চাকরি খুঁজবে ১২০ কোটি পাবে ৪২ কোটি
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
উদীয়মান অর্থনীতিগুলোয় এখন অন্যতম বড় সংকট হিসেবে বিবেচনা করা হয় বেকারত্বকে। এসব বাজারে চাহিদার তুলনায় অপ্রতুল কর্মসংস্থান আগামী দশকেও বিরাজমান থাকবে বলে সম্প্রতি জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এ সময় চাকরিপ্রত্যাশী ও কর্মসংস্থানের ব্যবধান থাকবে ব্যাপক। পূর্বাভাস অনুসারে, সামনের দশকে ১২০ কোটি তরুণ-তরুণী চাকরি খুঁজবে। এর বিপরীতে কর্মসংস্থান থাকবে ৪২ কোটি। অর্থাৎ এক-তৃতীয়াংশ চাকরিপ্রত্যাশী কর্মসংস্থানের বাইরে থেকে যেতে পারে। খবর রয়টার্স ও আনাদোলু।
পেরু থেকে টুভালু—এক পরিকল্পনার আওতায় সম্প্রতি ২৭টি দেশের শেষটি পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এরপর ১০ সেপ্টেম্বর বক্তৃতায় তিনি বলেন, ‘এ প্রজন্ম এমন একটি চাকরির বাজারের মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে তাদের মধ্যে মাত্র ৪২ কোটির জন্য কর্মসংস্থান থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৮০ কোটি তরুণের জন্য চাকরির সুযোগ থাকবে না।’
এ পরিস্থিতি উত্তরণে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেন অজয় বাঙ্গা। সিডনির গবেষণা সংস্থা লোই ইনস্টিটিউটে বক্তৃতাকালে অজয় বাঙ্গা বলেন, ‘এজন্যই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা দরকার—সরকার, দাতা সংস্থা ও বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংককে একসঙ্গে কাজ করতে হবে।’
চাকরির বাজারে সম্ভাব্য ব্যবধান কমাতে বেসরকারি খাতে বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এ সময় তিনি জানান, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্মম ও চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলের নেতৃত্বে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থাটি একটি উদ্যোগ শুরু করেছে।
আগামী অক্টোবের অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠক। সেখানে প্রথমবারের মতো উপস্থিত থাকবে এক দল ব্যবসায়ী নেতা, সুশীল সমাজ ও শিক্ষাবিদ; যারা জ্বালানি, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্য ও পর্যটন খাতে আগ্রহী তরুণদের জন্য কর্মসংস্থান তৈরির কৌশল প্রণয়ন করবেন।
কর্মসংস্থান ও অন্যান্য ক্ষেত্রে আগামীতে বৈশ্বিক রূপান্তরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ঋণদাতা সংস্থাগুলো। অজয় বাঙ্গা বলেন, বৈশ্বিক ঋণদাতাদের আরো দ্রুত কাজ করতে হবে। বর্তমানে বৃহত্তর মেরুকরণের সম্মুখীন বিশ্ব, যার মাধ্যমে প্রভাবিত হচ্ছে কোটি কোটি মানুষ। তাই ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করতে হবে।
তিনি জানান, এক বছর আগে বিশ্বব্যাংকের দায়িত্ব নেয়ার পর এ সফর শুরু করেছিলেন। যার উদ্দেশ্য ছিল ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি যেসব অঞ্চলে কাজ করে তাদের মতামত শোনা। ৬ সেপ্টেম্বর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের টুভালু সফরের মাধ্যমে সে পরিকল্পনার একটি পর্যায় শেষ হয়েছে।
এ সময় অজয় বাঙ্গা বলেন, ‘সারা বিশ্বের মানুষের আকাঙ্ক্ষা সর্বজনীন হওয়া সত্ত্বেও আমরা বৃহত্তর মেরুকরণ ও চরমপন্থার মধ্যে বাস করছি।’
তিনি জানান, পরিদর্শন করা দেশগুলোয় আরো সাহায্য প্রয়োজন। প্রয়োজনীয় তহবিল জোগানের বিষয়টি আরো দ্রুত ও সহজ হতে হবে। এ ঋণপ্রবাহ যেন কার্যকর হয় সেদিকে নজর রাখতে হবে।
গত সপ্তাহে ফিজিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। এ বিষয়ে অজয় বাঙ্গা বলেন, ‘বিশ্বব্যাংকের ঋণ পাওয়ার জন্য যে ধরনের শর্ত পূরণ করতে হয় ছোট দ্বীপ রাষ্ট্রগুলো অনেক সময় তা পারে না। এ বিষয়ে মনোযোগ দিতে হবে।’
ফিজিতে স্বাস্থ্য ক্লিনিক পরিদর্শন করেছিলেন অজয় বাঙ্গা। সেখানে তিনি হাসপাতালে গুরুতর কর্মী ঘাটতি ও ডায়াবেটিসের মতো রোগের ক্রমবর্ধমান হার নিয়ে বিস্তারিত অবহিত হন। বিশ্বব্যাপী কর্মসংস্থান সংকট ও নতুন কর্মসংস্থান তৈরি নিয়ে কাজ করছে বিশ্বব্যাংক। এ সফর সে বিষয়টিকে আলাদাভাবে তুলে ধরেছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ১৫০ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্য রয়েছে ব্যাংকটির।
জলবায়ু পরিবর্তন, বৈষম্য ও নাজুক অর্থনীতির চ্যালেঞ্জকে পরস্পরের সঙ্গে যুক্ত হিসেবে বিশ্বব্যাংক দেখছে বলেও জানান তিনি। অজয় বাঙ্গা বলেন, ‘আমরা বুঝতে পারি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের চ্যালেঞ্জগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চ্যালেঞ্জের ক্ষুদ্র চিত্র।’
লোই ইনস্টিটিউটের মতে, মহাসাগরে উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। এটি সবচেয়ে বেশি সাহায্যনির্ভর অঞ্চলও।
প্রেসিডেন্টের পদে বসে বিশ্বব্যাংকের সংস্কারের উদ্যোগ নেন অজয় বাঙ্গা। এ বিষয়ে তিনি জানান, সংস্কার পরিকল্পনাগুলো এরই মধ্যে কাজ শুরু করেছে। একটি করপোরেট স্কোরকার্ডের বরাত দিয়ে জানান, ব্যাংকের লক্ষ্য ১৫০ থেকে ২২-এ নেমে এসেছে। এছাড়া প্রকল্প অনুমোদনের সময় গড়ে তিন মাস কমেছে। নতুন নতুন ক্ষেত্র লক্ষ্য করে ঋণ দেবে বিশ্বব্যাংক। এ হিসেবে আগামী ১০ বছরে বিশ্বব্যাংক আরো ১২ হাজার কোটি ডলার ঋণ বিতরণের পরিকল্পনা করেছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা জ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কেএমপিকে ঢেলে সাজানো হচ্ছে; কেএমপি কমিশনার
মির্জাপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ