০ ফিলিস্তিনির বিনিময়ে হামাস মোট ১৪০ জন বন্দিকে মুক্তি দেয়। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে হামলার প্রেক্ষিতে প্রায় ২৪০ জনকে যুদ্ধবন্দি করা হয় এবং কমপক্ষে ১১৩৪ জন ইহুদী নিহত হয়। যার ফলে ইসরাইল গাজায় এক নৃশংস অভিযান চালায় যাতে ইতোমধ্যে প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছে যাদের দুই-তৃতীয়াংশই মহিলা ও শিশু। এছাড়া সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিয়েছে গাজা উপত্যকাকে। একই সাথে পশ্চিম তীরে ৬শ’ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং ১০ হাজারেরও বেশি জনকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীরা বলছেন যে, ৫ লাখ ইহুদী তেল আবিবে এবং আড়াই লাখ অন্যান্য শহরে বিক্ষোভে অংশ নেয়।
ইসরাইলে নিষিদ্ধ আল-জাজিরার হামদাহ সালহুত জর্দানের রাজধানী আম্মান থেকে জানান, বেশিরভাগ বিক্ষোভকারী বলেছেন যে, সরকার তাদের মেনে নেয়া এবং নেতানিয়াহু তার নীতি পরিবর্তন না করা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।
বিক্ষোভটিতে নজিরবিহীন অংশগ্রহণ দেখা গেলেও নেতানিয়াহু তার অবস্থানে অনড় রয়েছেন। তিনি বন্দিদের উদ্ধারে চুক্তির চাপকে উপেক্ষা করে সামরিক অভিযানকেই প্রধান উপায় নীতি বজায় রেখেছেন।
মক্তিপ্রাপ্ত বন্দি ড্যানিয়েল অ্যালোনি তেল আবিবের সমাবেশে বক্তব্যে যদি নেতানিয়াহু তার অবস্থান পরিবর্তন না করেন তাহলে তাকে ক্ষমা না করার ঘোষণা দেন। নিউ ইসরাইল ফান্ডের ভাইস প্রেসিডেন্ট লিবি লেনকিনস্কি বলেন, যুদ্ধবিরতিই সমাধানের একমাত্র উপায়। তিনি আল-জাজিরাকে বলেছেন, নভেম্বর ও ডিসেম্বরের প্রথম দিকে যুদ্ধবিরতির আহ্বান জানানো ইসরাইলিদের সংখ্যা যা ছিল তা ক্রমেই বেড়ে চলেছে। গত সপ্তাহে এ সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। তারা বুঝতে পেরেছে যুদ্ধবিরতিই ইসরাইলি বন্দিদের ফিরে আসার একমাত্র উপায়।
এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি নৃশংস হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪০ হাজার ৯৩০ ছাড়িয়ে গেছে।
এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরাইলি বিমান হামলায় শনিবার গাজায় কমপক্ষে আরো ৩১ জন নিহত হয়েছেন। অন্যদিকে বৃহৎ আকারের প্রাদুর্ভাব রোধ করার লক্ষ্যে জরুরিভিত্তিতে পোলিও টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপটি শেষ করেছেন স্বাস্থ্যকর্মীরা।
বেশ কয়েকটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরাইলি গোলাবর্ষণের কারণে শনিবার গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে তিন নারী এবং দুই শিশু নিহত হয়েছেন। সূত্র : আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'